আগামী ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা টেকটিউনের টিউনার এবং ভিজিটররা এ দিনটিকে টেকটিউনের পক্ষ থেকে উদযাপন করতে চাই এবং পবিত্র শহীদমিনারে আমাদের টেকটিউনারদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে চাই।
সকলের সুবিধা বিবেচনা করে সময় নির্ধারান করা হয়েছে সকাল ৭ টা কারন প্রথম প্রহরে অনেকেই আসতে পারবে না আর ৭টার পর করলে বেশী দেরী হয়ে যায় যার পেছনে যুক্তি ৭টায় মিলিত হলেই বেদীতে যেতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে আবার এর আগেও অনেকেই আসতে পারবে না তবে কারো যদি আসতে পথে কিছুটা দেরী হয় তারাও খুব হতাশ হবার কারন নেই 🙂 । স্থান নির্ধারন করা হয়েছে নীলক্ষেত মোড়। নিচে ঐ স্থানের গুগল ম্যাপ দেয়া হল যেখানে A চিন্হিত স্থানের সম্মুখের মোড়টাতেই সবাই মিলিত হবে।
টেকটিউনস এর প্রাণ যেহেতু টিউনাররাই একারনে যেকোন কিছু করার আগে তাদের মতামতটাই যেমন প্রধান তেমনি সবকিছুতে তাদের অংশগ্রহনটাই মুখ্য। তাই মাতৃভাষা দিবস উদযাপনের বিষয়টিও এর ব্যাতিক্রম নয় আর সেজন্য আপনাদের ছাড়া কোনভাবেই এই কার্যক্রম সফল হতে পারেনা। এখন আমরা এ দিবসটি সফল ভাবে উদযাপন করতে পারব কিনা তা সম্পূর্ণই আপনাদের হাতে কারন আপনারা অংশগ্রহন করলেই এটি সফল ভাবে সম্পন্ন হবে। এজন্য চলে আসুন আগামী ২১শে ফেব্রুয়ারী সকাল ৭টায় এছাড়াও এ ব্যাপারে আপনাদের যে কোন পরামর্শ দিতে পারেন। আর আপনারা আসবেন সে আশাই করছি।
যেহেতু টেকটিউন একটি পরিবারের মত যেখানে এডমিন প্যানেল ও টিউনারদের মধ্যে কোন দূরত্ব নেই তাই বরাবরের মত এডমিন প্যানেল এ অনুষ্ঠানেও আমাদের পাশে আছে এবং সাথে থেকেই দিয়ে যাবে সক্রিয় সহযোগীতা। এডমিন প্যানেলের সম্মানিত সদস্যরাও এতে উপস্থিত থাকবেন, মডারেটর টিনটিন ভাই তো ইতোমধ্যেই জানিয়েছেন যে তিনি অবশ্যই থাকবেন।
শহীদ মিনারে ফুল অপর্নের পর একটি নির্দিষ্ট স্থানে টিউনারদের নিয়ে মতবিনিময় এবং আলোচনা হবে। যেখানে টিউনারদের বিভিন্ন টিপস, সমস্যা আর প্রশ্ন নিয়ে উন্মুক্ত আলোচনা হবে।
ও আরেকটা কথা বলে রাখি একটি ব্লগে নানা বিষয়ে নানা জনের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে হয়তো মুক্ত চিন্তা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় তর্ক-বিতর্কও হতে পারে তবে এ সবই মুক্ত ব্লগিংয়ের অংশ তাই বলে আমরা কিন্তু কখনোই কারো প্রতিপক্ষ নই বরং আমরা পরম বন্ধু। টেকটিউনে প্রতিটি টিউনার যেমন গুরুত্বপূর্ণ তেমনি এখানে সকলের অধিকার সমান কারো যদি কোন ক্ষোভ থাকে তা ভুলে টেকটিউনের অগ্রযাত্রা আব্যাহত রাখবেন এবং প্রতিটি কার্যক্রম সফল করতে আন্তরিকভাবে সহায়তা করবেন সে আশাই করছি। তাই সকল বিভেদ ভুলে গিয়ে মতামত দিন আর চলে আসুন আগামী ২১শে ফেব্রুয়ারী সকাল ৭টায়।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মহৎ কার্যক্রম , ….টেকটিউনস এর সাথেই আছি…..