এ সময়ের প্রযুক্তি বিস্ময়: পর্ব- ১

1. গার্লফ্রেন্ড কোট:

সব সময়ের একা! চিন্তার কিছু নেই। জাপানের টি-সুকুবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনার কথা ভেবেই উদ্ভাবন করেছে আলিঙ্গন করতে পারে এরকম পোশাক 'গার্লফ্রেন্ড কোট', দেখতে আট-দশটা সাধারণ কোটের মতোই। তবে এর বিশেষত্ব কোমরের উপরের দিকের নিয়ন রঙের বেল্ট।

ইচ্ছেমতো যা কোমরের সাথে জোড়ে আটকে রাখা যায়। এরপর শুরু হয় আসল প্রক্রিয়া। একটি যন্ত্র ভিতর থেকে বাতাস প্রবাহ করে। যা পরিধাণকারিকে এক রকম আলিঙ্গনের অনুভ’তি দিবে। জাপানি ভাষায় 'রিয়াজু কোট' নামের এ পোশাকের উদ্ভাবক হার্ডওয়্যার প্রকৌশলী হিকারু সুগিউরা। অচিরেই বাজারে আসতে যাওয়া পোশাকটির দামের ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

2. স্মার্ট ওয়ালেট:

প্রতিদিন বহনকারি জিনিসের মধ্যে মানিব্যাগ এবং স্মার্টফোন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি আপনার টাকা নিরাপদ রাখে, অন্যটি আপনাকে সবার সাথে যোগাযোগ রাখতে সাহায্য করে। ভুলক্রমে একটি হারিয়ে ফেললে পড়তে হয় বিড়ম্বনায়। এ ধরণের সমস্যার সহজ সমাধান দিবে বুদ্ধিমান মানিব্যাগ 'স্মার্ট-ওয়ালিট'- বিশেষ ধরণের এই মানিব্যাগে আছে ব্লুটুথ সংযোগ ও একটি সতর্ক ডিভাইস। যার সাহায্যে স্মার্টফোনের অ্যাপসের সাথে সংযুক্ত থাকা যাবে সব সময়। যখনই আপনি একটি ভুলক্রমে ফেলে রেখে যাবেন তখনই আপনাকে সতর্কবাতা পাঠাবে। এমনকি আপনার মানিব্যাগ কত দূরত্বে ফেলে এসেছে চাইলে সেটিও স্মার্টফোন অ্যাপসে প্রদর্শিত হবে। বুদ্ধিমান এই মানিব্যাগের ওজন মাত্র ২৫গ্রাম। এ বছরের জুলাই বাজারে আসতে যাওয়া এই মানিব্যাগ যাচাই করার জন্য আপনাকে খরচ করতে হবে ৬০ ডলার।

বি:দ্র: ভালো লাগলে অবশ্যেই জানাবেন। আপনাদের ভালো-লাগার ভিত্তিক আগামীতে আরো কয়েকটি পর্ব লিখবার ইচ্ছা আছে.....

Level 0

আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হেহেহে, আমার্তো গার্ল ফ্রেন্ড নাই, উপ্রের জাপানিজ জিনিস্টা কিনবার মুঞ্চায় 😀