ফ্রীলাঞ্চারদের মোট ইনকামের ১০% কেটে নিবে ইসলামী ব্যাঙ্ক!!! এটা কি সরকারী আইন নাকি ইসলামী ব্যাঙ্কের????

আমি গত প্রায় দুই বছর যাবত Outsourcing এর সাথে জড়িত। আমি আমার সমস্ত চেক ক্যাশ করাতাম ইসলামী ব্যাঙ্কের পল্টন শাখা থেকে। আমার প্রতি চেকে ব্যাঙ্ক চার্জ কাটতো ১১৫ টাকা। কিন্তু, আজকে সকালে ইসলামী ব্যাঙ্কে গিয়েছিলাম আমার একটা গুগল এ্যাডসেন্স এর চেক জমা দিতে। ব্যাঙ্কে গিয়ে শুনি আমাদের নাকি এখন থেকে ফ্রীলাঞ্চিং কিংবা যে কোন প্রকারের Outsourcing থেকে প্রাপ্ত মোট অর্থের ১০% সরকার ট্যাক্স হিসেবে কেটে নিবে!!!! অথচ, আমার জানামতে কিছুদিন আগে নাকি অর্থমন্ত্রী এই ট্যাক্স/কর প্রত্যাহার করে নিয়েছে। এখন ব্যাঙ্ককে আমি এই কথা বলায় তারা বলছে ডকুমেন্ট দেখান। এই অবস্থায় এই সংক্রান্ত কোন নিউজ কি কেউ দিতে পারবেন??? নয়তো যারাই ইসলামী ব্যাঙ্কে চেক ক্যাশ করান অথবা ফ্রীলাঞ্চিং এর টাকা আনবেন, তাদের সবারই ১০% করে কাটবে এই মাস থেকে। তাই, ডকুমেন্ট গুলা কালেকশনে রাখা দরকার এবং ব্যাঙ্কে তা দেখাতে হবে। এই বিসয়ে সবার সহযোগিতা চাচ্ছি। নয়তো, এই মাসে আমার একারই কাটবে প্রায় ১৫,০০০ টাকা!!!! 

ইসলামী ব্যাঙ্ক আমাকে একটা ডকুমেন্ট দিছে। সেখানে লেখা আছেঃ

"বিদেশ থেকে প্রাপ্ত সার্ভিস চার্জ বা কনসালটেন্সি ফি এর উপর ১০% হারে উৎসে কর কর্তন। (ধারা ৫২-কিউ) 

অর্থ আইন, ২০১১ অনুযায়ী আয়কর অধ্যদেশ এ ধারা সংযোজন করা হয়েছে। সে অনুযায়ী দেশে দেশে অবস্থানকরে বিদেশী কাউকে সেবা প্রদান করলে, এর বিপরীতে প্রাপ্য অর্থের উপর উৎসে কর কর্তন প্রযোজ্য হবে। বিদেশ থেকে প্রাপ্ত এরূপ অর্থ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তার গ্রাহককে প্রদানকালে বা তার হিসাবে ক্রেডিটকালে ১০.০০% হারে উৎস কর কর্তন করবে। 

উপরের আইনে কিভাবে ইসলামী ব্যাঙ্ক Outsourcing এর উপর ১০% কর কর্তন করতে পারে তা আমার বোধগম্য নয়।

বাংলাদেশে বেকার সমস্যা একটি প্রধান সমস্যা। সরকার বেকার তরুনদের কর্মসংস্থানের চিন্তা না করে যারা নিজেদের বেকরত্ত্বকে গোছানোর চেষ্টা করছে তাদের থেকে কিভাবে বেশি করে কর নেয়া যায় সেই চিন্তায় ব্যস্ত।একজন ফ্রিল্যান্সারকে ১০০ ডলার কামাতে কম-বেশি নিচের খরচগুলো দিতে হয়:

৫-১৫% ই সাইটের ফি
২-৫% উত্তোলন ফি
১-৫% পেমেন্ট গেটওয়ের ফি
৩-৫% ব্যাংকে উত্তোলন ফি
১-৩% কারেন্সি কনভার্সনে হারানো
১-২% হারায় ব্যাংকের রেট কম দেয়ায়।

