টিউনারদের উদ্দ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কার্যক্রমে আপনি আসছেন তো? -আপডেট ১- স্থান ও সময় চূড়ান্ত, আপডেট ২ – গুগল ম্যাপে আমাদের মিলিত হবার স্থান

আগামী ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা টেকটিউনের টিউনার এবং ভিজিটররা এ দিনটিকে টেকটিউনের পক্ষ থেকে উদযাপন করতে চাই এবং পবিত্র শহীদমিনারে আমাদের টেকটিউনারদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে চাই।

শহীদমিনারে যাবার আগে মিলিত হবার প্রাথমিক স্থান ও সময়

সকলের সুবিধা বিবেচনা করে সময় নির্ধারান করা হয়েছে সকাল ৭ টা কারন প্রথম প্রহরে অনেকেই আসতে পারবে না আর ৭টার পর করলে বেশী দেরী হয়ে যায় যার পেছনে যুক্তি ৭টায় মিলিত হলেই বেদীতে যেতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে আবার এর আগেও অনেকেই আসতে পারবে না তবে কারো যদি আসতে পথে কিছুটা দেরী হয় তারাও খুব হতাশ হবার কারন নেই 🙂 । স্থান নির্ধারন করা হয়েছে নীলক্ষেত মোড়। নিচে ঐ স্থানের গুগল ম্যাপ দেয়া হল যেখানে A চিন্হিত স্থানের সম্মুখের মোড়টাতেই সবাই মিলিত হবে।

nilkhet - Google Maps_1266670502724

কিন্তু আপনারা ছাড়া হবে কি করে? আপনারা অবশ্যই অংশগ্রহন করুন

টেকটিউনস এর প্রাণ যেহেতু টিউনাররাই একারনে যেকোন কিছু করার আগে তাদের মতামতটাই যেমন প্রধান তেমনি সবকিছুতে তাদের অংশগ্রহনটাই মুখ্য। তাই মাতৃভাষা দিবস উদযাপনের বিষয়টিও এর ব্যাতিক্রম নয় আর সেজন্য আপনাদের ছাড়া কোনভাবেই এই কার্যক্রম সফল হতে পারেনা। এখন আমরা এ দিবসটি সফল ভাবে উদযাপন করতে পারব কিনা তা সম্পূর্ণই আপনাদের হাতে কারন আপনারা অংশগ্রহন করলেই এটি সফল ভাবে সম্পন্ন হবে। এজন্য চলে আসুন আগামী ২১শে ফেব্রুয়ারী সকাল ৭টায় এছাড়াও এ ব্যাপারে আপনাদের যে কোন পরামর্শ দিতে পারেন। আর আপনারা আসবেন সে আশাই করছি।

এডমিন প্যানেলেরও সম্মতি আছে তারাও থাকছে এতে

যেহেতু টেকটিউন একটি পরিবারের মত যেখানে এডমিন প্যানেল ও টিউনারদের মধ্যে কোন দূরত্ব নেই তাই বরাবরের মত এডমিন প্যানেল এ অনুষ্ঠানেও আমাদের পাশে আছে এবং সাথে থেকেই দিয়ে যাবে সক্রিয় সহযোগীতা। এডমিন প্যানেলের সম্মানিত সদস্যরাও এতে উপস্থিত থাকবেন, মডারেটর টিনটিন ভাই তো ইতোমধ্যেই জানিয়েছেন যে তিনি অবশ্যই থাকবেন।

মতবিনিময় আর বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে একটা সভাও হবে

শহীদ মিনারে ফুল অপর্নের পর একটি নির্দিষ্ট স্থানে টিউনারদের নিয়ে মতবিনিময় এবং আলোচনা হবে। যেখানে টিউনারদের বিভিন্ন টিপস, সমস্যা আর প্রশ্ন নিয়ে উন্মুক্ত আলোচনা হবে।

