Admin এর দৃষ্টি আকর্শন করছি।

আমি আপনাকে একটি hosting সম্পর্কে বলব

Hostingটি হল Europe এর।এবং এটি Intel® Core2 Quad processor সমৃদ্ধ Dedicated server।এর জন্য বছরে আমাকে দিতে হবে ১,২২,০০০ টাকা।তো আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশের যেকোন Server থেকে এটি উন্নত মানের।Server এর বিস্তারিত নিম্নে দেওয়া হল।

[8x Dedicated server] Currently Server is a VPS.
* Better use of resources
* Best Hardware [12GBRam+8GB Shared]
* Best as to other services
* Improved stability and performance
* Falls to zero
* Firewall will not IP blocked easily
* Administration does not require root.
* Each account can use up to 25% CPU
* up to 130 000 queries per hour MySQL

তো Load এ time নেওয়ার কারন হয়তোবা আপনার সার্ভার।ADMIN আপনি আমার কাছ থেকে Hosting নিয়ে ব্যবহার করে দেখতে পারেন।

আমরা কিছু দিনের মধ্যেই Hosting service টি চালু করতে যাচ্ছি।

এবং আমাদের ইচ্ছা কম মূল্যে Hosting দেওয়া।যার ফলে সবাই যেন website এবং internet এর আওতায় আসতে পারে।

টেকি বন্ধুদের দোয়া এবং মতামত চাচ্ছি।

Level 0

আমি শারিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব তাড়াতাড়ী সফলতার অপেক্ষা করছি

ধন্যবাদ‍‌ ।

Dekha jak admin ki kore. 😉

tune ti likhte translator use korechen ki? korle ki?

ভালো তবে নিজের ঢোল নিজে পিটানো হল চালু করেন আমি ৫গিবি একটি প্যাকেজ নিবো দাম টা জানাবেন প্লিজ

    ভাই যাই বলেন আপনাদের দোয়া চাই।আপনাদের ভাল সেবা দেওয়ার জন্যই এত কিছু।

    ৫জিবি=৩০০০টাকা সাথে .com ডোমেইন ফ্রি।

    আমি আপনাকে ৫জিবি ২৮০০টাকাতে দিবো।

    মেহেদী.কম.বিডি ভাই,
    তাতে কি উপরের সুবিধাগুলো আছে।ভাই যেখান থেকেই hosting নেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন।বিস্তারিত আপনি হাসান ভাইয়ের ব্লগে দেখতে পারেন।
    http://bn.jinnatulhasan.com/2009/07/951

    My Server Info

    * Supermicro X7DWU Motherboard
    * 2 Xeon E5410 CPUs, 2.33 GHz each, 8 core
    * 2 memory sticks, each stick is 4 GB, DDR2, ECC Fully Buffered memory (total 8 GB)
    * 2U SuperMicro chassis with 8x 3.5″ Hot-swap SAS/SATA HDD bays and 700W redundant power suppyl and, 3x 80mm 6300 RPM fans
    * 500 GB SATA II WD HDDs in RAID1’s, each RAID1 is capable of about 200 IO per second and about 90 MB/s.
    * 32 GB Intel X25-E SSD handling all MySQL Databases and all high IO operations on the server
    * IPMI 2.0 card with KVM over IP (in case our KVM or PDU switch fails)

    ৫ জিবি কি রিসেলার প্যাকেজ নাকি একটা মাত্র ডোমেইন হোস্ট করা যাবে

    আমার ৫ গিবি একটি আছে। একটি ডোমেইন ব্যাবহার করা যায় । তাও আবার cPanel এ FTP আকাউন্ট সাপট করে না ad-on Domain সাপট করে না। তাই আমার WHM accelerator লাগবে।

    Amin Mehedi ভাই,
    ৫জিবির এই প্যকেজ হল Shared Hosting সাথে Domains Supported=Unlimited
    আর ৫জিবি Reseller Hosting ৩৫০০টাকা

    মিমন ভাই,
    আমি আপনাকে সকল সুবিধা দিতে পারব।
    WHM+Unlimited ad-on Domain+FTP আকাউন্ট সাপট+CPanel v.11.25.0

    ভাই কত টাকা লাগবে আর ব্যান্ডউইথ কত ? আমাকে মেইল করে যানাবেন আমার মেইল আইডি আপনার মেইল ইনবক্সে আছে মেইল চেক করেন

