Project idea and Support in KUET

PROJECT

প্রত্যেক কুয়েটিয়ানের কাছে খুব পরিচিত এই নামটি । প্রোজেক্টের নাম শুনলেই একটা দুশ্চিন্তা বাসা বাধে সবার মনে। কী প্রোজেক্ট করবো? আইডিয়া কোথায় পাবো? প্রয়োজনীয় components / apparatus কোথায় পাবো? এক জায়গায় সব পাব তো? আমি যেহেতু আগে কখনো কাজ করিনি তাই কোন component দাম কেমন তার সম্পরকেও কোন আইডিয়া নেই, দোকানদার যদি দাম অতিরিক্ত বেশি রাখে? কিংবা সব components কেনার কাজটাও শেষ কিন্তু circuit diagram অনুসারে connection দিয়েও দেখলাম প্রোজেক্ট আদতে কাজ করছে না। এখন কী করা যায়? এই সমস্যা গুলো face করেনি এমন স্টুডেন্ট সম্ভবত খুব একটা পাওয়া যাবে না।

এই সব সমস্যা ও তার সমাধানের কথা মাথায় রেখে যাত্রা শুরু করেছে SMR Technologies Ltd. কুয়েটেরই দুজন ছাত্রের স্বপ্নের ফসল এই প্রতিষ্ঠানটি উপরোক্ত সমস্যাগুলোর সহজ ও নির্ভরযোগ্য সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ। এখানে একই সাথে পাওয়া যাচ্ছে প্রজেক্ট আইডিয়া এবং প্রোজেক্ট বিষয়ক যে কোন ধরনের টেকনিকাল সাপোর্ট ও প্রোজেক্টের সকল ধরনের components বা apparatus পাওয়া যাচ্ছে সুলভ মুল্যে। আর কুয়েটের ছাত্রদের জন্যে SMR Technologies Ltd. এর বিশেষ সুবিধা হলো সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই সেবা গুলো পেতে কুয়েটের ছাত্রদের কোন extra service charge দেয়া লাগবেনা। অনলাইনে প্রজেক্ট রিলেটেড যে কোন ধরনের জিজ্ঞাসা ও মতামত জানাতে এবং প্রয়োজনীয় components অর্ডার করতে log in করুন  http://smrtechbd.com/index.php?route=account/register

এছাড়াও ফেইসবুকে প্রোজেক্ট রিলেটেড যেকোন আপডেট পেতে চোখ রাখুন

https://www.facebook.com/pages/SMR-Technologies-Ltd/122917744555668

Level 0

আমি Srabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

components এর দাম তুলনামূলক বেশি… ??