তো সকল বিভেদ ভুলে গিয়ে মতামত দিন আর চলে আসুন ঐ দিন

ও আরেকটা কথা বলে রাখি একটি ব্লগে নানা বিষয়ে নানা জনের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে হয়তো মুক্ত চিন্তা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় তর্ক-বিতর্কও হতে পারে তবে এ সবই মুক্ত ব্লগিংয়ের অংশ তাই বলে আমরা কিন্তু কখনোই কারো প্রতিপক্ষ নই বরং আমরা পরম বন্ধু। টেকটিউনে প্রতিটি টিউনার যেমন গুরুত্বপূর্ণ তেমনি এখানে সকলের অধিকার সমান কারো যদি কোন ক্ষোভ থাকে তা ভুলে টেকটিউনের অগ্রযাত্রা আব্যাহত রাখবেন এবং প্রতিটি কার্যক্রম সফল করতে আন্তরিকভাবে সহায়তা করবেন সে আশাই করছি। তাই সকল বিভেদ ভুলে গিয়ে মতামত দিন আর চলে আসুন আগামী ২১শে ফেব্রুয়ারী সকাল ৭টায়।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মহৎ কার্যক্রম , ….টেকটিউনস এর সাথেই আছি…..

    ধন্যবাদ

    @মাসুদবডি ভাই কেমন জানি ব্লাকমেইল হইয়া গেলনা তাও আবার এত শর্ত যাক তারপরও দূর থেকে যখন আসবেন তো কথাতো রাখতেই হইবো আসেন আপনার সব আশাই পূরণ হবে সবই দিমু আপনে যা যা চাইছেন তবে ব্লাক মেইল আমিও করবো যদি আসেন তবেই দেব নাইলে না!! 😉

Level 2

আছি, আছি, আছি।। অবশ্যই অবশ্যই আছি। কোথায় মিলিত হব সবাই….. বিস্তারিত জানান।

    সকলের মতামত ও আলোচনার প্রেক্ষিতে সব ঠিক করা হবে। তবে গন্তব্য যেহেতু শহীদ মিনার তাই সম্ভাব্য স্থান তার আশপাশের এলাকা।

আছি।

    মডারেটর টিনটিন ভাই কে প্রধান অতিথি করা হোক। 😛
    যদিও আগেই জানতাম। তবুও অফিসিয়াল বাপার সাপার।

    টিনটিন ভাইকে করা হোক এটার সাথে আমিও একমত তবে টিনটিন ভাইকে কিন্তু কিছু Donate করতে হবে। হা হা হা

    সবকিছু নিয়েই আলোচনা করুন
    তবে টিনটিন ভাই অতিথি হইবো কেন? 😉 নিজের বাড়িতে নিজেই অতিথি!!! 😛
    তবে নিঃসন্দেহে সে টেকটিউনের প্রধানতম ব্যাক্তিদের একজন

    ডোনেট করামু বইলাই তো প্রধান অতিথি কইসি। 😛

আমিও আগেই জানতাম এই বুদ্ধি শাকিল ভাই ছাড়া কারও মাথায় আসে না। ধন্যবাদ শাকিল ভাই এবং আপনার ও টেকটিউনসের মিলনমেলা সফল হোক। আবারও ধন্যবাদ………………………..

    বুদ্ধি কিন্তু আমার একার না অনেকের মিলিত সিদ্ধান্ত আর বাকীদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি এখন।
    তাই মিলনমেলাও কিন্তু আমার একার না সকলের 😉

আমি একটি পিকনিক আয়োজনের কথা ভাবছি, বলেন তো শাকিল ভাই কেমন হবে। তবে বুদ্ধি দেয়ার জন্য আমি ফ্রি যেতে আগ্রহী। হা হা হা

    ভালই হইবো, আপনি ফ্রিই যাবেন তবে আপনারে কিন্তু ডোনেট করতে হইবো পিকনিকের জন্য 😛
    আর আপাতত ২১শে ফেব্রুয়ারীর চিন্তা করেন 🙂

Level 0

amio asi boss
sobai jekhane bolben sekhanei thakbo…………………….
sakil vai date fix hoile plz janaben……………..

