প্রথমেই সবার কাছে দুঃখ প্রাকশ করছি। এটা প্রযুক্তি বিষয়ক সাইট। আমি প্রযুক্তি নিয়ে খুব একটা লিখছি না। তবে হ্যা, প্রযুক্তির অপব্যবহার ও এর উত্তোরণ সম্পর্কে অবশ্যই লিখ্ছি। গত ২ দিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলা যে গুগোলে "মা" লিখে সার্চ দিলে কি আসে এই সম্পর্কে।
এটা নিশ্চয়ই আমাদের বাঙালি ও বাঙ্লা ভাষার জন্য একটা লজ্জা জনক ঘটনা। তাই এর থেকে উত্তোরনের কিছু প্রচেস্টা আমরা কয়েকজন মিলে বের করেছি। আশা করি এতেই কাজ হবে, যদি আপনাদের সহযোগিতা পাই।
আমাদের কার্য্প্রনালী হল---
১। উইকিপিডিয়াতে মা সম্পর্কে যে article রয়েছে, সেটা ‘mother’ নামক article এর তুলনায় কিছুই নয় । যারা উইকিপিডিয়ান রয়েছেন, তারা সেটা স্বয়ংসম্পূর্ণ করে লিখবেন আশা করি। আর বোনকে নিয়েতো কিছু লেখাই নেই! কিন্তু বোন লিখে সার্চ দিলেও একই অবস্থা!!
২। টেকটিউনস এর জনপ্রিয়তা আকাশচুম্বি। এখানে প্রযুক্তিবিষয়ক লেখালেখি হয়। কিন্তু মাঝে মাঝে মা, বোন বিষয়ক ২-১ টা লেখা লিখলে আশা করি প্রযুক্তি সম্পর্কে জানার তেমন কোন ক্ষতি হবে না। এই সাইটে লেখার কথা এই জন্য বললাম, আমি মা বিষয়ক যে পোস্টটি দিয়েছিলাম, ‘মা’ লিখে সার্চ দিলে সেই লেখাটা গুগোলের ২য় পেজে দেখায়। তাহলে ভেবে দেখুন, এই সাইটে যদি মা, বোন বিষয়ক আরো কয়েকটা লেখা থাকে, তাহলে ব্যাপারটা কি হবে??
**৩। টেকটিউনসে “আহত” নামের এক টেকটিউনার ভাই ‘মা’ বিষয়ক একটা ব্ল্গ চালু করেছেন, মা কে নিয়ে আপনি যদি কিছু লিখে থাকেন কিংবা মাকে নিয়ে কোন লেখকের লেখা আপনার কাছে থাকলে সেই লেখা ও উনাকে এই ঠিকানায় মেইল করে পাঠাতে পারেন।
**৪। ফেসবুকে এডাল্ট পেজের কিংবা ফান পেজের কোন অভাব নেই। কিন্তু ‘মা’ লিখে সার্চ দিয়ে আমি শুধু একটা পেজই খুঁজে পেয়েছি। তাও আবার সেখানে মা বিষয়ক তেমন লেখা নেই। সেখানে আছে জোকস, খেলার খবর সহ বিভিন্ন তথ্য ইত্যাদি। তাই ফেসবুকে একটা পেজ খোলা হয়েছে। না, “আমার মা, আমার ভালোবাসা’’। এই পেজে সবাই লেখার অধিকার রাখবে। যতজন এই পোস্টটি দেখ্বন, ততজনই জয়েন করবেন আশা করি আর সবাই কিছু না কিছু লিখবেন। পেজের ঠিকানা-
http://www.facebook.com/pages/আমার-মা-আমার-ভালোবাসা/154798771355363
**৫। যারা ফেসবুক সেলিব্রেটি রয়েছেন, আশা করি তারাও মাঝেমধে্য কিছু লিখবেন, শুধু মা দিবসকে কেন্দ্র করে লিখবেন, এমনতো নয়। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য কোন দিবস লাগে না।
৬। টেকটিনসে অনেক TT expert রয়েছেন। যাদের জনপ্রিয়তা ঈষার্ণীত্ব। আশা করি তারাও এই ব্যপারে সদয় দৃস্টি দিবেন।
৭। মা ও বোন সম্পর্রকে যত ভালো ভালো কথা, যে সমস্ত সাইটে রয়েছে- অন্তত প্রতিদিন যেকোন একটা সাইটে আমরা একবার হলেও ক্লিক করবো। যেন সেগুলোর ranking টা উপরে উঠে আসে।
৮। সবচাইতে গুরুত্ব্পূর্ণ ব্যপার হল মা কে নিয়ে লেখার ক্ষেত্রে সবাই সর্বদা মা বলে সম্মোধন করে লিখবেনা না। মাঝে মাঝে আম্মু অথবা আম্মা ইত্যাদি ও লিখবেন। কারণ আম্মু লিখে সার্চ দিলেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
৯। যাদের নিজস্ব ব্লগ রয়েছে, তাঁরা তাদের ব্লগে মা, বোনকে নিয়ে কিছুটা লিখবেন আশা করি।
১০। আগামি মে মাসের ২য় রবিবার অর্থাৎ মা দিবস আসার আগেই আমরা গুগোল থেকে মা কে কলঙ্কমুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই মনোভাব নিয়ে আমাদের এগোতে হবে।
১১। সমস্ত নোংরা সাইটগুলোর একটা লিস্ট তৈরী করবো। তারপর দেখি কিছু একটা করা যায় কিনা।
প্লিজ সবাই একটু এগিয়ে আসুন। কেননা আপনারা না আসলে একা একা এর বিরুদ্ধে লড়া যাবে না। এই ব্যপারে সবাইকে টেকটিউনস ও ফেসবুকের মাধ্যমে জানানোর পর সবাই আশ্বাস দিয়েছেন, এটা প্রতিরোধে সাহায্য করবেন।
প্রতিরোধের উপায়তো বললামই, এখন আপনাদের এগিয়ে আসার পালা..
এই লেখাটি যারা যারা পড়বেন তাদের প্রতে্যকেরই ফেসবুক একাউন্ট রয়েছে নিশ্চয়ই, দয়া করে এই সম্পূর্ণ লেখাটি কপি- পেস্ট করে কিংবা শেয়ার করে সবাইকে এগিয়ে আসার আহ্ববান জানান প্লিজ। এতটুকু সহযোগিতা চাই। আমি যেহেতু কোন ফেসবুক সেলিব্রেটি কিংবা কোন ব্লগার নই তাই আমার লেখা যে সবার কাছে পোঁছবে, সেটা তো আমি ভাবতে পারি না, ভাবা উচিতও না। তাই আমি চাইবো সবার কাছে লেখাটি পোঁছানোর দায়িত্ব সবাই নিজ নিজ ভাবে পালন করবেন।
সিদ্ধান্তগুলো সম্পর্কে আপনার মতামত জানাবেন। আপনি অন্তত এতটুকি মনে রাখবেন, আপনি যেন সবাইকে সচেতন করতে পারেন।
ফেসবুকে আমি আছি-- যদি কিছু বলতে চান-
আমি LIMON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিমন ভাই , আছি আপনার সাথে, ডোমেইন ও কেনা হয়ে গেছে, ব্লগের ডিজাইন কমপ্লিট হলেই পাবলিক করে দিবো ।