র‍্যাংস লিমিটেড কি সত্যিই মান সম্মত সনি হ্যান্ডসেট বাজারজাত করছে ! নাকি সবই তাদের প্রতারনা ! দেখুন তাদের ডিজিটাল প্রতারনার ধরন ।

Rangs Limited  সনি কিছু স্মার্ট ফোন এনে অনেকের মাঝে সাড়া ফেলেছে । তারা নাকি জাপান থেকে ফোন আমদানি করেছে  😀  ( সনির এখনকার সেট গুলার প্রোডাকশন হয় চায়নায় । ) বানিজ্য মেলা , বড় বড় বিলবোর্ড এ টানায় রাখছে । আবার সেট জেনুইন কিনা সেটা চেক করার জন্য অ্যাড্রেসও দিয়ে রাখছে । সেদিন বাসে আসতেছিলাম চোখে পড়ল এই অ্যাড টা বিশাল বিল বোর্ড এ । তখন ভাবলাম  আসল নকল চেক করানোর জন্য এত লাফালাফি কেন র‍্যাংস এর । লোক জন ত এমনই কিনব । কারন এত কাল সনির স্মার্ট ফোনের জেনুইন ডিষ্টিবিটর বাংলাদেশে ছিল না । তাছাড়া এদের একটা সুনাম আছে ।

যাই হউক তারা আসল ফোন চেনার জন্য একটা  সাইট এর লিঙ্ক দিছে সেখানে IMEI নাম্বার দিলে বলে দেবে সেট আসল কি নকল ।

http://103.4.144.182/sonymobile.co.jp

এটা হল সেই অ্যাড্রেস ।

দেখে মনে হচ্ছে পিওর জাপানি সাইট কারন অ্যাড্রেস এর মাঝে .jp আছে  😀  কিন্তু whois information যাইয়া দেখেন বাংলাদেশি একজন এই অ্যাড্রেস রেজিষ্টেশন করছে ।

NEXT ONLINE LTD মহাখালি । মোবাইল নাম্বারও দেওয়া আছে । এখন প্রশ্ন হল সনি মোবাইল এর ওয়েবসাইট এর মালিক কি NEXT ONLINE LTD ?

এটা সনির সাইট কোন কালেও ছিল না ।

http://www.whois.net/ip-address-lookup/103.4.144.182

বিশ্বাস না হয় উপরের লিঙ্ক এ নিজেই যেয়ে দেখেন ।

এই নিয়ে একজন সনির অফিসিল ব্লগএ পোস্ট ও করেছিল সেটাও দেখেন

http://talk.sonymobile.com/thread/93064

ফোন আমদানি করবি কর বাংগালি সহজ সরল বলে এমন মিথ্যা দিবি এটা কেমন কথা  ...ওয়ালটন , সিম্ফনি ত এর চেয়ে ভাল 🙂

Level 0

আমি ফাইয়াদ ইফতিখার রাফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা কিভাবে প্রতারণা হল বুজলাম নাহ। হয়ত ওরা তথ্য গোপন করছে কিন্তু গ্যারান্টিতো দিচ্ছে। আর সনি এমন একটা ব্রান্ড যেটা নকল না হলে গ্যারান্টি এর চিন্তা করতে হয়না। চোখ বন্ধ করে ১০ বছর চালান যায় প্রবলেম ছারাই আর ওয়ালটন , সিম্ফনি এমন এক চিজ যে ৬মাস পর সার্ভিসিং করাতে গেলে কোন পার্টস নাই। আর আমাদের বাসার ১৬ বছরের পুরাণ সনি টিভির পার্টস এখন র‌্যাংগসে রাখে। ভাল জিনিসে যাদের খুত ধরার স্বভাব তাদের ভাল জিনিস ইউজ করার কোন দরকার নাই।

    @iamnayem:

    গ্রাহককে বিভ্রান্তি মূলক তথ্য দেওয়া কি প্রতারনা না :-O আর তারা যে আসলেই জেনুইন সনির প্রডাক্ট দিচ্ছে তার নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন ? আর আমি নিজেও সনির স্মার্ট ফোন ইউস করি । আর খুত ধরা আমার অভ্যাস । কি করব ছাড়তে পারি না ।

