টেকটিউনস এ অনেক মানুষ আছে যারা শুধু একাঊণ্ট খূলে রেখে দিয়েছে অনেকেই কোনও টিউন করেন না আর কমেন্টও করেন না । কমেন্ট না পড়ার ফলে টিউনারও টিউন করার আগ্রহ হারিয়ে ফেলেন । এই জন্য আমার মনে হয় টেকটিউনস এ টিউন করা বাধ্যতা মূলক করা উচিত এমন নিয়ম করতে হবে যাতে অন্তত মাসে একটা বা দুটো টিউন করা হয় নাহলে একাঊণ্টটা DISABLE হয়ে যাবে আর মাসে কমপক্ষে ৫ টা কমেন্ট করাটা বাধ্যতা মূলক করা হোক । আর এমন ব্যবস্থা যেন নেওয়া হয় যাতে টেকটিউনস দেখতে গেলে টেকটিউনস এ প্রথমে SIGN UP বা SIGN IN করতে হবে । আমার মনে হয় এই ব্যবস্থাটা করলে টেকটিউনস এ টিউন সংখ্যা আর কমেন্ট সংখ্যা অনেক বাড়বে এতে টিউনার ও উৎসাহিত হবেন । এই ব্যাপারে টেকটিউনস কমিটিকে চিন্তা করতে অণুরোধ করছি । ধন্যবাদ ।
আমি b.raja973। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami class 10 er student.Ami Baghmundi High School e pori.Amar bari Santaldih te.
vai proti tune a comment kortay galay to hater barota bagbe…