শুক্রবারের টেকটিউনস অফিসের মিটআপের কিছু ছবি সাথে কিছু গরম খবর যা ঠান্ডা হওনের আগে দেইখা নেন ** আপডেটেড ১৪ই মার্চ

শুক্রবার টেকটিউনস অফিসে অনুষ্ঠিত হল সাবমডারেটর রিক্রুটমেন্ট মিটআপ। তারই কিছু ছবি শেয়ার করব সবার সাথে। ছবিগুলো তুলেছেন টিনটিন ভাই। আমি তার কাছ থেকে নিয়েই তার অনুমতি সাপেক্ষে ছবি গুলো নিয়ে টিউন করছি। তাইলে চলেন ছবিগুলা দেখি আর সবার ভাব বুঝি। তবে চিন্তা কইরেন না মসজিদে মিলাদ শেষ হইলে যেমন জিলাপী দেয় তেমন এই ছবিগুলি দেখার পর শেষে পাবেন কিছু চমকিত খবর। আর দেরী না শুরু করেন।

26332_109589059057389_100000188854496_237305_5224743_n

26332_109589052390723_100000188854496_237303_1937440_n

26332_109589082390720_100000188854496_237310_5864823_n

26332_109589152390713_100000188854496_237331_2594071_n 26332_109589175724044_100000188854496_237336_817729_n

26332_109589145724047_100000188854496_237329_8130316_n

26332_109589105724051_100000188854496_237317_304309_n

26332_109589102390718_100000188854496_237316_8088757_n

26332_109589099057385_100000188854496_237315_6654546_n

26332_109589092390719_100000188854496_237313_3483672_n

26332_109589055724056_100000188854496_237304_3830574_n

26332_109589162390712_100000188854496_237333_1129111_n

26332_109589025724059_100000188854496_237295_6609017_n

26332_109589149057380_100000188854496_237330_6136372_n

26332_109589112390717_100000188854496_237319_2663121_n

26332_109589139057381_100000188854496_237327_2898831_n

26332_109589129057382_100000188854496_237324_2765497_n

26332_109589119057383_100000188854496_237321_5518071_n

26332_109589032390725_100000188854496_237297_1093213_n

26332_109589165724045_100000188854496_237334_443072_n

26332_109589089057386_100000188854496_237312_2267621_n

26332_109589085724053_100000188854496_237311_8125298_n

26332_109589135724048_100000188854496_237326_1164264_n

আরাফাত ভাই, আরিফ৭ ভাই, মেহেদী এবং জালাল ভাই, মেহেদী ভাই দাড়িয়ে বই নিয়ে পড়া মুখস্থ করে

26332_109589132390715_100000188854496_237325_1967383_n

বাম থেকে দাড়ানো সাম্য, মামুন, টিনটিন এবং হাসিব সামনে বসা ফাহাদ তারপরেরটা কি আমি নাকি?

26332_109589115724050_100000188854496_237320_7094819_n

জালাল ভাই

26332_109589109057384_100000188854496_237318_5356220_n

মেহেদী ভাইয়ের হাতের বাকি অংশ কই? মডু কি আইফোনের কোন এ্যাপ দিয়া গায়েব করছে নাকি?

26332_109589079057387_100000188854496_237309_6002448_n

ইসমাইল ভাই, লানজু, শিমুল ভাই, অনুপম শুভ এবং জোবায়ের

26332_109589072390721_100000188854496_237308_3791037_n

ফাহিম, রকিবুল এবং আরিফ নিজামী ভাই

26332_109589065724055_100000188854496_237307_8233771_n

মনে কইরেন না যে মেহেদী ভাই দাড়িয়ে এবার সবাইকে গান শুনাচ্ছেন

26332_109589062390722_100000188854496_237306_5006593_n

26332_109589029057392_100000188854496_237296_6721135_n

মেহেদী ভাইয়ের লাল দন্ত

26332_109589172390711_100000188854496_237335_4875032_n

ফাহাদ এবং আরিফ৭ ভাই

26332_109589155724046_100000188854496_237332_2572402_n

টিনটিন ভাই

26332_109589122390716_100000188854496_237322_4957606_n

26332_109589035724058_100000188854496_237298_3257159_n

ফাহিম, রকিবুল এবং আরিফ নিজামী ভাই

26332_109589125724049_100000188854496_237323_4749176_n

কি ভাছেন এবার জালাল ভাই গান শুনাচ্ছেন সবাইকে?

