গতকাল দুপুরে আমার মোবাইলে unknown নাম্বার থেকে একটা ফোন আসে। কে জিজ্ঞেস করলে বলে বন্ধু গরীব মানুষ বলে ভুলে গেলে? চিনতে পারতেছো না? আমি খুব কনফিউশানে পরে গেলাম কে হতে পারে। পরে আমার এক বন্ধুর গলার মত মনে হওয়াতে আমি আমার সেই বন্ধুর নাম বললাম। আমার সেই বন্ধুর সাথে প্রায় ২ বছর কথা হয় না । যাই হোক কেমন আছিস বলার পর বলে ভাল না দোস্ত মার ক্যান্সার হইছে।
গত ৩ দিন আগে ধরা পরছে । ব্লাড ক্যান্সার। লাস্ট স্টেজ, ডাক্তার মাত্র ১০ দিন টাইম দিছে। আজকে সকালে দম বন্ধ হয়ে গেছিল। পরে অক্সিজেন দিয়ে ঠিক হইছে। এই বলে সে হাউ মাউ করে কাদতে লাগলো। তারপর বলে আমি সকালে একবার ফিট হয়ে পড়ে গিয়েছিলাম। আব্বাও খুব কান্নাকাটি করছে। এখন আব্বা কোরান শরীফ নিয়ে পড়ছে, বল দোস্ত আমি এখন কি করব। কলকাতায় নিয়ে যাব? তখন আমি বললাম যেহেতু ডাক্তার মাত্র ১০ দিন টাইম দিছে তাই নিয়ে কোন লাভ হবে না তুই এদেশেই দেখা। এই সময় সে বলে দোস্ত আব্বা আবার কান্নাকাটি করছে কেন দেখে আসি বলে ফোন রেখে দিল।
এক মিনিট পরে আবার মেসেজ দিল মা মারা গেল। এক মিনিট পর আবার ফোন। ফোন করে বলে দোস্ত মেসেজ দেখেছিস? আমিতো একা হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম। তখন আমি বললাম দোস্ত আমি আসতেছি তোর বাসায়।এই পর্যায়ে সে হঠাৎ বলে উঠে দোস্ত আজ হরতালে দিন বলে আমি টাকা উঠাতে পারি নাই, তুই bkash এ আমি একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারে ১২০০০ টাকা পাঠা। টাকার কথা শুনে আমার একটু খটকা লাগল। আমি বললাম আমার কাছেতো এখন এত টাকা নেই, সে বলে কত আছে , আমি বললাম পাচ হাজার আছে। বলে ঠিক আছে তাই পাঠা। দুই মিনিটের মধে পাঠা। আমি আচ্ছা বলে রেখে দিলাম।
এখন আমার খুব সন্দেহ হল যে ছেলে দুই বছরের মধ্যে যোগাযোগ রাখে না সেই আজকে ফোন করে তার অসুস্ততার কথা শুনাল। পরে আবার টাকা চাচ্ছে। আমি তো তার বাসাতে যাচ্ছি বললাম তাহলে এত দ্রুত কেন তার টাকা লাগবে। আর তাছাড়া তার মায়ের মৃত্যুর পর সে সেদিকেই ব্যাস্ত থাকবে। আমি সঙ্গে সঙ্গে আমার আসল ফ্রেন্ডের wife কে ফোন দিলাম। (আমার বন্ধুর নাম্বারটা আমার কাছে ছিল না। তার wife ও আমার ক্লাসমেট।) দিয়ে জিজ্ঞেস করলাম তোমার শাশুড়ির কি অবস্থা । সে বলে ভাল। তখন সে শুনে খুব অবাক হয়ে গেল।
এই কথা বলার মাঝে সে আবার ফোন দিতে থাকে। আমি ফোন ধরে বললাম দোস্ত আমিতো টাকা পাঠায়ে দিছি। সে বলে কই আসে নাইতো। আমি বললাম দেখ একটু পরেই চলে যাবে। আবার পাচ মিনিট পর আবার ফোন , আমি তখন তাকে ঠান্ডা মাথায় বললাম দোস্ত তুমিতো চালে ভুল করে ফালাইছ। আমি তোমার বউরে ফোন দিছিলাম। সে তখন কি বলে জানেন? বলে আগামীকাল মৃত্যুর খবর বলা উচিত ছিল। আমি তখন বলি কতজনকে এই ভাবে ঠকাইছ? সে বলে অনেককে । আবার বলে আমি তোমার পাচ হাজার টাকার চিন্তা করি না।
আমি জিজ্ঞেস করলাম কত টাকার চিন্তা কর? সে বলে ৫০০০০ টাকার। চিন্তা করেন ধরা খাবার পরও সে কি ঠান্ডা মাথায় কথা বলছে আমার সাথে। পরে আমিই ফোন কেটে দেই। আল্লহর দোয়া ছিল বলে হয়ত কাল প্রতারনার ফাদে পা দেয় নি। কিন্তু যে কেউ দিতে পারে । কারন মায়ের মৃত্যুর খবর শুনলে সবারই মন খারাপ হয়ে যায়। তাই unknown নাম্বার থেকে ফোন আসলে সবাই সর্তক থাকবেন। যতক্ষন সে নিজের পরিচয় না দেবে ততক্ষন আপনি নিজের থেকে কিছু অনুমান করতে যাবেন না। ভাল থাকুন সবাই।
আমি অর্জুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতিটি দিনকে আমি আমার শেষ দিন মনে করে সর্বোওম ভাবে কাজে লাগাব ।
আমিও এমনি ফাঁদে পড়তেছিলাম আপনার মত .. তবে আল্লাহ রক্ষা করেছেন বিধায় আপনার মতই বেঁচে গেছি। আমার ফোন এসেছিল মোবাইল ফোন অপারেটরের ভুয়া নামে। আমার সিম নাকি লটারিতে বিজয়ী হয়েছে। 10 না 20 হাজার টাকা। এর জন্য 300 টাকার একটি কার্ডের নাম্বার দিতে হবে.. আমি প্রায় দিয়েই ফেলছিলাম.. তবে আপনার মত এ রকম সন্দেহ হওয়ায় বেঁচে গেছি আর কিছুক্ষন পর সে নাম্বারটি পেয়েছি বন্ধ হিসেবে। তাই আমাদের সবাইকে প্রতারণার হাত থেকে বেঁচে থাকতে হবে।