চশমা ছাড়াই দেখা যাবে থ্রিডি ছবি!!!

স্মার্টফোনের পর্দায় চশমা ছাড়া ত্রিমাত্রিক [থ্রিডি] ছবি দেখার প্রযুক্তি উদ্ভাবন করেছেন হিউলেট প্যাকার্ডের [এইচপি] গবেষকরা। এইচপি বলছে, তাদের উদ্ভাবিত প্রযুক্তিতে চশমা ছাড়াই বিভিন্ন কোণ থেকে পর্দায় ভেসে থাকা কনটেন্ট ত্রিমাত্রিক আকারে দেখা যাবে। সরাসরি ত্রিমাত্রিক ছবি দেখার সুযোগ দিতে গ্গ্নাসের আবরণে ন্যানো প্রযুক্তির অতি ক্ষুদ্র খাঁজ তৈরি করা হবে। এই খাঁজগুলো আলোর পথকে বাঁকিয়ে দেবে। পর্দায় ভাসা ছবির যে কোনো দুটি বিন্দু থ্রিডি রূপে চোখে পড়বে।

এর আগে স্মার্টফোনে ত্রিমাত্রিক বস্তু দেখার প্রযুক্তি উদ্ভাবিত হলেও চশমা ছাড়া দেখতে পাওয়া দারুণ ব্যাপার হবে। তবে ইতিমধ্যে নিনটেন্ডোর গেমিং কনসোলে চশমা বিহীন ত্রিমাত্রিক ছবি দেখার জন্য থ্রিডিএস গেমিং প্যাড যুক্ত হয়েছে। তবে এখানে ত্রিমাত্রিক ছবি দেখতে বিশেষ ভঙ্গিমায় তাকিয়ে থাকতে হয়। এইচপি জানিয়েছে, তাদের উদ্ভাবিত প্রযুক্তিতে কোনো কৌশল দরকার নেই। বিশ্লেষকরা বলছেন, তৃতীয় কোনো ডিভাইসের সহযোগিতা ছাড়া ত্রিমাত্রিক ছবি দেখার ব্যাপারটি প্রযুক্তির ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে।

Level 0

আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমার একটা ৩ডি চশমা চাই। কোথায় পাব, কত দাম, please help..

Level 0

Aapni Elephant Road Er Multiplan Market Er 10th Floor A Jogajog Korle A Paben, Rate 350-550 Er Moddhe, Tobe Valo Ekta Ase Nvidia 3D Vision Er Oetar Dam Ektu Beshe Jode 3D Vision Er Glass Ta Pan Tobe Oeta E Neyan.