    @iamnayem:

    আমি সনি কোন প্রডাক্ট এর দোষ দেই নি … আমি নিজেও সনি স্মার্ট ফোন ইউস করি । প্রতারনা করেছে র‍্যাংস গ্রুপ ।

    @iamnayem: বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে পণ্য বিক্রি করাও কিন্তু প্রতারণা। আমি নিজে সনি জিনিস পছন্দ করি। আমার বাসার সবচেয়ে পুরোনা টিভিটাও ১৪ বছর হয়ে গেছে, বড় কোন সমস্যা ছাড়াই। কিন্তু র্যাংস যা করছে তা মোটেও ঠিক না।

    Level 0

    @iamnayem: ভাই আপনি মনে হয় বুঝতে পারেন নাই যে টিউনার সাহেব কি বলেছেন ?? তিনি সনি সেটের মান নিয়ে কোন প্রশ্ন করেন নাই। করেছেন এর আমদানিকারক যেসব কথা বলে সেট বিক্রি করছেন সেটা কতখানি সত্যি সেই বিষয়ে। আর কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে জনগণের সাথে প্রতারনা করে বা করার চেষ্টা করে তাহলে সেটা প্রতিহত করার অধিকার সবার আছে এবং একজন বিবেকবান নাগরিক হিসেবে এটা অবশ্যই করা উচিত।

    Level 0

    @iamnayem: ভাই আপনি মনে হয় বুঝতে পারেন নাই যে টিউনার সাহেব কি বলেছেন ?? তিনি সনি সেটের মান নিয়ে কোন প্রশ্ন করেন নাই। করেছেন এর আমদানিকারক যেসব কথা বলে সেট বিক্রি করছেন সেটা কতখানি সত্যি সেই বিষয়ে। আর কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে জনগণের সাথে প্রতারনা করে বা করার চেষ্টা করে তাহলে সেটা প্রতিহত করার অধিকার সবার আছে এবং একজন বিবেকবান নাগরিক হিসেবে এটা অবশ্যই করা উচিত। একি কমেন্ট দুইবার করার জন্য দুঃখিত।।

Level New

ajob Bangalider boka vebe shobai khatal vangte chay. si si Rangs! Dhik rangs ke ei dhoroner kajer jonne. Bangladeshi holei ki problem silo, official amdanikrito jinish ta check korar kotha holeo ekta kotha silo. tai bole site er sheshe jp lagiye protarona. Valo jinish manush emnitei chine tobe tar jonne nokol naam neyar dorkar pore na. hayre Bangali.

ki r bolbo vi Rangs company shala Sony er Bazar ta nosto kortasche

ki r bolbo vi Rangs company shala Sony er nam ta nosto kortasche

Level 0

আমি আপনার সাথে সহমত

Amar mone hoy na beparta apnara ja vabchen ta. Tuner e shomvoboto IP address ebong data center niye kono dharona nai. http://whois.domaintools.com/103.4.144.182 dekhun. 103.4.144.182 holo ekta server/data center jar malik Next Online Limited. Rangs hoyto shekhane tader IMEI check korar service ta host koreche. Eta hotei pare, karon jehetu Rangs shudhu matro bangladeshe handset sell korche, so banglaeshi server use korata better. Ekhono amader deshe smart phone user temon vabe bareni ar normal phone er tulonay smart phone er sell o onek onek kom. Ei olpo kichu takar jonno Rangs tar brand image kharap korbe, eta amar bshshash hoy na.

Sony handset China te toiri holeo, Sony to ar Chinar company na. Apnar kono relative jodi USA theke iPhone pathay, apni ki shobaike evabe bolben je amar jonno China theke iPhone pathiyeche? karon shob iPhone to China tei toiri hoy.

    @গরীবের পোলা: ভাই আপনার কথা মানলাম। কিন্তু IP
    র পড়ে জাপানের ডোমেইন দিল কেন? .jp না দিয়ে .bd দিলে কি অসুবিধা ছিল? এইটা কি প্রতারনার একটা কৌশল না?

    @গরীবের পোলা:

    মন্তব্যর জন্য ধন্যবাদ 🙂

    এই ব্যাপারে আমার জ্ঞান কিছুটা হলেও আছে । যদি এই আইপি এর এগেনেস্ট এ IMEI এর ইনফো গুলা হোস্ট করা থাকে তাহলে বলতে হবে সকল সনির ক্ষেত্রে সেটা প্রজয্য ।

    ধরেন আপ্নার কাছে জেনুইন একটা সনির সেট আছে যেটা র্‍্যাংস এর কাছ থেকে কেনা না সেটার ইমি দিয়ে দেখেন সেট নট জেনুইন দেখাবে ।

    আমি ইটালি থেকে আনা সনি এক্সপিরিয়া হ্যান্ডসেট যেটার একবছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে সেটার ইমি দিয়ে দেখছি সেট নট জেনুইন দেখায় । এছাড়া মোট ছয়টা সেট দিয়ে টেস্ট করছি ।

    এর মানে কি যেখনে হোস্ট কর্ছে সেখনে র্‍্যাংসের কাছে যেসকল সেট আছে সেগুলা ব্যাতিত দুনিয়ার সকল সেটকে নকল বলবে । এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ?

    আর সনির এমন কোন কিছু থাকলে সেটা অফিসিয়াল সাইটে উল্লেখ থাকত । আর সনির ব্লগে এই নিয়ে একটা পোস্ট এর লিংক দিছি পোস্ট এ । সেখানে তারা এমন সাইটকে ডিরেক্ট ফিশিং সাইট বলে আখ্যা দিয়েছে ।

    ব্যাপারটা হয়ত বুঝতে পেরেছেন ।

      @ফাইয়াদ ইফতিখার রাফীএকদম ঠিক বলেছেন ভাই, আমার টা ও ইটালী থেকে আনা, কিন্তু 2টা সেট ই নট জেনুইন দেখায়, আমার তো প্রথমে মন টা খারাপ হয়ে গিয়েছিলো, পরে বুঝতে পেরেছি এটা শুধু ওদের সেটের জন্য, শুধুমাত্র ওদের সেট কে জেনুইন বলবে !!!

      Level 0

      @ফাইয়াদ ইফতিখার রাফী:
      এর মানে কি যেখনে হোস্ট কর্ছে সেখনে র্‍্যাংসের কাছে যেসকল সেট আছে সেগুলা ব্যাতিত দুনিয়ার সকল সেটকে নকল বলবে । এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ?

      Explanation is this. RANGS used the term “For checking ‘genuine product’ please visit….” genuine product means it comes from the proper channel(authorized distributor) and paid all the duty & taxes to the government.

      your ” আমি ইটালি থেকে আনা সনি এক্সপিরিয়া হ্যান্ডসেট যেটার একবছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে সেটার ইমি দিয়ে দেখছি সেট নট জেনুইন দেখায় । এছাড়া মোট ছয়টা সেট দিয়ে টেস্ট করছি ।” i hope now you understand why it shows not genuine but it does not mean that your handset is fake.

        @Tutul: আমার সেট যেখান থেকে আনা সেখানের সনি অরিজিনাল ডিস্টিবিউটর এর কাছ থেকেই সেট কেনা ।সেখানে আমাদের এখানকার মতন প্রতারনামুলক বিজনেস চলে না। তাও আপনার কথা মতে আমি মেনে নিলাম আমার সেট নকল ।

        এখন বলেন আমি কি করে বুঝব যে র‌্যাংগস আসল অথরাইজড ডিস্টিবিউটর ? আসল অথরাইজড ডিস্টিবিউটর হলে গ্রাহকের সাথে প্রতারনার কি দরকার ??

Rangs যে ওয়েবসাইটটা দিছে সেটা যতটা প্রতারনা তার চেয়ে বেশি নির্বুদ্ধিতার প্রমাণ। তারা বাংলাদেশের তরুণ প্রজন্ম সম্পর্কে কোন ধারণাই রাখে না।

তারা বাংলাদেশের তরুণ প্রজন্ম সম্পর্কে কোন ধারণাই রাখে না।

গুরুত্বপূর্ণ তথ্য। থ্যাংকস