আজ আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিব যা আপনাদের অনেক কাজে লাগবে।
অনেক সময় আমাদের কিছু ফ্রেন্ড আমাদের কিছু সাইট এর রেফারেল লিঙ্ক দিয়ে থাকে। এর মধ্যে বেশির ভাগ হয় বিভিন্ন পি টি সি সাইট এর লিঙ্ক।
যার মধ্যে বেশীর ভাগই ভুয়া। আবার আপনার বন্ধুর দেওয়া রেফারেল লিঙ্ক দিয়ে যদি আপনি ওই সাইট এ রেজিস্টার না করেন তাহলে আপনার
বন্ধু মনে কষ্ট পাবে। তাই যখনই আপনার সাথে এমন কোন ঘটনা ঘটবে আপনি সেই লিঙ্কটি নিচের সাইট এ পরীক্ষা করে নিন। এবং যদি এই সাইট টি
ভুয়া হয় তাহলে আপনার বন্ধু কে জানিয়ে দিন এবং তাকে বৃথা পরিশ্রম থেকে মুক্তি দিন।
ওয়েবসাইট টি হল-- http://WWW.SCAMADVISOR.COM
লিঙ্ক টির মধ্যে এইরকম কিছু থাকে......... http://www.itechinfobd.blogspot.com/xxxxxxx?xxx=xxxxxx
এক্ষেত্রে শুধু মাত্র http://www.itechinfobd.blogspot.com লিখুন / এর পরের অংশ লিখার দরকার নাই।
এই সাইট এর সাহায্যে আপনি যেকোনো সাইট scam/fake নাকি তা পরীক্ষা করে দেখতে পারেন।
ফেসবুক এ আমি--- রাকিবুল ইসলাম
আমি rakib7845। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx