একটি সচেতনতা মূলক টিউন ! যারা নিজের নতুন সাইটের হোস্টিং নেয়ার কথা ভাবছেন, তারা একবার অবশ্যই দেখুন ।

এটি আমার তৃতীয় টিউন । আমার দ্বিতীয় টিউনটি আমার বোকামির কারণে পেন্ডিং রাখা হয়েছে, এর

কারণে প্রথমেই আমি সিনিয়র ব্লগার আর মডারেটরদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আশা

করি আগামীতে আর এই ভুল হবে না ।

এখন আসছি অতি গুরুত্বপূর্ণ একটি টপিকে, এটা নিয়ে আগেও বহু টিউন হতে পারে কিন্তু যেহেতু এটি

একটি সতর্কতামূলক টিউন তাই আমার মনে হয় কাউকে বার বার সচেতন করা খুব দোষের কিছু নয় ।

টিটিতে এবং এর বাইরে অনেক এক্সপার্ট ওয়েব ডেভেলপার আছেন যারা দিন-রাত সমান করে নিজের

অথবা ক্লায়েন্টের জন্য নিজের মেধা আর দক্ষতার পরিপূর্ণ সম্মেলন ঘটিয়ে একটি সুন্দর এবং মানসম্মত

ওয়েবসাইট অথবা ব্লগ তৈরি করেন । এরপর এই সাইটের হোস্টিং ও ডোমেইন নেয়ার জন্য ভালো কোন

হোস্টিং প্রোভাইডারের কাছে যান । হোস্টিং কোম্পানি গুলো হয়ত তাদের নানা ধরনের প্রলোভন দেখায়,

খুব সস্তায় ভালো মানের হোস্টিং আর আনলিমিটেড ব্যান্ডউইথ আরো নানা ধরনের কথা বলে । সাইট

তৈরি কারী তাদের এই ধরনের কথা শুনে অনেক সময় তাদের কথায় ভুলে তাদের কাছ থেকেই হোস্টিং

আর ডোমেইন নেন । কিন্তু তারা তখন বুঝতেও পারেন না তাদের সাধের সাইটের কি অবস্থা হতে যাচ্ছে ।

কিছুদিন পর সাইট এডমিন তার সাইটের সার্ভারে সেবা বহির্ভূত কিছু কর্মকাণ্ড দেখতে পান যেমন, সাইট

দেরিতে লোড হওয়া, হঠাৎ করে Bandwitdh Limit হয়ে যাওয়া সহ আরও নানা সমস্যা । তখন সাইটের

মালিক হন্যে হয়ে হোস্টিং কোম্পানির মালিকের পিছনে ঘুরতে থাকেন কিন্তু হোস্টিং মালিক তাকে নানা

ধরনের তালবাহানা দেখাতে থাকে । এর শেষ পরিণতি কোথায় হয় জানেন আপনারা ? একদিন দেখা যায়

তার সাইটের হোস্টিং কোন প্রকার নোটিশ ছাড়াই সাসপেন্ড করা হয়েছে । তখন সাইট ওউনারের অবস্থা

টা একবার চিন্তা করুন কেউ । পরে কারণ হিসেবে সেই হোস্টিং মালিক দেখায় যে তার সাইটে ইলিগেল

কনটেন্ট পাওয়া গেছে যার কোন সুনির্দিষ্ট প্রমান উনি দেখাতে পারেন নি । সাইট মালিক হয়ত তার ওপর

আস্থা রেখেই নিজের সাইটের কোন ধরনের ব্যাক আপ রাখেন নি (বোকামি হয়েছে অবশ্য) ।

কিন্তু তার প্রায় ২০-২৫ দিনের পরিশ্রমের ফসলকে যখন এভাবে নিশ্চিন্হ করে

দেয়া হয় তখন সে ডেভেলপার বা সাইট মালিকের মনের অবস্থা কোন ভুক্তভোগী ছাড়া কাউকে বোঝানো

সম্ভব না । যদিও আমি মাত্র ওয়ার্ডপ্রেস শিখছি এবং কোন প্রফেশনাল কাজে এখনো হাত দেয়ার মত

