বাংলা ভাষাসাহিত্যে একুশে বইমেলার গুরুত্ব মনে হয় নতুন করে বলার কোন অবকাশ নেই। তবে কালের বিবতর্নে আর সময়ের সাথে তাল মেলাতে সেই ডাকে সাড়া দিয়ে এই মেলা বাংলা একাডেমী প্রাঙ্গন ছাড়িয়ে চলে এসেছে ওয়েবেও। আমি আমার এই টিউনে অমর একুশে বইমেলা ২০১০ এর উপলক্ষ নিয়ে অনলাইনের বিভিন্ন কর্মকান্ড (আমার জানামতে) সবার সাথে শেয়ার করব।
এই সাইটটি একুশে বইমেলার বিভিন্ন তথ্য নিয়ে তৈরী। এখানে বইমেলার খবর, সময়সূচী ও মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক কমর্কান্ডের বিস্তারিত জানা যাবে। এছাড়াও বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের তথ্য, বইমেলা নিয়ে গুনীজনদের বিবৃতি এবং বই,লেখক ও প্রকাশকদের সম্বন্ধে তথ্য পাওয়া যাবে।
সাইটটির ঠিকানাঃ http://www.ekusheyboimela.com/sparkle.asp
বইমেলা ডট কম একুশে বইমেলা ২০১০ উপলক্ষ্যে তাদের সাইটে বিশেষ কনটেন্ট যোগ করেছে। এতে প্রতিদিন বের হওয়া বইয়ের এবং অন্যান্য খবরাখবরের আপডেট ছাড়াও ক্যাটাগরী অনুযায়ী বিভিন্ন লেখক, বই ও প্রকাশকদের সম্বন্ধে তথ্য পাওয়া যাবে। এখানেই শেষ নয় এই সাইটে মেলার বিভিন্ন ছবি, কিছু বইয়ের ই-সংস্করন সহ মেলা ও তার আশপাশের এলাকার ম্যাপও পাওয়া যাবে।
সাইটটির বইমেলা সংস্করনের ঠিকানাঃ http://www.boi-mela.com/BoiMela2010.asp
স্বপ্নের সিড়ি ওয়েবও বইমেলা উপলক্ষ্যে প্রচুর আপডেটেড কনটেন্ট যোগ করেছে। এতে মেলার সর্বশেষ খবর, ভিডিও, ছবি এবং সর্বশেষ বের হওয়া বইয়ের দাম সহ বিস্তারিত খবর রয়েছে। পাশাপাশি আছে মেলাকেন্দ্রীক বিভিন্ন গুনীজনের সাক্ষাৎকার।
সাইটটির এই বিশেষ উদ্দ্যেগের ঠিকানাঃ http://www.swapnershiri.com/magazine/
গ্রন্থমেলা ওয়েবে একুশে বই মেলার প্রতিদিনের বের হওয়া বইয়ের আপডেট পাওয়া যাবে। বই, প্রকাশক ও লেখকের ক্যাটালগ রয়েছে এখানে।
সাইটটির এই আয়োজনের ঠিকানা http://www.gronthamela.com/index.php?cid=14
আমার ব্লগ তাদের প্রকাশনী থেকে বইয়ের সব আপডেট, ব্লগারদের বইয়ের আর্কাইভ, মেলার ঘটনাপ্রবাহ, অন্যন্য হালচাল তো জানাচ্ছেই সেইসাথে তারা বিভিন্ন কার্যক্রম মেলা থেকে সরাসরি সম্প্রচার করছে তাদের ব্লগে।
তবে বিভিন্ন ওয়েবে বইমেলা নিয়ে অনেক আয়োজন থাকলেও যাদের দায়িত্ব সবচেয়ে বেশী তারা কোনমতে একটা ব্লগ খুলেই দায়িত্ব শেষ করেছে।
বাংলা একাডেমীর ওয়েব http://www.banglaacademy.org.bd/
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাকিল ভাই বইমেলারে ভালা পাই,কিন্তু হাতে একটা টাকাও নাই।তাই দূরে দূরে থাকতে চাই্।