সবমিলিয়ে ১২%-৩৫% পর্যন্ত হারাতে পারে। তাছাড়া টাকা নিয়ে আসতে যে কষ্ট সয্য করতে হয় তার উপর ট্যাক্স। এখন সরকারের ১০% ট্যাক্স কাটার জন্য সেটা হবে ২২-৪৫% পর্যন্ত। একজন ফ্রীল্যাঞ্ছারই জানে তার ১০০ ডলারের জন্য কত প্ররিশ্রম করতে হয়।

এখন এই বিসয়ে আমি ইসলামী ব্যাঙ্ক এর পল্টন শাখায় বলেছি যে, আমার এই ইনকাম টা তো Outsourcing এর। আর আমাদের জানামতে Outsourcing এর উপর কোন কর নেই। একবার করা হয়েছিল। তবে ফ্রীলাঞ্চারদের তীব্র দাবীর মুখে তা প্রত্যাহার করেছিল। এই আইন পাশ হয়েছিল আরও প্রায় ৫/৬ মাস আগে। আর তা প্রত্যাহার ও করা হয়েছে। তাহলে, ইসলামী ব্যাঙ্ক কিসের ভিত্তিতে এই বাতিল আইন আবার নতুন করে প্রয়োগ করতে যাচ্ছে?

Level 0

আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Man.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

অনলাইন কমিউনিটির গর্জে উঠার সময় হয়েছে

Level 0

আপনারা সবাই শুধু এখানে বলতে পারেন । করতে পারবেন Real Life এ ? করেন তো দেখি । আমি ও আকজন ফ্রীলাঞ্চের । আমার ও দরকার। আমি আপনাদের সাথে আছি । একবার start করে দেখান । শেষটা নাহয় আমরাই করব।

    Level New

    @Imran khan: আমরা শুধু এইখানে বলতে পারি আপনাকে কে বলল ? আমরা এর আগেও এর প্রতিবাদ করেছি এবং তখন বলা হয়েছিল এই চার্জ দিতে হবে না । প্রয়োজনে আবার করবো । আপনারা সাথে থাকবেন কিনা সেইটা বলেন ।

Level 0

ঠিক একই সমস্যাতে পরেছিলাম। রাশেদ হাসান আকাশ এবং মামা এই ডক.টা পড়ো।
https://www.facebook.com/groups/odeskhelp/doc/298325000271545/

ইসলামী ব্যাংক শুধু নয় সব ব্যাংকেই কেটে নিবে ১০%, কারন এটা সরকার ঘোষিত আইন ।

    @Mohammad Maidul Islam: Apnar kothatai thik… Ei post kore khali khali manuser majhe ekta vranti chorano holo… Eta islami Bank er noy eta BD government er takku montri abdul al muhit ei new rules ta add korese ei bar budget ghosonar somoy… Tobe ekhane ekta kotha ache zader nijeder TIN number ache tara ei ainer awtay porbena… Zader TIN ache tader ei 10% tk dite hbe na… Tai zodi emon hoy protimas a apnar valo tk bank a credit hoy then apni NBR theke income tax diye TIN number niye nite paren… Ete apnar 7% er moto income tax deya lagte pare er besi noy tobu 3% to bachlo, taina? Etai ba kom ki?

Level 0

আসসালামুয়ালাইকুম, কেমন আসেন ভাই। আমি আপার পোস্ট পরলাম, খুব ভালহয়াসে। ইসলামি ব্যাংক এটা ঠিক করসেনা। ভাই আমার বাড়ি রাজশাহীতে আমি এক বসর থেকে আউটসরসিং এ কিন্তু পারসিনা। আমার বহুদিনর শক ইঙ্কাম করা কিন্তু পারসিনা। আমি অনেক বড় ভাইয়ের কাসে গেসি কেউ সাহায্য করেনা।
আর যারা সাহায্য করাজ তারা পারেনা। প্লীজ প্লীজ প্লীজ প্লীজ …………। ভাই আমাকে সাহায্য করবেন। আপনি যা যা বলবেন আমি তাই করব। প্লীজ প্লীজ প্লীজ প্লীজ ……….. আপনার মোবাইল নাম্বার টা দেন । আর ফেসবুক লিঙ্ক টা দেন। আমার নাম্বার ০১৭৪৬৮৫৬৯৭২ । আর ফেসবুক লিঙ্ক হল http://www.facebook.com/rukonuddin.rukon?fref=pb

