মস্তিষ্কের কতটুকু আমাদের কাজে লাগে? সারা জীবনে মাত্র ১০% ?

মস্তিষ্ক হচ্ছে যেকোন প্রাণীর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সংক্ষেপে সিপিইউ। প্রসেসর, র‍্যাম, রম যাই বলুন না কেন, সব ধরণের কার্যক্রমই এখানে নিয়ন্ত্রিত হয়। মানব মস্তিষ্কের গঠন এবং ক্ষমতা নিঃসন্দেহে অনেক বেশি। কিন্তু এক জীবনে তার কতটুকু ব্যবহার করতে পারি আমরা?

কেউ কেউ হয়ত ভাবেন আমরা আমাদের মস্তিষ্কের মাত্র ১০ শতাংশ কাজে লাগাতে পারি। আর বাকী ৯০ শতাংশ থেকে যায় অব্যবহৃত। কিন্তু সময়ের বিবর্তনে এসব ধ্যানধারণা ভুল বলে প্রমাণিত হয়েছে। আসলে আমরা যখন কোন সামান্য হাত মুঠ করে ধরার মত সহজ কাজও করি তখনও ব্রেইনে ১০% এর বেশি লোড পরে। এমনকি কিছু না করে শুধু অলস সময় কাটালেও মস্তিষ্ক ঠিকই সক্রিয় থাকে। কেননা আমাদের শরীরের মধ্যে যেসব অনৈচ্ছিক পেশি আছে (উদাহরণস্বরূপ হৃদপেশি) সেগুলোতে সঠিক নির্দেশনা দিতে মস্তিষ্কের বিকল্প নেই।

আমাদের স্নায়ুকোষগুলো বেশ ভালোই “রিসোর্স হাংরি”; এরা শ্বাসের সাথে গৃহীত অক্সিজেনের প্রায় ২০% নিয়ে থাকে। আর রক্তের গ্লুকোজ তো তাদের খাদ্য তালিকায় আছেই!

পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে 🙂

Level 0

আমি আরাফাত বিন সুলতান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

🙂

ধন্যবাদ ভাই