মিউজিক স্টোর আইটিউনের মাধ্যমে রেকর্ড পরিমান গান বিক্রি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। গান বিক্রির পরিমান প্রায় ১০ বিলিয়নে পৌছে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে বৃহষ্পতিবার আয়োজিত একটি অনুষ্ঠানে ক্রেতাদের জন্য ১০ হাজার ডলার আইটিউন গিফট কার্ড প্রতিযোগিতার ঘোষনা দিয়েছে অ্যাপল।
১০ বিলিয়ন ডলার গান বিক্রির রেকর্ড পূর্ন করে যে ক্রেতা প্রথম গানটি ক্রয় করবেন তাকেই এ গিফট কার্ড বিজয়ী হিসাবে ঘোষনা করা হবে। উক্ত গানের ক্রেতাকে অবশ্যই বয়সে ১৩ বছরের বেশি এবং যুক্তরাষ্ট্র , অষ্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, নরওয়ে অথবা যুক্তরাজ্যের অধিবাসী হতে হবে। তবে একজন ক্রেতার ক্রয় করা সর্বোচ্চ ২৫ টি গানের ডাউনলোড নাম্বার এ প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হবে। প্রতিযোগিতার বিজয়ী ঘোষনা না হওয়া পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে বলে জানিয়েছে অ্যাপল।
অনুষ্ঠানে প্রথমবারের মত সর্বোচ্চ বিক্রি হওয়া গানের ২৫ টি তালিকা ও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সর্বোচ্চ বিক্রি হওয়া গানের শীর্ষে রয়েছে ব্লাক আইড পিয়াস ব্রান্ডের ‘আই গটা ফিলিং’ গানটি। একই ব্রান্ডের ‘বুম বুম পাউ’ গানটি রয়েছে ৩ নম্বর অবস্থানে। ২০০৩ সালে অ্যাপল আইটিউনের যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে এ স্টোর থেকে অনলাইনে শুধুমাত্র গান বিক্রি করা হলেও বর্তমানে ভিডিও, গেইমস, এবং আইফোন অ্যাপ্লিকেশনও বিক্রি করা হয়।
আমি আল-আমিন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেশা সাংবাদিকতা, কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বর্তমানে দৈনিক কালের কন্ঠে কাজ করছি। ব্লগিংয়েও নিয়মিত।