    @rukon2012:
    vai apnar ei comment ta dekhe khub dukh lagche .
    ami 2009 theke outsourcing er shathe jorito. kintu ekhono shoofol hote parinai. karon shothik dik nirdeshona chilona. ekhon kichuta holeo muta muti shofol. earn o korchi.
    apnake ami ekta kothai bolbo je ei prithibite keu apponake hlp korbe na nije jinei shob korte hobe…………jak dorkar lagle amar shathe juga jug korte paren dekhi ki kora jay aponar jonno. 01677766537

Level 0

ভাই,খবর দিয়েই আমার মাথা গরম করে দিলেন! দেখি Bank (DBBL)এ গিয়ে তারা কি বলে ।সত্যি হলে অবশ্যই সবাইকে মাঠে নামতে হবে। AC রুমে বসে আইন পাশ করে তো তাই ……………………
Thanks For This Information.

Level 2

এইটা আমরা কখনই মানবো না, কেউ দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা মারবে, তার খেসারত কেন আমাদের কষ্টে উপার্জিত অর্থ থেকে দিতে হবে। বাংলাদেশের ফ্রীল্যান্সারা এক হও , এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ মুখর হয়ে ওঠো।

এই সরকার কে লাথি মেরে গদি থেকে নেমে দেয়া দরকার. নতুন করে বাক্কা আরম্ভ করেছে. আমি ত্রিব প্রতিবাদ জানাচ্ছি.

    Level 2

    @সাগর:

    এই সরকার মনে হয় বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম পাগলা সরকার।

Level 0

oh acca amara online kosto kore kisu dollar earn korbo r sorkar tar opor vag bosabe? sorkarer maire cudi sorkarero cudi. ami aci apnadr sate akhoni kisu akta korte hobe.

Level 2

আবুল মালের মনে হয় মালের সর্ট পরছে?
ভাই সবাই এক হয়ে আন্দোলন এ নামতে হবে । সময় কম।
আবুলের বাচ্চা আবুল ( পিপিলিকার পাখা কখন গজায় মনে হয় ভুলে গেছে)

আবুল মালের মনে হয় মালের সর্ট পরছে?
ভাই সবাই এক হয়ে আন্দোলন এ নামতে হবে । সময় কম।
আবুলের বাচ্চা আবুল ( পিপিলিকার পাখা কখন গজায় মনে হয় ভুলে গেছে) হাহাহা হ আহ আহাহ

ইসলামী ব্যাংক না,অই বলদ আবুল মালকে ধরেন,শালা আর কত খাবে,শেয়ার বাজার, ইউনিপে,হলমারক এখন ফ্রিল্যান্সারদের দিকে হাত বাড়াইছে।ওর জিহবাটা লম্বা হয়ছে,কেটে ছোট করতে হবে

এই শালা জানোয়ারদের কি করা যায় বলেনতো । হিসাবটা এইভাবে করেন। একজন ফ্রীলান্স্যার যদি $১০০ উইথড্র দেয় তাহলে চার্জ কাটবে $১০ । যা ছোট একটা ফিক্সড প্রাইস জবের সমান । ভাই এমন দিন গেছে যেদিন দিনরাত ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করেছি। আর ডাটা এন্ট্রি এবং ছোটখাটো রিসার্চ এর কাজের রেট তো জানেনি আপনারা। তাহলে খাওয়া ঘুম বাদ দিয়ে কাজ করি কি এই জানোয়ারদের পেট ভরানর জন্য। আমার টাকা যদি সবটুকুই দেশের কাজে লাগতো তবুও সহ্য করতাম। কিন্তু ৯০% তো যায় ওই রক্তচোষা জানোয়ারদের পেটে।

abul mal amar elakar manush tarporo halare ami gali dei………………era amader ke rakkusher moto chushe khete chay…………..ekkkoni er ekta podokkhep neya dorkar….first as soon as possible

Level 0

are 5-6 month ageo odesk per $ rate cilo 80 tk now daily komte komte 75-76 tk darayce. But bd to usd current rate 78 tk tahole daily keno rate komce and odesk keno kom desse?
Vai bolbo ke rat jaga koster taka keno harami nastik sorkarke debo?