    তারিখ ২১শে ফেব্রুয়ারীই এতে কোন সন্দেহ নাই সময় ও অন্যান্য আপডেট জানতে টিউনে চোখ রাখুন

ভাই থাকতে খুবই ইচ্ছে করছে কিন্তু পারবো না.. বিডি থাকলে ১০০% জয়েন্ট করতাম,…. 🙁 🙁 🙁

Level 2

ভাই আমিতো রংপুরে থাকি। আর এখন পড়াশুনা ও জব নিয়ে ব্যস্ত আছি। তাই আপনাদের সাথে আনন্দ উপভোগ করতে পারবো না। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কার্যক্রম সফল হউক এই কামনা করি। 🙂

আপনার কপলে হস্তঘাত দেখলে খুবই কষ্ট পাই/ আনেক হ্য়েছে এখন বন্দ করা যায না/ আমরা ্যারা মপস্বল এলাকায আছি তাদের ২১ হবে কিভাবে?
ধন্যবাদ শাকিল ভাই এবং আপনার ও টেকটিউনসের মিলনমেলা সফল হোক। আবারও ধন্যবাদ

কবি এই ব্যাপারে নিরব ভুমিকায় অবতীর্ণ হয়েছেন

    মামুন তোমার কাছ থেকে এটা আশা করি না আর তোমাকে বলার দরকার নাই তুমি আসবা এটাই স্বাভাবিক

    “কবি এই ব্যাপারে নিরব ভুমিকায় অবতীর্ণ হয়েছেন” এই কথাটির অর্থ হলো উনি আসতে সম্মতি জ্ঞাপন করেছেন। 😉

Level 2

মনটা খুবই খারাপ লাগছে ভাই। আমি গাইবান্ধায় থাকি। খুবই ইচ্ছা করছে যোগদান করার……………. আমি আপনাদের বোঝাতে পারবনা যে আমি টেকটিউনসকে কি পরিমান ভালবাসী 🙁 আমার একটি প্রনের বন্ধু এই টেকটিউনস।

i will miss u to all 🙁 কান্না পাচ্ছে ……………

উদ্দোগ সফল হোক…

মনে পরে..

হয় ধান নয় প্রান
এ শব্দে সারা দেশ দিশে হারা
একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা (-সুকান্ত)

    আপনে আসবেন না? দূর থেকে সফলতা কামনা করেই চলে যাবেন?

আমি টেকটিউকে খুব ভালবাসি কিন্তু আমি একটু কষ্ট পেয়েছিলাম যখন আমার একটা ছোট টিউন অকারনে Pending এ আছে । এর পর থেকে আমি আর কোন টিউন করিনা। আমার মনোবল নষ্ট হয়ে গেছে । কিন্তু আমি এখনও টেকটিউনকে ভালবাসি যেমন ভালবাসি Google আর Blogger কে।। আমি প্রতি বছর ২১শে ফেব্রুয়ারীতে শহীদ মিনারে যাই,আচ্ছা কষ্ট ভুলে গেলাম মাতৃভাষা দিবস বলে কথা,আমি আসবো..ও……ও…..আসবো…..যদি সবাই আসে । কিন্তু…..কোথায়?…..কখন?…..কয়টায়?….বলেন ।

***ভালবাসি টেকটিউনকে,ভালবাসি মাতৃভাষাকে ***

    ভাই আসবেন যে তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, আর সময় ও স্থান সকলের সুবিধা অনুযায়ী আলোচনা শীঘ্রই নির্ধারিত হবে আপনার সুবিধাজনক সময়টিও জানান।

    আর আপনার টিউন তো আমার খুবই ভালো লাগে আমি তো আরো কিছুদিন থেকে খুজছি আপনার টিউন কেন নেই যাইহোক কষ্ট ভুলে আপনি টিউন করবেন। আপনার টিউনের আশায় রইলাম। আর কতৃপক্ষও আপনার সেই পেন্ডিং টিউনটি দেখবেন আমি এ ব্যাপারে তাদের অনুরোধ করবো তবু প্লিজ রাগ আর রাখবেন না। আবারও ধন্যবাদ মার্কবিপ্লব ভাই।

ami asthe chesta korbo. ami tech tunes notun.
best luck for ur idea.

