ফ্রিল্যান্সিং নিয়ে জাতীয় সংসদকে ভুল বুঝানোর প্রতিবাদ ও নিন্দা

আজ সকালে ঘুম থেকে উঠে প্রিয়ডটকমে "আউটসোর্সিং নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিলেন আবুল মাল আব্দুল মুহিত" শিরোনাম দেখে খুব উৎসাহ নিয়ে পোস্টটি পড়তে গেলাম ,

এটুকু পড়ে

"বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের অভিভাবক নেই বলে তাদের পক্ষে একটি আউটসোর্সিং নীতিমালা তৈরি করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রোববার ৭১ বিধিতে সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুর জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এই প্রস্তাবের কথা জানান। তিনি বলেন, বর্তমানে আউটসোর্সিং কর্মীদের কোনো অভিভাবক নেই এবং যেকোনো সময় এজেন্টরা পালিয়ে গেলে এসব কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে। আর এ জন্য সংসদীয় সাব-কমিটি গঠনের মাধ্যমে একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। "

খুব ভালো লাগলো ,সরকার বুঝি এবার আউটসোসিং এ  বিশেষ সহযোগিতার  হাত বাড়িয়ে দিবে ।

কিন্তু যখন দেখলাম ঐ সাংসদ ঐ নোটিশে  আরও লিখেছে

" এছাড়াও নোটিশে বলা হয়, দেশের লাখ লাখ গৃহবধূ, যুবক ও যুব মহিলা আত্ম কর্মসংস্থানের তাগিদে নিজ নিজ ঘরে বসে ক্লিকের মাধ্যমে লাখ লাখ ডলার আয়ের কাজ পূর্ণ উদ্যমে শুরু করেছে। যা ভবিষ্যতে গার্মেন্টস সেক্টরের রফতানি আয়ের সাথে পাল্লা দিতে সক্ষম হবে।"

লেখাটুকু  দেখে অবাক হয়ে গেলাম , যেখানে আমরা যুবসমাজ ও ছাত্রসমাজ নিজেদের মেধা ও দক্ষতা  দিয়ে প্রতি মাসে কোটি ডলার আয় করে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছি সেখানে দেশের দায়িত্বশীল ব্যক্তিরা সেই মেধার কোন মূল্যই দিতে পারলো না !!! ফ্রিল্যান্সিং মানে বুঝিয়ে দিল ক্লিকের মাধ্যমে লাখ লাখ ডলার আয়ের কাজ , সকল ফ্রিল্যান্সারদের পক্ষ থেকে আমি উক্ত ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ।

ফ্রিল্যান্সিং কাকে বলে ও মেধার সঠিক মূল্যায়ন মহান সংসদের সামনে তুলে ধরতে সাংসদদের অনুরুধ করছি , ফ্রিল্যান্সারদের কল্যাণে কাজ করবার আহবান জানাচ্ছি ।

ফেসবুকে আমিঃ এখানে

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমি তিব্র নিন্দা জানাই। এই সকল জ্ঞানহীনদের অধিনে আমরা আছি? হায় হায় রে…….
ছি… ছি… ছি…

    @Habibrubel: ধন্যবাদ

    Level 0

    @Habibrubel: মূর্খ সরকার, মূর্খ তাঁর চ্যালাপ্যালা। ধিক্কার এই সরকার কে, যে Freelancer দের জন্য সামান্য Paypal কে নিয়া আসতে পারল না Bangladesh এ। খালি মুখে বড় বড় লেকচার, ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়বো। শালারা ডিজিটাল ঠকবাজ।
    যেখানে দুর্নীতি করে নিজের পকেটে কিছু নেয়ার জায়গা আছে সেখানে তারা সবার আগেই থাকে, কিন্তু Paypal কে তো আর দেশে নিয়া আসলে সেখানে দুর্নীতি করার কোন অপশন পাবে না তাই এই বাপারে তাদের কোন মাথা বাথা নাই।

Level 0

আবুল মাল আব্দুল মুহিত ফ্রিল্যান্সিং সমপর্কে কি বুঝবে সে তো সবার মাল পালায় সে এইসব বলবে

    Level 0

    @paypal12: সব জায়গায় সাইটের লিংক দিলে হয়?