26332_109589095724052_100000188854496_237314_1896564_n

মামুন, হাসিব এবং টিনটিন

26332_109589045724057_100000188854496_237301_3999938_n

এইখানে কবি নীরব

26332_109589042390724_100000188854496_237300_7265355_n

কবি এখনও নীরব কিন্তু তানভীর ভাই এইসব কি? এভাবে দৃষ্টি

26332_109589012390727_100000188854496_237292_2641412_n

সাম্যও এবার সাম্যের গান শুরু করল

26332_109589039057391_100000188854496_237299_3290479_n

কবির মুখে এবার লাগাম

26332_109589015724060_100000188854496_237293_7320875_n

মামুন এবং আরিফ৭ ভাই

26332_109589009057394_100000188854496_237291_4108671_n

আরিফ নিজামী ভাই, মোস্তফা আরাফাত ভাই আর মেহেদী ভাই

ছবি তো দেখলেন এইবার চমকিত সেই খবর গুলিও শোনেন

  • টেকটিউনস এর ক্লাউডের কাহিনী তো সবাই জানেন এছাড়াও কানাডায় টেকটিউনসের নিজেস্ব সার্ভার বসানো হবে। যেখানে ভবিষ্যতে স্থায়ী বাসস্থান হতে পারে আমাদের টিউন গুলির।
  • আগামী মে মাসে হতে যাচ্ছে টেকটিউনস এর সেই বহূল প্রতিক্ষীত সামিট সাথে বিশাল বড় খানা-পিনাও নাকি হইব। রেডী হইয়া যান যাওনের লাইগা। তবে সমস্যা একটাই যাইতে হইলে কোয়ালিটি টিউনার হতে হবে। তাড়াতাড়ি কোমর বাইন্ধা শুরু করেন টিউন লেখা যাইতে চাইলে।
  • আরে শুধু কি সামিটে যাওনের জন্যই টিউন? আরে না লাভ আরো আছে যদি প্রতি মাসে সিরাম একখান একখান টিউন করতে পারেন তাইলে পাইবেন এখন থেকে পুরস্কার তাও আবার প্রতিমাসে। হূমম ঠিক প্রতিমাসের সেরা টিউনারকেই পুরস্কৃত করা হবে এখন থেকে। জট্রিল জট্রিল সব পুরস্কার আছে নাকি।
  • আরো শুনলাম সামিটে নাকি টিউনারদের দেওয়া হবে চরম সব পুরস্কার। আরে আমার তো আর দেরী সয় নারে। একদম জিভ জল।
  • চমক আরো আছে সেইটা হইল আগামী এপ্রিল মাসে “ক্রিয়েটিভিটি উইথ ইন” এর ব্যানারে আসতাছে জট্রিল একখান নিউজ পোর্টাল। যেইখানে আপনে থাকবেন নিউজ রিপোর্টার হিসেবে। বাকীটা চমক থাকল একটু সবুরে খান।
  • টেকটিউনসে একটু টাইম দিতে পারলেই হয়তো ভবিষ্যতে আপনেও ঢুইকা যাইতে পারবেন এডমিন প্যানেলে। কিন্তু কথা হইল গিয়া কথা হইতেছে সেইটা না, খবর অন্য যদি ঢুকতে পারেন তবে পাবেন বিশেষ মর্যাদার প্রেস কার্ড। একদম চরম কোন আকাম কুকাম না করলে এইটা একটা দারুন পাওয়ার পুলিশের মোকাবেলা করনের জন্য। যদি এরপর কেউ অকারনে থানা পুলিশ আর হাইকোর্ট দেখাইতে চায় দেখায় দিবেন ঐ কার্ডখান একদম খালাস। শুধু কি তাই? প্রেস কার্ড থাকলে তো প্রধানমন্ত্রীই কি আর প্রসিডেন্টই কি আপনে সবার কাছেই যাইতে পারবেন। হেলায় হারাইয়েন না এই সুযোগ।
  • আরে প্রেসকার্ড দিয়া কি ফুটানি শুধু বাংলাদেশেই দেখাইবেন? না না আগামী মে মাস থেকে বিশ্বের যে কোন প্রযুক্তি সংশ্লিষ্ট অনুষ্ঠান হইলেই আপনাদের কেউরে না কেউ যাইতে হইব এই কার্ড পকেটে নিয়া। একদম সরেজমিনে যাইয়া সব খবর নিয়া আসবেন। কি মাথা চুলকাইতাছেন যে যাওন আসনের খরচ? আরে মজাক তো এইখানেই আমাগো টেকটিউনস অফিসের যাওন আসনের খরচ না দিতে পারে টেকটিউনস কিন্তু দেশের বাইরে যাওনের সব খরচ জালাল ভাইয়ের পকেট থেকেই যাবে। কি কন মজা না? টাকা গুনবে জালাল ভাই আর বিদেশের হাওয়া খাইবেন আপনে।
  • কাহিনী এইখানেই শেষ না আরো আছে। নতুন একজন সাবমডু পাওয়া গেছে যে কিনা আইফোনের এপ্লিকেশন বানায়। কইবেন যে তাতে আপনের কি? আরে চান্স তো আপনেরই সে কইছে টেকটিউনসের সবাইরে আইফোন এপ্লিকেশন বানানো শেখাবে। এখন কন পার্টি দিতাছেন কবে? কারন গেলেন তো হইয়া আইফোনের এপ্লিকেশন ডেভলপার হইয়া।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিশ্বনায়ক সম্মেলন। 😀 😛 🙂 😉

