কম্পিউটার চালনায় নিজস্ব অপারেটিং সিস্টেম [ওএস] ছাড়ার ঘোষণা দিয়েছে চীন। ওপেনসোর্স ভিত্তিক ওএস ডেভেলপ শেষ পর্যায়ে রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। উবুন্টুর যাবতীয় সুবিধা যুক্ত এই উইন্ডোজ 'কাইলিন' নামে আত্মপ্রকাশ করতে পারে। কাইলিন ডেভেলপে বেইজিং গবেষণা সংস্থাকে সহায়তা করছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যানোনিক্যাল।
আপাতত ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপে কাইলিন চালানো যাবে। তবে পরবর্তী সংস্করণগুলোতে দরকারি কাজে সহায়তার জন্য বিল্টইন আকারে চাইনিজ সফটওয়্যার [যেমন- ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ওয়েব ব্রাউজার বাইদু এবং অনলাইন কেনাকাটা বিষয়ক সহকারী তাওবাও] সংযোজিত হবে।
পাশাপাশি চাইনিজ ভাষায় কমান্ড দিতে পারবেন ব্যবহারকারীরা। বিশ্লেষকদের মতে, নিজস্ব উইন্ডোজের সহায়তায় প্রযুক্তি খাতে চীনকে আরও এক ধাপ এগিয়ে রাখবে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে উইন্ডোজ কাইলিন অবমুক্ত হবে।
বি:দ্র: ভালো লাগলে অবশ্যই জানাবেন।
আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।
Sombhoboto linux ke edition kora hoie se…valo.
jodi bangladeshe kono open source OS toiry hoto tobe valo hoito.
paireted soft chalite r valo lage na… .