একজন পরিবেশবাদি ব্লগারঃ জ়ো রম সাথে পেপাল ও ম্যাসেজের মাধ্যমে হাইতিতে টাকা পাঠানোর নিয়ম

ইন্টারনেটে পরিবেশ নিয়ে লেখার লোক খুব কমই আছে।সবাই আবার পপুলার না।যারা ইন্টারনেটে লেখালেখি করেন অধিকাংশেরই থাকে টাকা কামানোর ধান্দা।কিন্তু জ়ো রম এমন একজন মানুষ যিনি টাকা কামাতে নয় মানুষকে পরিবেশ বিষয়ে সোচ্চার করে তুলতে লেখেন।টাইম ম্যাগাজিন তাকে ২০০৯ সালের ক্লাইমেট হিরো আখ্যায়িত করেছে।

তো আসুন জ়ো রম সম্পর্কে কিছু জেনে নেইঃromm(edited)

নামঃ জ়ো রম (Joe Romm)

বয়সঃ ৪৯ বছর ।

জন্মঃ ১৯সেপ্টেম্বার,১৯৬১।

পড়াশুনাঃ পদার্থ বিদ্যায় পি এইচ ডি (ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি)

ওয়েবসাইটঃ http://climateprogress.org/

লেখার বিষয়ঃ পরিবেশ দুষণ ও এ থেকে বাচার উপায়।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত

সন্তানঃ ২জন।(ছেলে)

টুইটার প্রোফাইলঃ http://twitter.com/climateprogress

জ়ো রম ছিলেন একজন সরকারী চাকুরে।পাশাপাশি টুকটাক ব্লগিং করতেন।কিন্তু যখন এমেরিকায় হারিকেন ক্যাট্রিনা আঘাত হানে তখন তার ভাই মারা গেলে তিনি মর্মাহত হয়ে পড়েন।তিনি তখন পরিবেশ সম্পর্কে মানুষকে সাবধান করতে চান।তিনি খেয়াল করেন যে ইন্টারনেটে এ ব্যাপারে খুব বেশি লেখা হয় না।তখন তিনি এ ব্যাপারে লেখা শুরু করেন।

তখন তিনি একটি ই-বুক লেখেন যার নাম Hell and High Water। তিনি চিন্তা করলেন যে এভাবে হবে না নির্দিস্ট জায়গা লাগবে যেখান থেকে লোকজন প্রতিদিনের লেখা পড়বে।তখন বানান তার সাড়া জাগানো সাইট climateprogress.org

কাজ গুলো যে তিনি খুব সহজেই করতে পেরেছেন তা ভাবাটা বোকামি হবে।পরিবেশ নিয়ে লেখতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার হয় যা রমের ছিল না।ফলে প্রথম দিকে তার কিছুটা সমস্যা হত।কিন্তু তার কর্মদক্ষতা আর অধ্যাবসায় এর বলে তিনি এই সমস্যা থেকে মুক্তি পান।

এখন ব্লগিং করে তার দৈনিক ইনকাম হয় ৫০-৬০ ডলার।তিনি এই অর্থ নিজের কাজে ব্যবহার করেন না।এই টাকা তিনি পরিবেশ দূষণ রোধ বিষয়ক সংস্থাকে দান করেন।

তাই আজ পর্যন্ত তিনিই পরিবেশ বিষয়ক সফল ব্লগার।

আমরা কি জ়ো রমের মত হতে পারি না? হয়তো না।আবার হ্যা।অনেকেরই নিজস্ব ব্লগ সাইট আছে।সেখানে যদি অন্তত একটা পোস্ট দেই পরিবেশ দুষণ সম্পর্কে তাহলে অনেকেই সচেতন হতে পারবে।

ঘরে বসেই হাইতির জন্য কিছু করতে চান?

ঘরে বসেই হাইতির জন্য আপনি চাইলে কিছু টাকা পাঠাতে পারবেন।

পেপাল সিস্টেমঃ

মারসিকক্রোপ ওয়েবঃ https://donate.mercycorps.org/donation.htm?DonorIntent=Haiti+Earthquake

ইয়েলে হাইতিঃ https://co.clickandpledge.com/advanced/default.aspx?wid=23093

সাইট দুটি থেকে এমাউন্ট টি পেপাল থেকে দিতে পারবেন।

এছাড়া ম্যাসেজ সিস্টেম আছে । সেটা বাংলাদেশ থেকে হবে না।বাহিরের সব কাউন্ট্রি থেকে হয়।

ম্যাসেজ সিস্টেমঃ

ইয়েলে হাইতিঃYELE” to “501501”

রেড ক্রসঃHaiti” to 90999

ম্যাসেজটি পাঠাতে যে পয়সা কাটবে সেটা হাইতিতে পাঠানো হবে।

Level 0

আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি টাকা পাঠাতে পারব না তবে দোয়া করি। আল্লাহ তাদের সহায় হবেন।