চিলি'তে সাম্প্রতিক ভূমিকম্পের খবর প্রায় সবাই শুনেছেন। কিন্তু এই ভূমিকম্পের ফলে পৃথিবীর উপরে কি ধরনের ফলাফল নেমে এসেছে সেকথা অনেকেই এখনো জানেন না। এই ভূমিকম্পের ফলে পৃথিবীর axis সামান্য ঘুরে গেছে। আমরা এতোদিন কি জানতাম? Axis of rotation হচ্ছে পৃথিবীর ecliptic plane'এর উপরে আঁকা perpendicular'এর সাথে 23.5 ডিগ্রি এঙ্গেল, তাইনা? এখন সেই এঙ্গেল ৩ ইঞ্চি (৭.৬ সেন্টিমিটার) বেড়ে গেছে।
তাতে কি? নাঃ এতে করে পৃথিবীর উপরে সাঙ্ঘাতিক কোনো দুঃসময় নেমে আসবেনা, অমুক সালের অমুক দিনে পৃথিবীর বিনাশ ঘটবে এমনও সম্ভাবনা নেই। তবে, এই ভূমিকম্পের ফলে axis of rotation'এ যে বৃদ্ধি হলো তাতে এখন দিনের আয়তন কমের যাবে ঠিক ১.২৬ মাইক্রোসেকেন্ড। আমাদের ব্যবহারিক জীবনে এই পার্থক্য আমরা বুঝতেই পারবোনা সেকথা যেমন ঠিক, তেমন বিজ্ঞান ও প্রযুক্তির ভাবনায় এ এক নতুন পরিবর্তন পৃথিবীতে ঘটে গেল এবং এর বৈজ্ঞানিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
ডিটেইল বিশ্লেষন করলে বলা যায় …… পৃথিবীর সাধারণ চালচলনে ভালোই পার্থক্য দেখে দেবে খুব শীঘ্রই