    অবশ্যই আসবেন সুখন ভাই ……

আসবোই যখন সকাল সকাল আসলেই ভালো আমার সময় ৮:০০ টা কারন তা হলে আমাকে ৭ টায় রয়না হয়ে যেতে হবে। এর আগে বাস পাওয়া যাবেনা এই লাইনে । আমি থাকি গুলশান-২,বাড্ডা এলাকায় ।আর শাকিল ভাইয়া আমার কথা বড় বড় মনে হলেও আমি কিন্তু ছোট। আমাকে নাম ধরে ডাকতে পারেন।

    ধন্যবাদ…..ঠিক আছে আরো প্রস্তাব আসুক আমরা তারপর ফাইনাল সব জানাবো

এযাবৎ টিউনারদের রেসপন্স তেমন একটি বেশি মনে হচ্ছে না …… আমি ভেবেছিলাম টিউনারদের সাথে আরো কিছু ভালো সময় কাটানোর একটা সূযোগ হতে যাচ্ছে ……. তবে এখনও আমার অনেক প্রিয় টিউনারের কোন রেসপন্স নেই …….. টেকটিউনসের সাথে না হোক, আমি আশা করব আমরা প্রত্যেকেই একা হলেও শহীদ বেদীতে যাবো ….. কারণ আমরা যে আজ বাংলা ব্লগিং করি ….. শুধু তাদের ত্যাগের কারণেই।

ধন্যবাদ

    আমি তো ঢাকা শহর চিনি না। আমি কি করব?
    আমাকে যদি কেউ গুগোল ম্যাপের সাহায্যে দেখিয়ে দিতেন কিভাবে ঢাকায় আসব আর কিভাবে শহীদ মিনারে যাব তাহলে খুবই উপকৃত হতাম।

    কিছু মনে করবেন না বলে আশা রাখি। একটু মজা করলাম। আমি তেজগাঁও-এ আছি। অবশ্যই আসব, সাথে বন্ধুদের নিয়ে যারা টিউনার।

    আজকে আসলেই মজা পাইছি আমি তো পুরাই মামু হইয়া গেছিলাম

    হে হে হে হে হে 🙂 🙂 🙂

    সবাই আসবেন কিন্তু…………………….

শাকিল আরেফিন ভাই সত্যিই একটা ভাল উদ্যোগ। আশা করছি আমি আসতে পারব। এবং আশা করি টেকটিউনের প্রায় সবাই আসবে।আর মাতৃভাষার দিনে কারো সাথে কারো কোন ভুল বুঝাবুঝি থাকবেনা এটাই আমার কাম্য।

Level 0

আমিও আছি আপনাদের সাথে।

Level 0

ami asbo but jara dure thake tara to aste parbena .tai kharap lagche ato sundor milon mela r sobai thakte parve na vavte kosto lage.jai hok i like this meeting. so i m allways with all.

Level 0

ইনশাআল্লাহ আসব।

http://www.allbdjobs.tk/( শাকিল ভাই visit করলে খুশি হব)
(weak poin গুলো জানান Plz )

ভাল বাসি দেশকে, ভালবাসি মাতৃভাষাকে, ভালবাসি টেকটিউন কে……… কিন্তু দেশের বাহিরে থাকি তাই আপনাদের সাথে যোগ দিতে পারব না… তবে সবার প্রতি শূভ কামনা ও দোয়া রইল।
অনুরূধ রইল অনুষ্টানের ছবি বা ভিডিও টিউন হিসাবে প্রকাশ করার।

সামনে আমার পরীক্ষা তাই আসতে পারব কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না।
চেষ্টা করে দেখব।
ধন্যবাদ।

ভালো কার্যক্রম, সাধুবাদ জানাচ্ছি।

Level 0

আমি ত আসতে চাচ্ছি……kintu আমি খুব ১টা টিউন করি না।
আমার কি করা উচিত??????
কেউ কি suggestion দিবেন??

    আপনার চলে আসা উচিত এবং অবশ্যই আসবেন

    Level 0

    dhonnobad
    আরে থুক্কু কি কই
    insaallah i’ll b there

শাকিল আরেফিন ..
আমি কি আসতে পারবো ।

    আমার বাসার পাশে থাইকা তোমাকে আবার অনুমতি নিতে হবে? ঐদিন সকালে একটা ফোন দিও একসাথেই যাবনে

আসব অবশ্যই। তবে একটা কথা … আমরা সবাই সবাইকে চেনার জন্য একটা common ব্যাজ পরতে পারি, যেইটা TechTunes আমাদেরকে সরবরাহ করবে।

    ভাল প্রস্তাব তবে আমরা বেশীরভাগই একে অপরকে চিনি আর এই মোবাইলের যুগে চিনতে সমস্যা হবে না, আসবেন জেনে ভাল লাগল