    মিমন ভাই,
    ব্যান্ডউইথ ৩০জিবি।তবে চাইলে বাড়াতে পারবেন।

Level 0

@শারীফুল ভাই,

আপনার সার্ভার যত উন্নতমানেরই হোক সেটা বড় কথা নয়। কারণ আপনি ডেটিকেটেড সার্ভারে শেয়ারড হোস্টিং চালাবেন। আপনার সার্ভারের আপটাইমটা কেমন, পেইজ লোড কত দ্রুত হবে এবং কাস্টমার সাপোর্টটা কেমন সেটা আমি মনে করি বড় বিষয়। উন্নতমানের সার্ভার হল আর সার্ভার দিনে ৩-৪ ঘন্টা অফ থাকল তখন তো আর উন্নতমানের সার্ভারে কোন কাজ দিবে না। আর কাস্টমার সাপোর্ট বিষয়ে বলব- কাস্টমার সাপোর্ট টিকিট পোস্ট করল আর রেসপন্স করলেন ১ ঘন্টা পরে তখন তো আর উন্নতমানের সার্ভারে কাজ দিবে না।

    Saleh ভাই,
    আমিতো বাংলাদেশি আর আপনি বাংলাদেশের মানুষ হয়ে টিকিট পোস্ট করবেন কেন?এ ব্যবস্থা হল বাইরের জন্য।আপনি তো mail অথবা call করবেন।আর অবশ্যই সার্ভারের আপটাইমটা অনেক ভাল।আর দিনে ৩-৪ ঘন্টা অফ থাকার তো প্রশ্নই নাই।তারপরো যে কোন সময় টেনিকাল সমস্যা থাকতে পারে।যথা সময়ে টিকিটের উওর দেওয়ার জন্য লোক নিয়োগ করা হবে।আমি আমার সাধ্য অনুযায়ি চেষ্টা করব।
    আমার সার্ভিসে Shared Hosting এর পাশাপাশি Reseller এবং Master Reseller Hosting ও থাকছে।

ভাইয়েরা আমার জন্য দোয়া করতে ভুলবেন না।
আর আপনাদের সাড়া পেয়ে ভালই লগছে।

প্রিয় টেকটিউনসবাসী আপনার চাহিদা অনুযায়ী আপনাকে hosting দিতে পারব বলে আসা করছি।

    Level 0

    শুভ কামনা রইল। তবে আমার ভাই হোস্টিং এর প্রয়োজন নাই। আর ভাই আপটাইমের কথা বলার কারণ অনেক বাংলাদেশি হোস্টিং কোম্পানিই কম টাকায় হোস্টিং দেয় কিন্তু আপটাইম ভাল পাওয়া যায় না। আর আপনি দামের বিষয়টা ভেবে দেখবেন। আপনি আপনার ব্যয় হিসাব করে হোস্টিং এর দাম রাখেন।

    Saleh ভাই,
    আপনাকে ধন্যবাদ।আমার সাইট টি তৈরি হয়ে গেলেই সকল প্যাকেজের দাম বারানো হবে।

ডোমেইন : ৬০০ টাকা
হোস্টিই :
১০০ মেগা : ৭০০ টাকা
১ গিগা : ১৫০০ টাকা
৫ গিগা : ২৮০০ টাকা

সব হোস্টিয়ে cPanel, FTP সহ সব সুবিধা পাবেন ।

    মেহেদী.কম.বিডি ভাই,
    আমার মনে হয় আপনার Server সম্পর্কে কোন ধারনাই নাই।

    ভাই গত ১.৫ বছর ধরে আমি হোস্টিং এর ব্যবসা করছি ওয়েব ডেভলপিং এর পাশাপাশি । এবং ২০০৬ থেকে আমি ওয়েব ডেভলপিং করছি । সুতরাং কম জানতে পারি কিন্তু একেবারে না জানা নয়। এবং হোস্টিং এ যারা ব্যবসা করে তারা প্রাই সবাই বাহিরের সর্ভার ব্যবহার করে ।

bises kare bangladesher jubo samajer madday akhon parjjanto internet samonda idia nay. tai ami mone kori aponader uchit internet-a Taka ayer paddati 1st- to last (ki kore ki korte habe) sabaike help kara. tai amader savar uchit adsense samporke janano. jara a bapare Dolor peyesen. tader kastheke prothom theke ai parjanto purnango akti tune asa korsi. arpor sakol hosting subidha upobhog korvo. jemon ami-e kota theke aromvo korvo bujte parsi na. amar adsense samporke khube agroh. ধন্যবাদ‍‌ ।