    @paypal12: এটা মুহিত সাহেব বলেন নাই , একজন সাংসদ নোটিস দিয়েছে ।

    @paypal12: আমাদের জানাতে ও বুঝাতে হবে ।

দেখেন আবার ট্যাক্স বসায় নাকি।

Level 0

ভাই,
মূল্য হীনের কাছ থেকে নিজের মূল্য আশা করেন কি ভাবে ??

Level 0

আজ পর্যন্ত paypal account চালু করতে পারল না

murkho…digtal bd gorbe….kerosin dia laptop chalaibo…tao abar kamne on korte hoi setai jane na…sob kuttar baccar tail baka…. :|]

    @damnamsogood: দয়া করে খারাপ মন্তব্য করবেন না , তাহলে আপনিও মূর্খ হয়ে গেলেন ।

MUHIT SAHEB?????? ATA KI BOLLEN ???
ATA BOLE APNI MAL THEKE TAL HOYE GELEN
HAHAHAHAHAH…………………………………………….

    @bulet prodhan: ভালকরে পড়ে বুঝে মন্তব্য করুন , এটা মুহিত সাহেব বলেন নাই , একজন সাংসদ নোটিস দিয়েছে ।

Level 0

যারা বোঝেন না ফ্রিল্যান্সিং কি তারা এ ধরণের মন্তব্য করবেন এটাই……….

    @NIRMOL: এটা ঠিক আমার মনে হয়না ফ্রিল্যন্সিং নিয়ে তাদের কোন ধারনা আছে ।

Level 0

পাগল সরকার! আমি নিজে ফ্রিলেন্সিং করি না, তবে ফ্রিলেন্সারদের প্রতি শ্রদ্ধা জানাই। সরকারের এই PTC কে Freelancing ভাবার মানসিকতায় অবাক হলাম 🙁

    @BotMaster: আসলে উনাদের সামনে পিছনে চামচামি করার লোকের অভাব নাই , অভাব শুধু সঠিক তথ্য দেবার লোক তাই ঠিক পাগল বলতে পারতেছি না , আশা করি বুঝতে পারছেন ।

এই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ ।

Level 0

আমাদের দেশের নেতাদের পাছায় বাশ দিয়ে না বুঝাইলে তারা বুঝে না.. আর তারা মেধার গুরুত্ব কিভাবে দিবে তাদের মেধা থাকলে তো মেধার গুরুত্ব দিবে….

    @Zahid: তাদের মেধা থাকলে তো মেধার গুরুত্ব দিবে

আবুল দিয়ে দেখি দেশ ভরে যাচ্ছে !!!

হায় আল্লাহ ,এখন কই যাই ।

হালার পুতেরে ধইরা বারাইতে মুঞ্ছায়… শালার গুল্যাংচার… ছিঃ

আমার তো বিশ্বাস ই হচ্ছে না! এটা বলা সম্ভব! হা হা হা। সবই সম্ভব এই বিশ্বাস না থাকলে তো অর্জন হবে না। আর হ্যাঁ মালকে একটা ক্লিক করার লিঙ্ক কেউ দিবেন প্লিজ। তাহলে আর অন্য উপায়ে টাকা ইনকাম করা লাগতো না। ঘরে বসেই……………।

    @হুমায়ুন কবির: পেপার পত্রিকা থেকে ফ্রিল্যান্সিং নামের সাথে পরিচিত , বাস্তব কোন অভিজ্ঞতা নাই ।

Level 0

মাল মুহিত একটা ছাগলের বাচ্চা…….. ছাগলের তিন নম্বর বাচ্চা…………!

    @ebookbd:আপনার মন্তব্য আমাকে ব্যথিত করলো কারন লেখাটি ভাল করে না পরেই মন্তব্য করেছেন ।

Level 0

Digital Bangladesh er Digital Minister !!!!!!

