মহাকাশে মহাযুদ্ধ: Star Treak The Video Game 2013

অ্যাকশন আর রোমাঞ্চ। এ দুইয়ের মিশেলে গেমারদের নতুন অভিজ্ঞতা দিতে আসছে গেমস 'স্টার ট্রিক', বাফটা গেমস পুরস্কার জয়ী বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক ত্রয়ী অ্যালেক্স ক্রুজম্যান, রবার্তো অর্চি এবং মারি আনি্ন কাজাইকের গল্প অবলম্বনে গেমটি ডেভেলপ করেছে ডিজিটাল এক্সট্রিম।

গেমের ধরণ:                                                                                                  

third-person, Action Adventure

কাহিনী:                                                                                                      

বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক গেমটির চরিত্রগুলো সরাসরি তুলে নেওয়া হয়েছে স্টার ট্রিক চলচ্চিত্র থেকে। মহাকাশ জয়ে অজানা গন্তব্যে পাড়ি জমায় স্টার ট্রিক সংস্থার একজন কমান্ডার। এলিয়েনদের আক্রমণের মুখে পড়ে তার মহাকাশ যান। বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। এ অবস্থায় ক্রুদের ছোট কয়েকটি সাব-যানে পাঠিয়ে এলিয়েনদের স্পেসশিপে মুখোমুখি সংঘর্ষের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে এলিয়েন গ্রহের নেতৃত্বে চলে যায় এক যুদ্ধবাজ সন্ত্রাসীর হাতে। তার দখলে রেড ম্যাটার নামক ভয়ঙ্কর অস্ত্র। যা দিয়ে ব্ল্যাক হোল তৈরি করে গায়েব করে দেওয়া যায় যে কোনো গ্রহ। এলিয়েন গ্রহ থেকে আশ্রয়ের সন্ধানে ছদ্মবেশে পৃথিবীতে আশ্রয় নেন গেমের অন্যতম প্রধান চরিত্র স্পক। নতুনভাবে গড়ে তোলেন স্টার ট্রিক সংস্থাকে। অন্যদিকে মহাকাশচারী হিসেবে স্টার ট্রিকে যোগ দেন ক্রিক। স্পক এবং ক্রিকের নেতৃত্বে সেই এলিয়েন গ্রহের উদ্দেশে আবার শুরু হয় নতুন যাত্রা। গেমারকে এখানে খেলতে হবে স্পক এবং ক্রিকের ভূমিকায়। যাত্রাপথে মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর অভিযানের।

কবে আসছে?:                                                                                        

প্যারামাউন্ট পিকচারের প্রকাশিত গেমটি বাজারে আসবে চলতি বছরের ২৩ এপ্রিল।

খেলা যাবে যেসব ডিভাইসে:                                                                          

# এক্সবক্স৩৬০

# প্লে-স্টেশন৩

# মাইক্রোসফট উইন্ডোজে চালিত পিসি

যা যা লাগবে:                                                                                               

# ইন্টেল কোর-টু-ডুয়ো ২.৬৬ গিগাহার্টজ প্রসেসর,

# জিফোর্স জিটিএক্স ৮৮০০ জিএস অথবা রেডন এইচডি ২৯০০ জিটি সিরিজের ৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড

# ৪ গিগাবাইট র‌্যাম,

# ১২ গিগাবাইট ফাঁকা হার্ডডিস্ক স্পেস

#  ডাইরেক্ট এক্স-৯

বি: দ্র:   ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন।

Level 0

আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

star trek not trik. valo hoyeche . tobe game er dhoron ta likhen nai. aro valo korte hobe.

    @saif_precio:
    এটা বাংলিশ ইংলিশ এই আর কি 😉

    ভাই শুরুর লাইনেই কিন্ত ’’’’’‘অ্যাকশন আর রোমাঞ্চ’’’’’ কথাটি উল্লেখ আছে।