ইস আমি আসতে পারলাম না । 🙁 🙁 🙁 :'(

    আসলেই আমাদের প্রথম মিটআপের ভিডিও করার দ্বায়িত্ব যে পালন করেছিল সে না আসায় আমরা ভাল ভিডিও পাচ্ছি না তারপর থেকে

    oh bro.. আমাকে একটু মনে করিয়ে দিলেই আমি আসতাম। খুব ইচ্ছা ছিল উপস্থিত থাকার । কিন্তু একটা কারনে আজকাল খুব প্রেসারে থাকায় কিছুই মনে থাকে না ।. পরবর্তি সময় আবশ্যই আসবো ইনসআল্লাহ ।

    হূমম আমিও তাই আশা করি

খুব ভাল… আমার পক্ষ থেকে এততততততওওও বড় একটা থ্যাঙ্কস্. 😆 😆 🙂 Gud job …. Bro 🙂 😆

    যতবড় টেংকু দিছেন তার দুইটা কপি পেস্ট কইরা আপনেরে দিলাম 😛

আমি কিন্তু খুব কষ্ট পাইছি শাকিল ……টিউনটার নাম হওয়া উচিৎ ছিল “গতকালের টেকটিউনস মিটিং এ মডারেটরের আইফোনে তোলা কিছু ছবি” 😀

    আপচুচ যে আইফোনের প্রচারটা হইলো না তবে আমি সবাইরে জানায় দিতাছি আমাগো মডুর একখান আইফোন আছে। এইবার খুশী তো?

আসলে শাকিল ভাই আমি ঝিনাইদাহে থাকি।আমাদের আরো অনক ইউজার আছে ঝিনাইদাহের।অনেক দিনে ইচ্ছা আপনাদের সকলের সাথে দেখা করা।আমারা সকলে আশায় থাকলাম।

    আমরা প্ল্যান করছি ঢাকার বাইরে বিভিন্ন স্থানে গিয়ে মিটআপ করার ….. ঝিনাইদহ ও তাইলে লিষ্টে অন্তর্ভূক্ত রইল …..

