আমি গত প্রায় দুই বছর যাবত Outsourcing এর সাথে জড়িত। আমি আমার সমস্ত চেক ক্যাশ করাতাম ইসলামী ব্যাঙ্কের পল্টন শাখা থেকে। আমার প্রতি চেকে ব্যাঙ্ক চার্জ কাটতো ১১৫ টাকা। কিন্তু, আজকে সকালে ইসলামী ব্যাঙ্কে গিয়েছিলাম আমার একটা গুগল এ্যাডসেন্স এর চেক জমা দিতে। ব্যাঙ্কে গিয়ে শুনি আমাদের নাকি এখন থেকে ফ্রীলাঞ্চিং কিংবা যে কোন প্রকারের Outsourcing থেকে প্রাপ্ত মোট অর্থের ১০% সরকার ট্যাক্স হিসেবে কেটে নিবে!!!! অথচ, আমার জানামতে কিছুদিন আগে নাকি অর্থমন্ত্রী এই ট্যাক্স/কর প্রত্যাহার করে নিয়েছে। এখন ব্যাঙ্ককে আমি এই কথা বলায় তারা বলছে ডকুমেন্ট দেখান। এই অবস্থায় এই সংক্রান্ত কোন নিউজ কি কেউ দিতে পারবেন??? নয়তো যারাই ইসলামী ব্যাঙ্কে চেক ক্যাশ করান অথবা ফ্রীলাঞ্চিং এর টাকা আনবেন, তাদের সবারই ১০% করে কাটবে এই মাস থেকে। তাই, ডকুমেন্ট গুলা কালেকশনে রাখা দরকার এবং ব্যাঙ্কে তা দেখাতে হবে। এই বিসয়ে সবার সহযোগিতা চাচ্ছি। নয়তো, এই মাসে আমার একারই কাটবে প্রায় ১৫,০০০ টাকা!!!!
ইসলামী ব্যাঙ্ক আমাকে একটা ডকুমেন্ট দিছে। সেখানে লেখা আছেঃ
"বিদেশ থেকে প্রাপ্ত সার্ভিস চার্জ বা কনসালটেন্সি ফি এর উপর ১০% হারে উৎসে কর কর্তন। (ধারা ৫২-কিউ)
অর্থ আইন, ২০১১ অনুযায়ী আয়কর অধ্যদেশ এ ধারা সংযোজন করা হয়েছে। সে অনুযায়ী দেশে দেশে অবস্থানকরে বিদেশী কাউকে সেবা প্রদান করলে, এর বিপরীতে প্রাপ্য অর্থের উপর উৎসে কর কর্তন প্রযোজ্য হবে। বিদেশ থেকে প্রাপ্ত এরূপ অর্থ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তার গ্রাহককে প্রদানকালে বা তার হিসাবে ক্রেডিটকালে ১০.০০% হারে উৎস কর কর্তন করবে।
উপরের আইনে কিভাবে ইসলামী ব্যাঙ্ক Outsourcing এর উপর ১০% কর কর্তন করতে পারে তা আমার বোধগম্য নয়।
বাংলাদেশে বেকার সমস্যা একটি প্রধান সমস্যা। সরকার বেকার তরুনদের কর্মসংস্থানের চিন্তা না করে যারা নিজেদের বেকরত্ত্বকে গোছানোর চেষ্টা করছে তাদের থেকে কিভাবে বেশি করে কর নেয়া যায় সেই চিন্তায় ব্যস্ত।একজন ফ্রিল্যান্সারকে ১০০ ডলার কামাতে কম-বেশি নিচের খরচগুলো দিতে হয়:
৫-১৫% ই সাইটের ফি
২-৫% উত্তোলন ফি
১-৫% পেমেন্ট গেটওয়ের ফি
৩-৫% ব্যাংকে উত্তোলন ফি
১-৩% কারেন্সি কনভার্সনে হারানো
১-২% হারায় ব্যাংকের রেট কম দেয়ায়।
সবমিলিয়ে ১২%-৩৫% পর্যন্ত হারাতে পারে। তাছাড়া টাকা নিয়ে আসতে যে কষ্ট সয্য করতে হয় তার উপর ট্যাক্স। এখন সরকারের ১০% ট্যাক্স কাটার জন্য সেটা হবে ২২-৪৫% পর্যন্ত। একজন ফ্রীল্যাঞ্ছারই জানে তার ১০০ ডলারের জন্য কত প্ররিশ্রম করতে হয়।
এখন এই বিসয়ে আমি ইসলামী ব্যাঙ্ক এর পল্টন শাখায় বলেছি যে, আমার এই ইনকাম টা তো Outsourcing এর। আর আমাদের জানামতে Outsourcing এর উপর কোন কর নেই। একবার করা হয়েছিল। তবে ফ্রীলাঞ্চারদের তীব্র দাবীর মুখে তা প্রত্যাহার করেছিল। এই আইন পাশ হয়েছিল আরও প্রায় ৫/৬ মাস আগে। আর তা প্রত্যাহার ও করা হয়েছে। তাহলে, ইসলামী ব্যাঙ্ক কিসের ভিত্তিতে এই বাতিল আইন আবার নতুন করে প্রয়োগ করতে যাচ্ছে?
আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple Man.
অনলাইন কমিউনিটির গর্জে উঠার সময় হয়েছে