ইনশাআল্লাহ আসব।
Today i find excellent web site name is http://www.moonbd.com

আমার কি হবে?আমি তো থাকি খুলনায়?শত বাধা ভেঙ্গে আসার চেষ্টা করব।কারণ টেকটিউনস এবং টেকটিউনসবাসীকে অনেক ভালবাসি।

    আপনার যদি আসার মত সুবিধা থাকে এবং কোন সমস্যা না হয় তাহলে চলে আসুন

খুবই ভালো উদ্যোগ।

আমার exam চলে।তাই আসতে পারব না।তবে techtunes এ চোখ রাখলাম update এর জন্য।

এত সকালে!!!!
এতসকালে তো আমাদের এখান থেকে বাস ছাড়ে না।
আর ওই দিন বাস পাবো কি না সন্দেহ আছে আমার।

সবাই দোঁয়া করেন আমি যেনো এত সকাল সকাল ঘুমের থেকে উঠতে পারি & আপনাদের সাথে মিলিত হতে পারি।
ভোরে উঠতে পারলে ভালোই হত। আর না উঠতে পারলে আসতে ই পারুম না। 🙁
কারন আমি সহযে ঘুমাই না। আর একবার ঘুমাইলে তো বুঝেন পুরা ই 😉

    এ.আর.রলিন says:

    এত সকালে!!!!
    এতসকালে তো আমাদের এখান থেকে বাস ছাড়ে না।
    আর ওই দিন বাস পাবো কি না সন্দেহ আছে আমার।

    সবাই দোঁয়া করেন আমি যেনো এত সকাল সকাল ঘুমের থেকে উঠতে পারি & আপনাদের সাথে মিলিত হতে পারি।
    ভোরে উঠতে পারলে ভালোই হত। আর না উঠতে পারলে আসতে ই পারুম না। 🙁
    কারন আমি সহযে ঘুমাই না। আর একবার ঘুমাইলে তো বুঝেন পুরা ই 😉

    সাম্য ভাই কি হইলো?
    আপনেরও কি আমার মত সেইম কেস?

    আমিও সেইম কেস কিন্তু ভোর ৫ টায় শুয়ে আবার সকাল ৮টয় ক্লাসে যাই।
    আর আমার বড় বোন সকালে ক্লাস করাতে যায় ঢাকার বাইরে তাকে ৫.৩০ এ বাসে উঠায় দেয়া হয়।
    টেকটিউনস মডারেটর টিনটিন সারাদিন ক্লাস করে বাসায় ফেরে রাতে তারপর টিউন, মডারেশন আর পড়া শেষ করে ভোররাতে ঘুমাতে যায় এবং পুরানো ঢাকা থেকে এআইইউবিতে এসে পরদিন সকাল ৮টার মধ্যেই ক্লসে যোগ দেয়।

    উদাহরন গুলি টানলাম কারন সেইম কেইস বা বাস ছাড়ে না এই কথা শুনে। ঢাকা শহরে বা সাম্যর সাভারের হাইওয়েতে যে বাস বন্ধ হয় এটাই আমার জানা ছিল না 😛

    ভাইজানরা আমরাও ঢাকা শহরে চলি এবং আমি নিশ্চিত করেই বলতে পারি তোমরাও এরকম এভাবেই চল। 🙁
    তো তোমরা আসবা এটা নিশ্চিত এবং তোমরা টেকটিউস ফ্যামিলির অবিচ্ছেদ্য অংশ তোমাদের কাছ থেকে ব্যাতিক্রম কিছু চিন্তাই করা যায় না

    @শাকিল ভাই…আসবো না , এইটা তো বলি নাই।
    @রলিন…সেইম কেস রে ভাই।
    @টিনটিন ভাই……আপনি আসলেই one and only………….

Level 0

শাকিল আরেফিন ভাই আপনাকে ধন্যবাদ এ রকম মহৎ কার্যক্রম হাতে নেয়ার জন্য । আমার খুব আসতে ইচ্ছে করছে । কিন্তু ইচ্ছে থাকা স্বত্তেও আসতে পারব না । কারণ আমার বাড়ি বরগুনা জেলায় । টেকটিউনসের সাথেই থাকলাম Update খবর জানার জন্য । 😥