আমি গত কয়েক মাস জাবত instaforex.com এ ফরেক্স করতে ছিলাম। কিছুদিন আগে আমার imergency কিছু টাকার প্রয়োজনয় পরে। তায় আমি দ্রুত টাকা পাবার জন্য LibertyResurve থেকে কিছু Doller বিক্রি করার সিদ্যান্ত নিলাম।
তায় আমি বাংলাদেশী ডলার কেনা-বেচার গ্রুপ http://www.facebook.com/groups/Bangladeshidollar/ এতে LibertyResurve Doller বিক্রয় করার জন্য add দিলাম।
এক লোক আমাকে ফোন দিয়ে বলল আমি তাকে প্রথমে Doller দিতে এবং Doller পাবার পর সে আমাকে টাকা দিবে। আমি রাজি হলাম না। সে বল্ল তাহলে সে আমাকে প্রথমে Bkash এর মাদ্যমে টাকা দিবে। টাকা Bkash এ পাবার সাথে সাথে যেন আমি তাকে ডলার দিয়ে দেয়। আমি রাজি হলাম।
কিছুক্ষণ পরে আমার ফোনে তার mobile থেকে bkash এর money confirmation এর মতো হুবহু message আসলো।
আমি জানতাম bkash এর money confirmation message সুদু bkash থেকে আসবে। লোকটি আমাকে phone দিয়ে বলে টাকা তো পেলেন এখন আমার Doller দেন। আমি তাকে বল্লাম এবাবে cheating করে আর কতো দিন???
আপনারা সবায় সাবধান>>>>>
আমি onlineman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ইনবক্সে আসা মেসেজের Sender হিসেবে কি উল্লেখ ছিল? বিকাশ গ্রাহকরা কিন্তু Send Money(*247#) অপশনের মাধ্যমে আরেকজন বিকাশ গ্রাহককে টাকা পাঠাতে পারেন।