ভবিষ্যতের কিছু অসাধারন কার কনসেপ্ট

ভুমিকা

প্রথমেই বলে নেই এই কারের ডিজাইনগুলো সবগুলো কল্পনার ভিত্তিতে করা হয়েছেআমি যেই সাইট হতে পিকচারগুলো পেয়েছি সেই্ সাইটের মতে এই কারগুলোর কোন অস্তিত্ব নাই তবে থাকতেও পারে কারন কোন গবেষনাগারে কি তৈরি হচ্ছে তা জানা সত্যি কষ্টকর।ভবিষ্যতে আসবে না এইরকম কথা বলার মত সাহস আমার নেই কারন বর্তমানেই জল স্হলে চলতে পারে এই ধরনের কার আবিষ্কার হয়ে গেছে।সুতরাং আগামীতে এই ধরনের কার আসার সম্ভবনা প্রবল।চলুন কথা না বাড়িয়ে ঝটপট কারের ডিজাইনগুলো চেক করে নেই।















সাফাই

আসলে এই্ টিউনটা আমি টেকটিউনসে দিতে চাইনি কারন আমার কাছে এটা দূবর্ল টিউন লেগেছে কারন গুগল সার্চ দিলেই এইরকম অনেক ছবি পাবেন এজন্য আমি প্রথমে সামুতে এই পোস্ট দিয়েছি যথন দেখলাম সামুতে মোটামুটি হিট মারল তখন ভাবলাম টেকটিউনসে অন্তত ফিট হবে না মোটামুটি হিট হবার আশা আছে।তাই দিলাম ।কোন ধরনের বিস্তারিত দিতে পারিনি বলে আমি দু:খিত।সবাই ভালো থাকবেন আপনাদের কাছে ভালো লাগলে এই টিউন সাথর্ক হবে এবং এটিকে ভালো টিউন বলে মেনে নিব।সবাই ভালো থাকুন।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব জটিল কিছু জিনিস দেখালেন, ধন্যবাদ আপনাকে 🙂

কারের ডিজাইনগুলো সবগুলো কল্পনার ভিত্তিতে করা হয়েছে। কিন্তু কল্পনা থেকেই বাস্তবতার রূপরেখা শুরু হয়। ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    হুম ইয়াকুব ভাই সত্যি বলেছেন।কারন কল্পনা ছাড়া কোন কিছুর সৃষ্টি সম্ভব না।

সামু তে দেখসি।

    কারে দেখসো মিয়া

    মামুন ভাই বুঝেন না কেন এটা তো সহজ কথা সামুতে সাম্য ভাই ………. দেখছে 😉

    টিউনটি জোশ হইছে। ৪,৭,১৫ এই তিনটা ছবির গাড়ী গুলো আমার কাছে মজবুত ও টেকশই মনে হচ্ছে।

    আচ্ছা আমার কাছে এডভান্স টাকা দিয়ে রাখ গাড়ীগুলো মার্কেটে আসামাত্তই পেয়ে যাবা

    মামুন তো ডুবে ডুবে জল খাওয়া পাবলিক। কিছছু বুঝে না।
    আহাহাহাহাহাহা হারেরেরেরেরেরের

    বস আমার ও কি টাকা দেওয়া লাগব, নইলে একটা পাঠায়া দেন।

সবচেয়ে ভাল লেগেছে বাইক+কার। ভবিষ্যতে কেনার ইচ্ছা আছে।

pic দেখে ভালই লেগেছে।ধন্যবাদ

Level 0

ভাবছিলাম গাড়ী কিনব…কিন্তু এখন চিন্তা করছি এইগুলা মার্কেট এ আসলেই কিনব…কি কস দোস্ত?

    কিরে শেষ পর্যন্ত তুইও টেকটিউনস এ কমেন্টস দিলি।মাঝে মাঝে কমেন্টস দিয়া টেকটিউনস টারে গরম রাখিস।ধন্যবাদ দোস্ত

আমার জন্য ২ নং ও মোটরসাইকেলটি পাঠিয়ে দিয়েন

আপনাকেও