বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
যাচাই-বাচাই করা লিস্ট থেকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এখন অনলাইন থেকে তোলা যাচ্ছে। আমার কাছে অনলাইনে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট প্রিন্ট করার ব্যবস্থাটি খুব ভালোলেগেছে। এতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের পিয়নদের ইনকামে একটু ভাটা পরলের। আমাদের মতো সাধারণদের ভালো হয়েছে। এখন সার্টিফিকেট হারাবার কোনো ভয় নেই আবার কেউ ভুয়া সনদে চাকুরী বা অন্যকোনো সুবিধা পেতে চাইলে সহজেই সনাক্ত করা যাবে।
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার প্রাণপ্রীয় বাংলাদেশ খুব শিষ্র বিশ্বে মাথা উচু করে দাঁরাবে।
মুক্তিযোদ্ধার সনদ পেতে এখানে ক্লিক করুন।
হোম পেজের ডানপাশে অবস্থিত মুক্তিযোদ্ধা অনুসন্ধান লিংকটিতে ক্লিক করুন অথবা সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী ছবিটিতে ক্লিক করুন।
প্রদর্শীত অপশনগুলো থেকে আপনার বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন অথবা, আপনার গেজেট নম্বর অথবা, মুক্তিবার্তা নম্বর অথবা, প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ নম্বর অথবা, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর
এর যেকোন একটি দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করুন
এবার উপজেলার সব মুক্তিযোদ্ধার লিস্ট দেখাবে।
দ্রুত খুঁজে পাবার জন্য বাংলা ইউনিকোডে সার্চ করুন। এখানে নাম বা পিতার নাম দিতে পারেন।
খুঁজে পাবার পর ক্লিক করলেই মুক্তিযোদ্ধার ছবি সহ সব ডাটা দেখাবে।
এবার প্রিন্ট করে নিন।
এবার এই প্রিন্ট কপিই মুক্তিযোদ্ধার সনদ হিসেবে ব্যবহার করতে পারবেন।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
পোস্টের শিরোনামে ভুল আছে মারাত্বক কারন ওখানে মুক্তিযোদ্ধাদের কোন সনদ পত্র নাই। ওখানে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ডাটাবেজ তথ্য ফরম পাওয়া যাচ্ছে। ওটা সনদ নয়