হাতে সময় নেই তাই আজ কথা বাড়াবো না , একেবারে মূল বক্তব্যে চলে আসছি । আজ আমি টেকটিউনস এর কাছে কীছূ অণুরোধ নিয়ে এসেছি সেগুলো হল
- ১) টেকটিউনস এ নাম পরিবর্তন করার অপশনটা মূছে দেওয়া হোক, কারণ ধরুন আজ আমি মানুষ নামে টিউন করছি এবার কাল যদি Swordfish নাম নিয়ে আর Swordfish এর একটা ছবি আপলোড করি তাহলে অনেকেই আমাকে Swordfish মনে করবে । এতে করে Swordfish ভাই এর সাথে ঝামেলা হবে আর উনি আমাকে ব্যান করে দিবেন (এটা পুরোটাই কাল্পনিক , কোনটাই সত্যি নয়)। তাহলে লাভ কি হল ? আমি ব্যান খেলাম ! আমার মনে হয় এর থেকে নাম পরিবর্তন করার অপশনটা মূছে দেওয়া হলে অনেক ভাল হয় । আশা করি আপনারাও আমার সাথে সহমত হবেন ।
- ২) টেকটিউনস এ Notification অপশনটা যোগ করা হোক নাহলে আমরা যারা টিউন করি তারা বুঝতে পারবো না যে আমাদের টিউনে কোন প্রকার কমেন্ট পরেছে নাকি । আজ এটা আমার ১০ নং টিউন । আমি কি এবার চেক করতে যাব যে আমার ১ নং টিউন এ কোন কমেন্ট পরেছে কিনা ? ধরুন কেও খুব দরকারে আমার আগের একটা টিউন এ কমেন্ট করল কিন্তু আমি জানতে পারলাম না । এর ফলাফল কি হবে ? বেচারা (যে কমেন্ট করেছে) উত্তরটা পাবে না । তাই টেকটিউনস এর কাছে আমার অনুরোধ এরকম একটা অপশনটা যোগ করা হোক । আশা করি সবাই আমার সাথে সহমত হবেন ।
- ৩) কমেন্ট করার পর এডিট করার অপশনটা যোগ করা হোক নাহলে কমেন্ট করতে গেলে ভুল হয়ে গেলে বা কমেন্টে কোন লাইন বাদ পরে গেলে আবার নতুন করে কমেন্ট করতে হয় ।
- ৪) কমেন্টে ছবি যোগ করার অপশনটা দেওয়া হোক নতুবা কাওকে কোনো কিছু বোঝাতে গেলে বেশ সমস্যার সম্মুখিন হতে হয় । এই ধরুন না গতকাল ই আমার একটা টিউন এ ব্ল্যাক ড্রাগন ভাই কমেন্ট করেছিলেন , কিন্তু যেহেতু ছবি সাপোর্ট করে না তাই তিনি আমাকে ব্যাপারটা বোঝাতে পারলেন না । আমি শুধু আমার কথাটা বললাম , অনেকেই আমার মত এই সমস্যার সম্মুখিন হয়েছেন ।
- ৫) টেকটিউনসে টিউন ডিলিট করার পর সেটা ডিলিট করার কারন জানাবার অপশনটা যোগ করা হলে ভালো হয় , নাহলে আমরা বুঝতে পারি না ঠিক কি কারনে টিউনটা ডিলিট করা হল ( যদিও টিউন ডিলিট আমাদের নিজেদের দোষেই হয় ) ফলে পরবর্তীতে আবারও সেই ভুল হবার সম্ভবনা থাকে ।
আশা করি আপনারা প্রত্যেকেই আমার সাথে সহমত হবেন । আপনাদেরও অনুরোধ করছি কমেন্ট করার জন্য কারন একজনের কথায় কখনো কিছু সম্ভব নয় আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আশা করি টেকটিউনস কথা রাখবে । ধন্যবাদ ।
আরো আছে।নিজের অপ্রাসঙ্গিক কমেন্ট মুছে ফেলার অপশন,নিজের নিকনেম সকল পোষ্ট ও কমেন্ট এর ক্ষেত্রে চেন্জ করার অপশন।আপনার সাথে আমার ইচ্ছাগুলো সম্পূর্ণ মিলে গেল 😀 😛