যেতে না পেরে খারাপ লাগছে।

Level 0

যেতে না পেরে নিজেকে খুব ছোট এবং অপরাধী মনে হচ্ছে

    অপরাধ থেকে মুক্ত হওয়ার চান্স আছে 😉 আশা করি সামনের বার এসে তা কাজে লাগাবেন 🙂

Level 0

যাব আশা রেখে ঘুম দিয়েছিলাম………ঘুম থেকে উথে দেখি মাত্র ২.৫৯ বাজে……আমি থাকি মুগদা পাড়ায়…যা হোক Better Luck Next Time

হা হা …….আমি এখানে সব চেয়ে জুনিয়র। আমার ছবি দেখে তা কেউ বুঝবে না। 😛 😛

    আমি চিনি আর ক্যাপশন দিয়া দেব

    হা হা…..আগেইতো ভালো ছিল ….এখন দিলেনতো আমারে ঘুম পাড়াইয়া ……..সুন্দর লিখছেন।
    ধন্যবাদ। 😛 😉

এই সব ছবি গুলো কি টিনটিন ভাই’র I-Phone দিয়া তোলা নাকি ।
জোশ ছবি । সবাইকে ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Thanks. chobir pase techi vhaider poricoy din pls

আমি কাউকে চিনিনা সবার নাম লিখে দিন pls

ছবির সাথে ক্যাপশনে নাম দিলে আমাদের জন্য চিনতে সুবিধা হইত।
ধন্যবাদ

    Level New

    আপনার সাথে একমত বিশেষ করে টিউনার ভাইকে।

    কারণ তিনি ছবি সহকারে টিউন করেছেন।

    দিয়ে দিলাম

Level 0

খুব মিস করেছি। তবে সবাইকে এক সাথে দেখতে পেয়ে অনেক ভাল লাগছে।

Level 0

শাকিল ভাই ও সাম্য কে অভিন্দন। আর ও অভিন্দন টেকটিউনস এর সকল নতুন কমিটির সদস্যদের।

    আমাকে অভিনন্দন দেয়ার কারন নাই আমি কিন্তু এডমিন না

Level New

সকলের শুভকামনায়।

Level 0

অনেক ধন্যবাদ শাকিল ভাই ছবিগূলো শেয়ার করার জন্য আর টিনটিন ভাইয়ের i-phone তোলা ছবি আসলেই চমতকার………।

Level 2

ধন্যবাদ শাকিল। ছবিগুলো এখানে দেখে খুব ভাল লাগছে। আগামীতে আরও ব্যাপক পরিসরে মিটআপ হবে এই আশায়………………..

ভালা কাম করছেন বিস্তারিত দিয়া সাথে ছবিগুলোও ।

শাকিল ভাই আমার চোখ বন্ধ করা ছবিটা দিলেন , আমি মাইন্ড করছি 🙂

    হে হে আমার কি দোষ জনাবে মডু আমাকে দিলেন আর এখন তো আপনেও মডু চোখ কান খোলা রাখতে হবে বন্ধ রাখলে চলবে নারে ভাই

    ঠিক কইছেন রে ভাই 🙁

অত্যন্ত কার্যকরী একটি মিটিং হয়েছে। খুব ভাল পদক্ষেপ, এমনটাই প্রয়োজন ছিলো। এগিয়ে চলার পথে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা খুব জরুরী।

চমকিত খবর নয়, বাস্তবাযনের দিকে এগিয়ে যান এবং টে.টি এর অগ্রযাত্রায় আরো গুরুত্বপূর্ন এবং বলিষ্ট বাস্তবমূখী পদক্ষেপ আশা করছি নবনির্বাচিত প্যানেল থেকে। ধন্যবাদ।

    এম ইয়াকুব ভাই আপনারা টেকটিউনস এর সাথে থাকলে ইনসআল্লাহ টেকটিউনস এগিয়ে যাবে । আপনাকে অনেক ধন্যবাদ ।

কঠিন রিপোর্টিং করলেন তো শাকিল ভাই……. এক্কেবারে ফাডাইয়া হালাইছেন…..
যাই হোক, এই টিউনের বদৌলতে TT আবার যেন গরম হয়…….