    @babupm14: এখনো হয় নাই ২০২১ সালে ডিজিটাল হবে ।

Level 0

নিজেকে খুব বর মনে করেন না , নিজের প্রোফাইল নাম তো খুব সুন্দার দেকচেন একবার |

    @Shoukhin@: আপনার কথার সারমর্ম কিছু বুঝা গেল না , উদ্দেশ্য প্রনোদিত কমেন্টস মনে হচ্ছে ।

    @Shoukhin@: লেখাপড়া সঠিকভাবে শিখে এসে মন্তব্য করা উচিৎ বানানের ঠিক নাই ।

Level 0

ভাই ওনাদের কথা বলে আর কি হবে – ফ্রিল্যান্সিং বিষয়ে তাদের তো কোন ধারনাই নাই । ওনারা যে কি কি পারে তাতো আমরা সকলেই জানি ।

হাসব না কাদব ? এই না হলে ডিজিটাল কর্তা ! ……… আসলে উনি ঠিকই বলেছেন, পাছে উনি কি বোর্ড ব্যবহার করেন না ।

Shame! Shame!

Level 0

আসুন আমরা সবাই মিলে paypal জন্য আন্দোলন করে

আমার মতো অলসও মন্তব্য করার জন্য ‘ক্যাপচা’ পূরণ করে লগ-ইন করলো। এখানে কিছু কিছু মন্তব্য আমার কাছে বেশ মজা লাগছে। TT-এর উচিত মন্তব্যে লাইক বাটন যোগ করা। আবুলদের তো পেপ্যাল দরকার নাই। ওরা ফ্রিল্যান্সারদের কষ্ট কিভাবে বুঝবে? আর এদেশের যে ডাক বিভাগ! চুরি করে মাস্টার কার্ড রেখে দেয়। দেশের হর্ত-কর্তারাই যদি চোর-ছ্যাচড়া হয়, তবে তাদের অধীন্থরা হবে না কেন?

    @ঘুমন্ত দয়াল বাবা: আপনার ঘুম ভাঙ্গাতে আনন্দ লাগতেছে ।

      @MD. RUBEL AHMED: কে বললো আমার ঘুম ভেঙ্গেছে? আমি সব সময়ই ঘুমের মধ্যে থাকি। আপনাদের কাছে যেটা ঘুম, আমার কাছে সেটা ধ্যান। আপনাদের কাছে যেটা জেগে থাকা, আমার কাছে সেটা ঘুমিয়ে থাকা। আমি সাধারণত জাগি না। যখন জাগি তখন কোন না কোন প্রলয়ংকারী কাণ্ড ঘটে যায়।

Level 0

আমার মতে ফ্রিল্যান্সারদেরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এবং এক্ষেত্রে এইসব অশিক্ষিত/জ্ঞানপাপী স্বার্থলোভী মন্ত্রীদের পুরোপুরি দূরে রাখা উচিত। এরা যেখানেই যায় সেখানটাকে কলুষিত না করে থাকতে পারেনা।

    @m.farjan: আমার মতে ফ্রিল্যান্সারদেরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত । সহমত

jekhane valo valo freelancher ra onek kosro koreo temon beshi income korte pare na, sekhane garments kormira kivebe…..!!!!!
ey lekha pore na heshe parlam na. ami er tibro ninda janai. government k freelance somporke valo vabe bujhate hobe….

Level 0

ভাই কিছুই বলার নাই। কিছু দিন আগে কোথায় যোনো পড়লাম বগেরহাটের বিটিসিএল এর ইঞ্জীনিয়ার জানে না ব্রডব্যান্ড কি, আজকে পড়লাম ফ্রিল্যান্সিং হলো ক্লিকের মাধ্যমে লাখ লাখ ডলার আয়ের কাজ তখন খুবই হতাশ হলাম, কাদের নিয়া ডিজিটাল বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছিলাম আমরা। সরকাল দলীয় ঐ সাংসদ জানেই না ফ্রিল্যান্সিং মানে কি আর সেটা নিয়াই নোটিশ করে। হায় রে পোড়া কপাল। আমি আবার ঐ সাংসদের নির্বাচনী এলাকার বাসিন্দা। ………..যতসব পাগল ছাগল দিয়া দেশ চলাতাছে।

    @Roni: নিজেরে ভাগ্যবান মনে হচ্ছে উনার এলাকার মানুষের সাথে কথা বলতে পেরে ।

Level 0

যারা বোঝে না ফ্রিল্যান্সিং কি তারা এ ধরণের মন্তব্য করবেন এটাই স্বাভাবিক। তাদের কাছে এর চেয়ে ভালো আর কি আশা করা যায়……….???

