চালু হল ওয়ার্ডপ্রেস গ্রুপ থেকে পৃথিবীর প্রথম বাংলা ফেসবুক ব্লাড ব্যাংক এ্যপস

                                                       গত ২৬ মার্চ এ চালু হল ওয়ার্ডপ্রেস গ্রুপ থেকে পৃথিবীর প্রথম বাংলা ফেসবুক ব্লাড ব্যাংক এ্যপস   ।

                                                                    ।।। বিশেষ ভাবে সবার দৃষ্টি আকর্ষণ করছি!!! দয়া করে কেউ এড়িয়ে যাবেন না ।।।

আপনি খুব সহজে আমাদের এপসে প্রবেশ করে একটি রেডিমেট ফর্মে আপনার নাম, রক্তের গ্রুপ, ঠিকানাসহ অন্যান্য তথ্য দিয়ে এক ক্লিকের মাধ্যমে  

                                       এন্টি করতে পারবেন। তাই হাজারো ্রপান বাঁচাতে এগিয়ে আসুন । আসুন রেডিমেট ফর্মে  নিজের নাম এন্ট্রি করি ।

ওয়ার্ডপ্রেস গ্রুপ বাংলাদেশ  এর পক্ষ থেকে এই পর্যন্ত যতগুলো নেয়া হয়েছে তার মধ্যে অন্যতম সেরা কার্যক্রম হল  কুইকব্লাড ব্যাংকের জন্য এপস তৈরি করা।

ওয়ার্ডপ্রেস গ্রুপ বাংলাদেশ  অন্যতম প্রযেক্ট :  ( দিপ্ত প্রযেক্ট ২০১২ ) ]

যার মাধ্যমে সহজে রক্তের প্রয়োজনে রক্তদাতার নাম, রক্তের গ্রুপ, অবস্থান, মোবাইল ফোন নং, কত দিন আগে রক্ত দিয়েছেন ইত্যাদি বিভিন্ন বিষয় এক ক্লিকে জেনে নিতে পারেন।

সারা বাংলাদেশব্যাপি এটি কাজ করবে। তাই সহজে সবাই তার নিজ এলাকার রক্তদাতাকে খুব সহজে খুজে পেতে পারেন। কিন্তু কারা কারা রক্ত দেয় একটা আমরা নিজে থেকে জানিনা। এই জন্য প্রথমে এই তথ্য আমাদের এপসের ডাটাবেজে ইনপুট করার প্রয়োজন।

আপনি খুব সহজে আমাদের এপসে প্রবেশ করে একটি রেডিমেট ফর্মে আপনার নাম, রক্তের গ্রুপ, ঠিকানাসহ অন্যান্য তথ্য দিয়ে এক ক্লিকের মাধ্যমে এন্টি করতে পারবেন। সাথে সাথে আপনার তথ্য ডাটাবেজে সংরক্ষিত হয়ে যাবে এবং যে কেউ এপসে গিয়ে সার্স দিয়ে খুজে বের করতে পারবে। তারপর ডোনারের সাথে মোবাইল ফোনে কথা বলে বাকি কাজগুলো করে নিতে পারবেন।

এজন্য রক্তদাতা অনলাইনে না থাকলেও তার সাথে যোগাযোগ করতে পারবেন।

এই জন্য আমাদের এই এপসে আপনার তথ্য দিয়ে মানবতার কাজে সাহায্য করার জন্য এগিয়ে আসুন। আপনার কারনে হয়তো বেঁচে যেতে পারে কয়েকটি প্রান। তাই এই তথ্য সবার কাছে ছড়িয়ে দিন।

এটি সম্পূর্ণ একটি অলাভজনক কার্যক্রম তাই আপনার গ্রুপে/পেজে/ওয়ালে পোস্ট দিয়ে আরো কয়েকজনকে মহৎ কাজে অংশগ্রহন করতে উৎসাহ প্রদান করুন।

আপনি খুব সহজে আমাদের এপসে প্রবেশ করে একটি রেডিমেট ফর্মে আপনার নাম, রক্তের গ্রুপ, ঠিকানাসহ অন্যান্য তথ্য দিয়ে এক ক্লিকের মাধ্যমে  

                             এন্টি করতে পারবেন। তাই হাজারো  প্রান বাঁচাতে এগিয়ে আসুন । আসুন রেডিমেট ফর্মে  নিজের নাম এন্ট্রি করি ।

                                                                                                        ফেসবুক এপস লিংকঃ

https://apps.facebook.com/quickblood/

 

 

 

ফেসবুক গ্রুপ লিংকঃ

https://www.facebook.com/groups/QuickBlood/

ফেসবুক পেজ লিংকঃ

https://www.facebook.com/QuickBlood

ওয়ার্ডপ্রেস গ্রুপ বাংলাদেশ

https://www.facebook.com/groups/Wordpress2Smashing

                                                                                         Project By WordPress Group Bangladesh

Level 0

আমি জামিল হোসেন সিজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস