আমাদের কম্পিউটার গুলো নস্ট হবার একটি মূল কারণ হল ভাইরাস।আমরা যদি এইসব ভাইরাস সম্পর্কে কিছু জানি তাহলেই বাচা যাবে।তো আসেন কয়েকটি ভাইরাসের কাজ ও কিভাবে এদের প্রতিরোধ করা যায় সে সম্পর্কে কিছু জানি।
ভাইরাস সমূহ:
. ন্যান্সি
২. পিটিএইচ টুলকিট
৩. পল্টারজিস্ট
৪. মাল্টি পাস রিকভারি
৫. ডিসকভারি লাইভ
১.ন্যান্সি :
এটি ডায়ালার ধরনের একটি মারাত্মক প্রোগ্রাম,উইন্ডোজভিত্তিক সব অপারেটিং সিস্টেমে এটি সংক্রমিত হয়।
এটি সংক্রমিত হলে sys.exe , snss.exe, sRs9.exe নামে তিনটি exe ফাইল তৈরি হয়।
বাচতে হলে কম্পিউটারটি রিস্টার্ট করে বায়োস পার হবার সময় F8 বাটন চেপে অপারেটিং সিস্টেমের ওএস চয়েজ মেনুর সেফ মোড অপশন থেকে সেফ মোড চালু করতে হবে।
তারপর পুরো সিস্টেম চার্জ করে ফাইলটির সব কপি খুজে বের করতে হবে।
Ctrl+A একসাথে দুই বাটন চেপে সব ফাইল সিলেক্ট করে শিফ্ট চেপে স্থায়ী ভাবে ডিলিট করতে হবে।
এবার রিস্টার্ট করলেই আপনার সিস্টেম এই সমস্যা থেকে মুক্তি পাবে।
২.পিটিএইচ টুলকিট:
এটির সাথে ট্রোজানের কোমেন্ড গুলো মিল খাওয়াই আমি মনে করি এটা খুব ভয়ংকর আপনার কম্পিউটারের জন্য।এটি আপনার কম্পিউটারের বিভিন্ন প্রাইভেট তথ্য তার বসের কাছে নিয়ে যায়।আর আপনার কম্পিউটারকে হ্যাশএর মাধ্যমে ম্যানুয়েলি ভাইরাসে এ্যাফেক্ট করে।
দূর করার জন্য জনপ্রিয় এ্যান্টিভাইরাস এভিজি দিয়ে বিদায় করতে পারেন।
৩.পল্টারজিস্ট:
এটি মূলত ক্ষতি করে ওয়েব owner দের।যারা রিমোট এ্যাক্সেস এ কাজ করে প্রতিনিয়ত তাদের জন্য এটি এক ভয়ংকর প্রোগ্রাম।এটি আপনার সিস্টেমের সিকিউরিটি এ্যাক্সেস দূর্বল করার জন্য প্রস্তুত।দূর করার জন্য জনপ্রিয় এ্যান্টিভাইরাস এভিজি দিয়ে বিদায় করতে পারেন।
৪. মাল্টি পাস রিকোভারি:
এটা নিজেকেই রিকোভারি প্রোগ্রাম হিসেবে দাবি করবে।ভুলেও কখনো এটাকে এ্যাকটিভেট করবেন না।এটি আসলে একটা স্প্যাম জাতীয় প্রোগ্রাম।এটিকে যখন আপনি এ্যাক্টিভেট করবেন,তখন সেটি আপনার সম্পূর্ণ সিকিউরিটি সিস্টেমের পাস্ওয়ার্ড রিকভারি করে ফেলবে।এর ফলে সিস্টেমের নিজস্ব কোন সিকিউরিটি থাকবেনা।
যে কেউ সিস্টেম এ্যাক্সেস করতে পারবে।দূর করার জন্য জনপ্রিয় এ্যান্টিভাইরাস এভিজি দিয়ে বিদায় করতে পারেন।
৫.ডিসকভারি লাইভ :
এটি বিভিন্ন ম্যাসেন্জার এর মাধ্যমে সিস্টেমে প্রবেশ করে।এটি পপ আপ এনাবল করে দেই,নিজেই পপ আপের মাধ্যমে অ্যাডওয়্যার সিস্টেমে প্রবেশের সুযোগ করে দেয়।দূর করার জন্য জনপ্রিয় এ্যান্টিভাইরাস এভিজি দিয়ে বিদায় করতে পারেন।
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
😛