Rangs Limited সনি কিছু স্মার্ট ফোন এনে অনেকের মাঝে সাড়া ফেলেছে । তারা নাকি জাপান থেকে ফোন আমদানি করেছে 😀 ( সনির এখনকার সেট গুলার প্রোডাকশন হয় চায়নায় । ) বানিজ্য মেলা , বড় বড় বিলবোর্ড এ টানায় রাখছে । আবার সেট জেনুইন কিনা সেটা চেক করার জন্য অ্যাড্রেসও দিয়ে রাখছে । সেদিন বাসে আসতেছিলাম চোখে পড়ল এই অ্যাড টা বিশাল বিল বোর্ড এ । তখন ভাবলাম আসল নকল চেক করানোর জন্য এত লাফালাফি কেন র্যাংস এর । লোক জন ত এমনই কিনব । কারন এত কাল সনির স্মার্ট ফোনের জেনুইন ডিষ্টিবিটর বাংলাদেশে ছিল না । তাছাড়া এদের একটা সুনাম আছে ।
যাই হউক তারা আসল ফোন চেনার জন্য একটা সাইট এর লিঙ্ক দিছে সেখানে IMEI নাম্বার দিলে বলে দেবে সেট আসল কি নকল ।
http://103.4.144.182/sonymobile.co.jp
এটা হল সেই অ্যাড্রেস ।
দেখে মনে হচ্ছে পিওর জাপানি সাইট কারন অ্যাড্রেস এর মাঝে .jp আছে 😀 কিন্তু whois information যাইয়া দেখেন বাংলাদেশি একজন এই অ্যাড্রেস রেজিষ্টেশন করছে ।
NEXT ONLINE LTD মহাখালি । মোবাইল নাম্বারও দেওয়া আছে । এখন প্রশ্ন হল সনি মোবাইল এর ওয়েবসাইট এর মালিক কি NEXT ONLINE LTD ?
এটা সনির সাইট কোন কালেও ছিল না ।
http://www.whois.net/ip-address-lookup/103.4.144.182
বিশ্বাস না হয় উপরের লিঙ্ক এ নিজেই যেয়ে দেখেন ।
এই নিয়ে একজন সনির অফিসিল ব্লগএ পোস্ট ও করেছিল সেটাও দেখেন
http://talk.sonymobile.com/thread/93064
ফোন আমদানি করবি কর বাংগালি সহজ সরল বলে এমন মিথ্যা দিবি এটা কেমন কথা ...ওয়ালটন , সিম্ফনি ত এর চেয়ে ভাল 🙂
আমি ফাইয়াদ ইফতিখার রাফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কিভাবে প্রতারণা হল বুজলাম নাহ। হয়ত ওরা তথ্য গোপন করছে কিন্তু গ্যারান্টিতো দিচ্ছে। আর সনি এমন একটা ব্রান্ড যেটা নকল না হলে গ্যারান্টি এর চিন্তা করতে হয়না। চোখ বন্ধ করে ১০ বছর চালান যায় প্রবলেম ছারাই আর ওয়ালটন , সিম্ফনি এমন এক চিজ যে ৬মাস পর সার্ভিসিং করাতে গেলে কোন পার্টস নাই। আর আমাদের বাসার ১৬ বছরের পুরাণ সনি টিভির পার্টস এখন র্যাংগসে রাখে। ভাল জিনিসে যাদের খুত ধরার স্বভাব তাদের ভাল জিনিস ইউজ করার কোন দরকার নাই।