Level 0

login na korae r parlam na ….oi sala buro bham (old) kisu ki janae freelancing ki?
amar monae hoy abul 1 lakh taka ptc er hatae dohara khaisae…………

    Level New

    তাদের নির্বুদ্ধিতা দেখে , শুনে খারাপ লাগছে না । আমি আশ্চর্য হচ্ছি কেও কি করে না জেনে কোন বিষয় নিয়ে মন্তব্য আর নিয়মের
    বানী শুনায়। দেশের মান সন্মান পিষে দিয়ে , সাধারন জনগনের মুখে হাসি ফোটাবার বদলে যারা বোমা ফুঁটাতে ইন্ধন জুগিয়ে দেয়, তারা কি কখনও
    ফ্রীলাঞ্চিং বা অই জাতীয় শব্দ গুলু ঘেঁটে দেখেছে। ইন্টারনেট শ্রম বাজার যে কতো মুল্লের সে তারা বুজালেও বুজতে চায় না।
    কেননা সেখানে দুর্নীতি আর ঘুস খাওা জায় না। …… বাংলার পরিবর্তন করব একদিন নিশ্চয়।

    @shawn01721: সাঙ্গপাংরা ধরা খেয়ে থাকতে পারে ।

Level 0

নজরুল ইসলাম বাবু ফ্রীলান্সিং সম্পর্কে যা দেখেছেন তার নিজ এলাকায় তা ই নটিস দিয়েছে। বাবুর কিছু সাঙ্গ পাঙ্গ আড়াইহাজার থানায়, (বাবুর নির্বাচনী এলাকা) ৫টা কম্পিউটার নিয়া একটা দোকান নিয়া ক্লিক বিজনেস শুরু করেছিল। তাই সে ক্লিক কেই ফ্রীলাঞ্চিং বুঝে।
NB: আমি নিজে আড়াইহাজার এর, তাই এসব জানি!

    @Sabbir: সঠিক তথ্য দেয়ায় আপনাকে ধন্যবাদ ।

Level 0

আমাদের দেশের আইন প্রণেতারা যে জ্ঞানের আভাবের কারণে কত ভুল করে । জ্ঞান হীন মানুষ পশুর সমান । এখানে আমি একটুও অবাক হইনি । আপ্রতাশিত কিছু বলেনি ।

vai kharap kotha bolte hoi ,khankir polader amrai to eder vote dea ,tader khomotai pathaechi,
oder guar modhe freelancing dhukaia dimu.magir putt.

    @নারাোয়ন: ভাষা বেশী খারাপ হয়ে গেল , যেহেতু আপনারা তাদের পাঠাইছেন ।

Level 0

hayre shonar bangladesh!!! PLZ requst don’t bad comments.

    @FNF: খারাপ কমেন্টস করে আর কি হবে , তাদের বুঝাতে ও জানাতে হবে ,

কি আর বলবো? আমিও ফ্রিল্যান্সিং করি। ওরা সুধু পারে জনগনের টাকা মেরে খেতে। আমি-আপনি কিভাবে অনলাইন থেকে টাকা আয় করতেছি ওরা কি টা জানে?সব তো মুর্খের দল।টাকা মারা ছাড়া ওরা কিছু জানে নাকি? শালারা দেশ চালায়!!!

    @সাগর: এই জন্যই আমি কোনো সরকারকে সাপোর্ট করি না,বলতে পারেন ২ সরকারকেই ঘৃনা করি।আমার কাজ একটাই সারা রাত ওডেস্ক নিয়ে পরে থাকা আর সারা দিন ঘুমানো।জটিল একটা লাইফ!