পর্যায়ে আসিনি, কিন্তু কিছুটা কষ্ট আমারও লেগেছে ।

এতক্ষণ আমি আমার একজন ভুক্তভোগী শুভাকাঙ্ক্ষী বন্ধুর কথা বললাম । যিনি এখন সান্তনা হিসেবে

এতোটুকুই চান যে, তার মত আর কেউ ভুক্তভোগী না হোক । এবং এ ধরনের ভণ্ড হোস্টিং প্রোভাইডার

দের বিরুদ্ধে আমাদের একজোট হওয়ার আহবান করেছেন । কিছু ভণ্ড ও অদক্ষদের কারণে অনেক

ভালো হোস্টিং প্রোভাইডারদের ওপরও মানুষ আস্থা  হারাচ্ছে, এর বিরুদ্ধে আমরা যদি তড়িৎ কোন ব্যবস্থা

না নেই, তাহলে আরও অনেক প্রতিভাবানদের প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে । দক্ষ আর অভিজ্ঞ

সৎ লোকেরা যদি এ পথে এগিয়ে আসে তাহলে অনেকে নিজের পরিশ্রমকে বাঁচাতে সমর্থ হবেন । কথা

গুলো খুব কষ্ট নিয়ে লেখলাম, লেখায় ভুল হতে পারে । আর যদি কেউ আমাকেও ভুক্তভোগী মনে করে

থাকেন তাহলেও আমার কোন আপত্তি নেই ...... ।

Level 0

আমি আরিফুজ্জামান রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি কে প্রচুর ভালোবাসি । তাই এখানে আসা । সায়েন্স-ফিকশন প্রিয় সাবজেক্ট আমার । টেকনোলজির মাধ্যমে ক্রিয়েটিভ কিছু করার খুব তীব্র ইচ্ছা পোষণ করি । বাংলাদেশকে টেকনোলজিতে এগিয়ে নিয়ে যেতে আমি সর্বদা প্রস্তুত ও ওয়াদাবদ্ধ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইট দেরিতে লোড ক্লায়েন্ট এর ওয়েবসাইট টেম্পলেট বা কোডিং এর কারনেও হতে পারে , তাছারা Bandwitdh Limit হলে তো প্রোভাইডারের কোন হাত নেই , আর প্রোভাইডার নোটিশে বা বিনা নোটিশে সাইট সাসপেন্ড করতেই পারে , যদি ক্লায়েন্ট প্রোভাইডারের টস ব্র্যাক করে । তবে অবশ্যই প্রোভাইদারের উচিত ক্লায়েন্ট এর ভুল ধরিয়ে দেওয়া এবং সলোউশন দেওয়া ।

কিন্তু সাসপেন্ড করার একটা লিগ্যাল কারণ তো থাকতে হবে । উনি সেটা দেখাতে পারেননি, বার বার বলছেন যে সাইটে ইলিগ্যাল কনটেন্ট পাওয়া গেছে । কিন্তু উনাকে যখনই জিজ্ঞেস করা হয় উনি নিরুত্তর থাকেন । সাসপেন্ড করেছেন ভালো কথা, কিন্তু সাসপেন্ড করার আগে ইলিগ্যাল কনটেন্ট টার ডিটেইলস ইমেইল করে ওয়ার্নিং করে দিলেই পারতেন সেটা তিনি করেননি । ইলিগ্যাল কনটেন্ট হিসেবে পরে তিনি যে ফাইলটার কথা অনেক চাপাচাপির পর বললেন সে ধরনের কোন ফাইল কখনো আপলোডই করা হয় নি । পরে যখন উনি কথায় আর প্রমানে ধরা খেলেন তখন বলা শুরু করলেন যে ফাইল নয় শেল পাওয়া গেছে সাইটে । এবং শেষে বলতে লাগলেন দুটোই পাওয়া গেছে । এর মানে কি ? আমাকে কি এর কোন যুক্তি দেখাতে পারেন ভাই ? @> বিপুল বিডি

    Level 2

    @Dark Prince: amar poricito ekjon ase j hosting provide kore, kintu user k tar parppo bandwidth dei na. karon se ei bandwidth tar koekta personal website a use kore. jemon radio, Traffic Exchange. Tai dekhe sune kena dorkar. 😉

গাইডলাইন থাকলে ভাল হত।