Level New

ধন্যবাদ শুধুই নয় সাথে আরো কিছু……………..।
ভাল লেগেছে সবাইকে জানতে পারলাম, কবি ভাইকে দেখার খুব ইচছা ছিল।
দেখলাম।
কবি ভাই আপনি নিজেও কিনতু………..।

    হে হে আমি হইলাম হুজুগের কবি কিন্তু আস্তে কন কেউ যানি না শোনে আমারে কবি কইছেন শুনরে আসল কবিরা আন্দোলন শুরু করতে পারে

Level 0

টেকটিউনস এর এই অগ্রযাত্রা দেখে খুব ভাল লাগল । টেকিটিউনস এর প্রতি রইল শুভ কামনা।

    আপনারা আছেন বলেই টেকটিউনসের অগ্রযাত্রা অব্যাহত আছে

ভাল সংবাদ ।

    হূমম তো নাইমা পড় এখনই

    আমাকে দিয়ে মনেহয় হবে না। আমার মাথা থেকে টিউন বাহির হয় না।

দ্যাখেন তো শাকিল ভাই লোগো কেমন হয়েছে? প্রফেশানাল লুক এসেছে? কাজ চলবে? 😉

    হূমম আমি এটাই চাইতাম যে এডমিন সংশ্লিষ্টদের ব্লগার নয় এডমিন এর জন্য আলাদা আইডি থাকবে যাতে মুক্ত চিন্তা বাধাগ্রস্ত না হয়। আপনি অন্তত আমার মনে কথাটা বুঝতে পারছেন।

    যাক চালায় যান। শুভ কামনা রইল।

    থ্যাঙ্কু। শুরু তো করি। পরিবর্তন আসবে ইনশাল্লাহ।

    হূমম আলো আসবেই তখন আশা করি সব ক্ষোভ এবং ভুল বোঝাবুঝিও দূর হবে সবার মাঝ থেকে

    রনি ভাই, এটাকি আরেকটা আইডি , নাকি নিক চেন্জ ?????

    না। এটা আরেকটা আইডি। আগে থেকেই খোলা ছিল। ব্যান হয়েছে ভেবে নতুন আইডি খুলেছিলাম। সেই প্রাগৈতিহাসিক আইডিটারই নাম চেঞ্জ করলাম। এটা থেকে শুধু প্রফেশানাল পোস্টগুলো দেওয়া হবে। আর “রনি পারভেজ” স্বাধীনই থাকবে। 🙂

    এই আইডিতে নিজের পরিচয় প্রকাশ না করাই ভাল কারন এডমিন হলে এই গানটা তাদের জন্য ডেডিকেট করা হয়
    “ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমাদেরি হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়……………………………

    lolz… 😛

Thanks, poricoy dilen sundor vabe. Techtunes er grihito lovonio podokhef near jonno aro dhonnobad.

Apnar password protected tuneti porar khuv ecche. Aj porjonto ta bar bar cesta korar poro sofol hote pari ni. Ei bapare help korle valo lagbe.

আসলে শাকিল ভাই আমি বরিশলে থাকি।আমাদের আরো অনক ইউজার আছে বরিশলের।অনেক দিনে ইচ্ছা আপনাদের সকলের সাথে দেখা করা।আমারা সকলে আশায় থাকলাম।

    আপনাদের আশা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে তবে তার আগে আপনারা নিজেরা যদি টেকটিউনসের ওখানকার ভিজিটররা মিলে একটা মিটআপ করে সেটা নিয়ে টিউন করেন ছবি সহ তাহলে আমাদের যাওয়াটা আরো তড়ান্বিত হয়।

কি মজা আমিও আছি ।

ভাইয়া মেহেদী ভাইয়া এর দাডিয়ে তাকা দেখে একটু হাসি পেল তাই একটা কথা বলতে ইচ্ছে হচ্ছ, স্টেন্ডিং মেহেদী ভাইয়া। হা হা হা হা রাগ করবেন না প্লিজ

ছবিগুলা দারুন আর এতদিনে শুধুমাত্র ১ নম্বর সু-খবরটা বাস্তবায়ন হইছে।

ধন্যবাদ আরেফিন ভাই।

Level 0

Excellent —And Great News…..

জটিল মজা হতো তখন, ইস। আমরা মিস করি।