বিসমিল্লাহির রহমানির রাহিম । আসসালামু আলাউকুম আশা রাখি আপনারা সকলে ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভাল আছি ।
ইদানিং টেকটিউন্স সহ বিভিন্ন ব্লগে pdproxy ও অন্নান্য proxy এর সফ্টয়ার এর মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যবহারের টিপ্স দিচ্ছে তার উপর ভিত্তি করে আমি pdproxy এর মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হয়েছি । কিন্তু আমার বিবেক আমাকে বার বার প্রশ্ন করছে এটা কি ঠিক হচ্ছে ?
তখন আমার মন থেকে এর দুইটা উত্তর আসছে ।
১/ এ ভাবে ব্যবহার করা ঠিক বা জায়েজ হচ্ছে না । কেননা এর দ্বারা একটি কম্পানির ক্ষতি হচ্ছে বিশেষ করে বাংলাদেশ সরকার এর দ্বারা রাজস্য হারাচ্ছে ।
২/ এ ভাবে ব্যবহার করা ঠিক বরং উচিত কেননা প্রথমত ঐ কম্পানি ইন্টারনেট বিল না কমিয়ে উচ্চ হারে বিল নিচ্ছে যা আমাদের মত সাধারন জনগনের জন্য কষ্টকর । দ্বিতীয়ত তাদের সিকোরিটি দূবর্ল থাকার কারনে আমরা এ সুবিদা ভোগ করছি এখানে আমাদের কোন দোষ নাই । তৃতীয়ত আমরাত pdproxy এর ওয়েব সাইটে রেজিস্ট্রিশন করে তাদের একটি সুবিদা ভোগ করছি যা মূলত বৈধ ।
উল্লেখিত দুই উত্তরের মাঝে যেটি আপনার কাছে সঠিক মেন হয় সেটি কমেন্ট এর মাধ্যমে জানালে কৃতজ্ঞ থাকব ।
আমি nosrabd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Faltu akta jinis laklen vai….