আপনারা জানেন ব্র্যাক ব্যাংকের কিছুদিন আগে টেকটিউনসে BRAC BANK, হ্যাকার ও একজন পথে বসে যাওয়া ফ্রিল্যান্সার
টিউনস প্রকাশ করার পর অনলাইন কমিউনিটির ব্যাপক সোচ্চার হয় , বাংলানিউজ২৪ সহ বেশ কয়েকটি ব্লগে প্রকাশিত হয়, তারপর ২৪ ঘণ্টার মধ্য ঘটনার সমধান হয় , ব্র্যাক তাদের সকল সিস্টেম পরিবর্তন আনে ।
এবার সময় এসেছে ব্র্যাক ব্যাংকের আরেকটি সার্ভিস বিকাশ ও তার এজেন্টদের ব্যাপক দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়াবার ।
যদিও এই চার্জ কিছুটা রক্তচোষা পর্যায় চলে যায়, তার উপর এজেন্টগুলো চালাচ্ছে মরার উপর খাড়ার গাঁ !
এজেন্ট থেকে টাকা পাঠাতে গেলে কোন চার্জ নেয়ার কথা না , কিন্তু তাদের টাকা পাঠাতে গেলেও ১০০০ টাকায় ২০ টাকা অতিরিক্ত দিতে হবে , আবার ক্যাশআউট করতে করতে গেলে ১০০০ টাকায় ১৮ টাকা ক্যাশআউট চার্জ কেটে রাখা হয় তার উপর এজেন্ট ১০০০ টাকায় ১০ টাকায় বাড়তি না দিলে টাকা দিবেনা ।
এতক্ষণ বকবক করলাম গাজীপুর জেলার কোনাবাড়ি, আমবাগ, জরুন এলাকার চিত্র নিয়ে ,
সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হেমনগর এলাকার বিকাশ লেখা একটি দোকানে গেল ও আমাকে নাম্বার দিল, আমার এখান থেকে টাকা পাঠাতে এজেন্টকে দিতে হল ৳৫১০ আর উনি ঐদিকে টাকা হাতে ৪৮০ টাকা,
পরে ঐ দোকানওয়ালার সাথে ফোনে কথা হয় কি বলছে https://www.dropbox.com/sh/wifeyf55dl64xlj/bkKSnnsKcc ডাউনলোড করে শুনুন ।
গতকাল ফেসবুকে এবিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে সারা দেশের চিত্র জানার চেষ্টা করি ,
Trial Version বলেন, একই অবস্হা ভাই । আরেকটা কথা হলো ১০০ টাকায় ২ টাকা খুব বেশী দেখায় না কিন্তু সমস্যাটা হয় যখন কাউকে ৫০,০০০ টাকা পাঠানো লাগে........১০০০ টাকা চার্জ
এ থেকে বুজতে পারি সারাদেশে প্রায় একই চিত্র, ব্র্যাক ও বিকাশ তারা কোটি কোটি টাকা উপার্জন নিয়ে ব্যস্ত ,এজেন্টদের উপর তাদের কোন তদারকি বা নিয়ন্ত্রন নাই বললেই চলে ।
বাংলাদেশের সকল এলাকায় কিন্তু তাদের বুথ নেই , আমার এলাকা থেকে তাদের বুথে যেতে ৫০ টাকা খরচ পরে , এর চেয়ে দুরের মানুষ কি করবে ?
উত্তরঃ সরকার কতৃক নির্ধারিত চার্জ আছে , তাহলে কেন বাড়তি টাকা রাখবে ?
পাবলিকরে কলা দেখাইয়া মূলা দেয়া এভাবে কতদিন চলবে ?
http://www.facebook.com/bkashlimited ওদের অফিশিয়াল পেইজে সকলে বিষয়টি একসাথে অভিযোগ জানান ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
আমার এলাকায় ২৫ টাকা নেয়