Level 0

amar r val ladtase na monta koi malere(abuillare) akta step dia dei. apnego karo kase ki mal(gun) aseni? taile sob solb.

    @net_pagla: Vai mal e or taklu mathai radhuni khati soyabin tel makhe. Apnar mal(gun) er guli abuler taklu mathai lege pisle jabe. 🙂 Jai hok vai ekta forayji andoloner dak den. Insha Allah ami apnader sathe achi.

Level 0

ফ্রীলাইন্সার রা এত কস্ট করে টাকা ইঙ্কাম করে । তাদের কে নেত স্পীড বারিয়ে বা পেপাল alowed করে বা বিদেশ থেকে টাকা আনার সহজ সুজগ করে দিতে পারেনা । সুধু এই পরিস্রমি ভাইদের হাতে তাকা দেখলে ভাগ বসাইতে মন চায় । সালার সরকারের । দুর্নিতির টাকায় পেট ভরে না?
নিজেরা দেশ বা দেশের অর্থনিতির উন্নয়ন কর্তে পারেই না । যাদের হাত ধরে দেশটার কিছু হবে তাদের কেও তাদের কাজ শান্তিতে কর্তে দেয় না । পারে সুধু জনগনের রক্ত চুশে নিজেদের বস্তা পুর্তে । আর শুধু ডায়লগ মার্তে ।
ডিজিটাল বাংলা , জয় বাংলা, সোনার বাংলা , আরো কত কি

Level 0

ভাই ইসলামী ব্যাংকের এখন ক্রান্তি কাল চলছে, সবাই এ্যাকাউন্ট বন্ধ করতেছে তো তাই এই নতুন নিয়ম।সকল ফ্রিল্যান্সার রা এক হয়ে বাংলাদেশ ব্যাংকের উপর চাপ প্রয়োগ করতে হবে। তাহলেই সম্ভব। এমন উদ্ভট রুল মানা যায় না।

Level 0

আসসালামুয়ালাইকুম, কেমন আসেন ভাই। ইসলামি ব্যাংক এটা ঠিক করসেনা। ভাই আমার বাড়ি খুলনাতে আমি এক বসর থেকে আউটসরসিং এ কিন্তু পারসিনা। আমার বহুদিনর শক ইঙ্কাম করা কিন্তু পারসিনা। আমি অনেক বড় ভাইয়ের কাসে গেসি কেউ সাহায্য করেনা।
আর যারা সাহায্য করাজ তারা পারেনা। প্লীজ প্লীজ প্লীজ প্লীজ …………। ভাই আমাকে সাহায্য করবেন। আপনি যা যা বলবেন আমি তাই করব। প্লীজ প্লীজ প্লীজ প্লীজ ……….. আপনার মোবাইল নাম্বার টা দেন । আর ফেসবুক লিঙ্ক টা দেন। আমার মবাইল নম্বর ০১৯১৪৬৫৭৪৩৯। face book ID. http://www.facebook.com/aiyub16

Level 2

ই তে ইসলামী ব্যাংক , তুই রাজাকার তুই রাজাকার । ভাই এই কথাটা আমারা বলিনি ? আমরা ইসলামী ব্যাংক ভাঙ্গিনি ? আমরা তখন বাঁশ দিছি… তো এখন আমাদের বাঁশ খেতে হবে এটা তো নিয়ম। একজন এর ১০০ ডলার থেকে যদি ১০ ডলার যায় তাহলে আর থাকল কি ? এই ১০০ ডলার যে কত কষ্টের সেটা তো সুধু আমরাই জানি।

khali comment e hola , but field a aku nammba na !:( guarantee !;(

Level 0

vai amio vukto vugi. amro paltan branch a account tara 10% kete nicche even etao dekhacche je tara onno der thekeo 10% tax kete nicche. vai er jonno action newa dorkar amader.

Level 0

LawHelpBD.com