সাভার ট্র্যাজেডির কথা কি বলব? ভাবতেই কান্না আসে । অশ্রুসিক্ত নয়নে ভাবতে থাকি যদি কিছু করতে পারতাম তাদের জন্য । এখন পর্যন্ত জীবিত দেরই উদ্ধার করা যাচ্ছেনা, তাদের আর্তনাদে চারপাশের পরিবেশ ভারী হয়ে আছে । তারা যেন বেচে থেকেও মৃত । অনেকেই ফোন দিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলেই যাচ্ছেন কে কোথায় আছ, বাচাও আমাকে, আমি বাচতে চাই, আমি বাচতে চাই... তারা কি আদৌ বাচতে পারবে, কেউ দিতে পারবেনা সেই গ্যারান্টি । কেননা তাকে বাচাতে হলে পুরো বিল্ডিং সরাতে হবে... আর সরাতে গিয়েও প্রাণও হারাতে হবে আরো বহুজনকে... এর পরিসমাপ্তি কোথায়? চোখের সামনেইকি দেখতে হবে অজস্র জীবিত মানুষের নিশ্চিত মৃত্যু, আর্তনাদ শুনেও কিছু করতে না পারার প্রচন্ড আক্ষেপ, নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারছিনা... ইতিমধ্যেই চরম সংকট দেখা দিয়েছে, অক্সিজেন প্রয়োজন, রক্ত প্রয়োজন, খাবার প্রয়োজন, পানি প্রয়োজন... হাসপাতালে জায়গা নেই, এত মানুষের চিকীত্সা কোথায় হবে, কিভাবে হবে... যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, বোন্ হারিয়েছেন, ভাই হারিয়েছেন, আত্মীয় সজন হারিয়েছেন তাদের সান্তনা কে দিবে... কিভাবে তারা নিজেদের সামলে নিবে ।
দেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহত ধসের ঘটনায় ৩০ ঘণ্টার উদ্ধার অভিযানে দেড় হাজারের মতো মানুষকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা । মৃতের সংখ্যা বেড়ে 370 জনে দাঁড়িয়েছে । এ সংখ্যা আরো বাড়তেই থাকবে এবং কোথায় গিয়ে শেষ হবে তার কোনো পরিসংখ্যান জানা নেই । আল্লাহ যেন তাদের সাহায্য করেন । এত কষ্ট না দিয়ে শান্তি পূর্ণ একটি সমাধান দান করেন ।
নয় তলা ভবনের পুরোটাই ছিল অননুমোদিত, ৪ তলার অনুমতি থাকলেও তা নয় তলা পর্যন্ত গড়ানো হয়েছে, কয়েকটি ভুলের জন্য এত গুলো মানুষকে প্রাণ দিতে হলো । বিজেএমইএ কোথায় ছিল? রাজুউক কোথায় ছিল? এতগুলো মানুষের প্রাণহানির জন্য দায়ী কে? ভবন মালিক অনুমতি ছাড়া এই ভবন গড়ে তলার দু-সাহস পেল কি করে??? জাতির বিবেকের কাছে প্রশ্ন আজীবন ই থেকে যাবে, প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া হয়ত যাবেনা, তবে ঠিকই প্রাণ হারাতে হবে অগনিত অসংখ্য মানুষকে প্রতিনিয়ত ।
সবার কাছে আকুল আবেদন, আপনাদের যার যা আছে তা নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, কিঞ্চিত সহযোগিতা করে নিজেকে ধন্য করুন । আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন । আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, এমন করুন মৃত্যু আমাদের জীবনে যেন কখনো না আসে ।
আমরা গভীরভাবে শোকাহত ...
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
সবার কাছে আকুল আবেদন, আপনাদের যার যা আছে তা নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন