হ্যাকিংয়ের কবলে পড়েছে বিনামূল্যে ওয়েব সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ার্ডপ্রেস। ওপেন সোর্সভিত্তিক সবচেয়ে বড় এ ব্লগিং এবং কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আক্রমণের ঘটনা নিশ্চিত করেছে সার্ভার হোস্টিং প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার এবং হোস্ট-গ্যাটর। ধারণা করা হচ্ছে, ডিডিওএস আক্রমণের শিকার হয়েছে জনপ্রিয় ব্লগিং প্লাটফর্মটি। বর্তমানে ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে ৬ কোটি ৪০ লাখ ওয়েবসাইট চালু রয়েছে। তবে এর মধ্যে কত সংখ্যক সাইট সাইবার হামলার শিকার হয়েছে তা জানা যায়নি। দ্বৈত [টু স্টেপস ভেরিফিকেশন] লগইন পদ্ধতি চালুর পর সপ্তাহ না ঘুরতেই এ ধরনের আক্রমণ প্রশ্নবিদ্ধ করেছে ওয়ার্ডপ্রেসের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে।
ওয়েবসাইট জরিপকারী প্রতিষ্ঠান ডবি্লউ৩ টেকসের পরিসংখ্যান মতে, ইন্টারনেট বিশ্বের ১৭ ভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস চালিত। বর্তমানে ওয়ার্ডপ্রেসে মাসে ৩৭ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। । বহুল ব্যবহৃত প্লাটফর্মটিতে নিরাপত্তার স্বার্থে বিশেষজ্ঞরা ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে ক্লাউড ফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স দাবি করেছেন, সংশ্লিষ্ট আক্রমণের পেছনে শক্তিশালী হ্যাকার চক্র জড়িত।
আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।
🙁