    দেশের এই সব সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলতেছি-
    আপনাকে আমি ১ মাসের নেট বিল দিচ্ছি সাথে ওডেস্ক এবং ফ্রীল্যান্সার এ ২ টা একাউন্ট করে দিচ্ছি।চাইলে প্রোফাইল সাজিয়ে এবং পরীক্ষাও দিয়ে দিবো।

    *** আয় করে দেখান***

একটি ৮-১০ জনের আড্ডার কাছে পেঁৗছামাত্রই শুনলাম, ওই দেখো ভিজিটাল মন্ত্রী একা দাঁড়িয়ে আকাশ দেখছেন। কেউ বলছেন_ তিনি আকাশের দিকে তাকিয়ে কীভাবে স্যাটেলাইট পাঠানো হবে, তা নিয়ে গবেষণা করছেন। কাছে যেও না শটসার্কিট হবে কিংবা রেডিয়েশনে আক্রান্ত হবে! এক সাংবাদিক নাকি তাকে প্রশ্ন করেছিলেন_ ‘হ্যাকার’দের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন! তিনি বললেন, আমরা ‘হকার’ উচ্ছেদের জন্য খুব তাড়াতাড়ি কঠোর ব্যবস্থা নেব। শুনেই সবাই হেসে উঠল হা হা করে। আমি মন্ত্রী মহোদয়ের দিকে তাকালাম। তিনি একা দাঁড়িয়ে আছেন। কেউ তাকে সালামও দিচ্ছেন না বা কাছে গিয়ে কথাও বলছেন না।

…..সাংসদ গোলাম মাওলা রনি

ঐ সংসদে গিয়ে জিজ্ঞাস করা লাগে সবাইকে ফ্রিল্যান্সিং বলতে কিবোঝে?

Level 0

মূর্খ সরকার, মূর্খ তাঁর চ্যালাপ্যালা। ধিক্কার এই সরকার কে, যে Freelancer দের জন্য সামান্য Paypal কে নিয়া আসতে পারল না Bangladesh এ। খালি মুখে বড় বড় লেকচার, ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়বো। শালারা ডিজিটাল ঠকবাজ।
যেখানে দুর্নীতি করে নিজের পকেটে কিছু নেয়ার জায়গা আছে সেখানে তারা সবার আগেই থাকে, কিন্তু Paypal কে তো আর দেশে নিয়া আসলে সেখানে দুর্নীতি করার কোন অপশন পাবে না তাই এই বাপারে তাদের কোন মাথা বাথা নাই।

ডিজিটাল ছাগল।

ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মাল…..

Level 0

আজকেই ক্লিকের মাধ্যমে লাখ লাখ ডলার আয় করা শুরু করমু
আবুল মাল আব্দুল মুহিত সাহেবের ক্লিক কম্পানিতে যোগ দিমু
সফল ফ্রিল্যান্সার হমু 😉

Level 0

ব্যান্ডউইথ রিজার্ভ রাখে, ফ্রিল্যান্সিংরে ক্লিক মনে করে — কি যে মজা পাই, হাসতে হাসতে মইরা গেলাম । কিছু শিক্ষিত নামধারী দেশপ্রেমহীন মূর্খ কর্তাব্যক্তি লোটপাঁট করে ব্যস্ত সময় কাটায়, ওরা কখন কি বলে, কি করে / কি করবে কিছুই জানেনা । এদের কাছে কিছু আশা করিনা । এমনকি আমরা নিজেরাও নিজেদের কাছে কিছু আশা করার যোগ্যতা রাখিনা ।

Level 0

হায় রে আবাল মাল মুহিত………………………। এই সব আবাল ডিরে pablic যে ক্যা ভোট দে বুজি না………………।।

Level 0

কেউ যদি বলতে না পারে সে বলবে না। কিন্তু আবল-তাবল বলার দরকার কি। দেশটার বারোটা বাজিয়ে এবার ফ্রীল্যান্সারদের বারোটা বাজানোর ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছে। হায়রে কপাল কই যাই………..