We are Tech-Tuners:Software Review সর্ম্পকে জেনে নিন

এটা এখন পযর্ন্ত Techtunes-এ আমার ৩য় টিউন।  আমি এখানে যতটা সম্ভব বিষয়টি খোলাসা করে বলার চেস্টা করেছি, তবুও ভুল কিছু হয়ে থাকলে আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। একটু ধের্য্য নিয়ে পড়ে দেখুন………….

Software Review নিয়ে লিখতে গেলে প্রথমেই Free Software/Commercial Software-এর কথা আসে।

What is Free and Commercial Software?

Free Software

Free Software হচ্ছে সেই সব softeware যা আপনি বিনামূল্যে শুধুমাত্র আপনার কাজে ব্যবহার করতে পারবেন। এটা ঠিকই যে Free software কারও নিজস্ব নয়,

কিন্তু যেসব Company এই Free Service দিচ্ছে, তারা তাদের License Statement-এ বলছে যে, শুধুমাত্র Commercial Use ছাড়া,  আপনার কাজে আপনি যেভাবে খুশি তাদের software ব্যবহার করার সুযোগ পাবেন।

অনেক Company, তাদের Software Developing সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে, যেমন Mozilla FireFox, ইত্যাদি।আবার, অনেক Company  তাদের Software, সামান্য কিছুর বিনিময়ে (Add, Sharing, Like it, Rate it) Free-তে আপনাকে Use করতে দিচ্ছে।

Free Software Company এটাও বলছে যে, তাদের Software দ্বারা আপনার PC-এর ক্ষতি হলে তারা কোনভাবেই দায়ী নয়।

এছাড়াও আরও আছে। যাই হোক, আসলে কিন্তু Free Software দ্বারা আমরা খুব একটা লাভবান হই না। তবে Free Software টাকা উপাজর্নের জন্য ব্যবহার করা অবৈধ।

Commercial Software

Commercial Software হচ্ছে সেই সব softeware যা আপনি মূল্যের বিনিময়ে শুধুমাত্র আপনার কাজে ব্যবহার করতে পারবেন এবং Commercial software কারও নিজস্ব নয়,

যেসব Company এই Service দিচ্ছে, তারা তাদের License Statement-এও বলছে যে, Commercial Use এবং Personal Use-এ আপনার কাজে আপনি তাদের software ব্যবহার করার সুযোগ পাবেন। যেমন, Adobe Photoshop, Microsoft ইত্যাদি।

এসব Company, তাদের Software Developing সবার জন্য উন্মুক্ত করে না এবং আপনি তাদের Software-এর সুখ্যাতি-কুখ্যাতি করার অধিকার রাখেন না, যদি না তারা অনুমতি দেয়।

Commercial Company এটাও বলছে যে, তাদের Software দ্বারা আপনার PC-এর ক্ষতি হলে তারা এর দায়ভার নিবে এবং যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবে।

 

What is Software Review?

Software Review হচ্ছে কোন Software-এর(Free/Commercial) সম্পর্কে ভাল-মন্দ, সুবিধা-অসুবিধা, সামগ্রিক তথ্য, কোথায় পাওয়া যেতে পারে, ইত্যাদি বিষয়ের একটি আলোচনা।যিনি Review লেখেন তিনি সেই Software-এর কোন অংশ নিজে থেকে সরবরাহ করেন না বা, নিজেও প্রস্তুত করেন না, It’s like an Advertise.

Free Software-এর Review Free এবং এর জন্য Review-কারী কোন টাকা-পয়সা পায় না।

Commercial Software-এর Review এর জন্য Review-কারী টাকা-পয়সা পায় যদি তিনি সেইভাবে তাদের সাথে Agreement করেন

এমন কয়েকটি website -

http://www.isoftwarereviews.com/

http://www.softwarecrew.com/

http://www.softwarereviews.com/

http://www.m2review.com/

Internet-এ এরকম হাজারও website আছে যারা বিভিন্ন Software-এর উপর Review করে।

এখন আসল কথায় আসি, আমাকে একটা টিউনে প্রশ্ন করা হয়েছে যে,“Techtunes-এ Software সম্বন্ধে যে পোস্ট গুলো করা হয় সেগুলো কি? ” খুবই ভাল প্রশ্ন, আসুন দেখি ব্যাপারটা কি?

What does Techtunes do and others?

টেকটিউনসের ভাষায়, টেকটিউনস হল বাংলা ভাষায় সর্বপ্রথম, সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক সোসিয়াল মিডিয়া, সোসিয়াল ও অনলাইন কমিউনিটি ও উন্মুক্ত ব্লগিং প্ল্যাটফরম। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আসলে, আমরা সবাই টেকটিউনসে আমাদের আইডিয়াগুলো শেয়ার করি, বিভিন্ন Software-এর Review লিখি, হোক সেটা Free অথবা Commercial, আমরা চাই ছোট-বড় সবাই যাতে উপকৃত হয়,নিজেদের লাভের কথা চিন্তা করলে আমরা এখানে টিউন করতে আসতাম না।

*Note that - Commercial Software-এর Review এর জন্য Review-কারী টাকা-পয়সা পায়।

আমরা সবাই চাই, বাংলাদেশের মানুষ যাতে এইসব Technical বিষয়ে জানতে পারে, শিখতে পারে।

মূলত, এসব কিছুই আপনাদের জন্য, এজন্যেই আমরা(টিউনার) বিভিন্ন সমস্যার সমাধান, বিভিন্ন টেকনিক, গাইড, রিভিউ শেয়ার করি,

চুরি করি না, কোন কিছু সরবরাহও করি না, এখানে সবই আমাদের নিজস্ব উপস্থাপনা।

আশা করি, সবার কাছে ব্যাপারটা পরিষ্কার পেরেছি।

টিউনাররা একমত হলে কমেন্ট দিন, ভিন্ন মত থাকলে শেয়ার করুন, সাধ্যমত জবাব দেয়ার চেষ্টা করব।

Level 0

আমি Technoboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গোছালো টিউন । ভাল লাগল । ধন্যবাদ