This Tune is Only For Techtunes Family

এই টিউনটা টেকটিউনের সবার জন্য, আমরা যারা টেকটিউনে আছি, নিজেদের আইডিয়া সবার সাথে শেয়ার করি যাতে সবাই উপকৃত হয়। টেকটিউনে আমরা সবাই একটা পরিবারের মত। কিন্তু আমাদের টিউন যখন অন্য site-এ, অন্য কেউ নিজের নামে চালিয়ে দেয় তখন খুব খারাপ লাগে।

আমি টিউনটা করেছিলাম জানুয়ারি, ভোর ৬টায়,-

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/178643

১২ ঘন্টা পার হতে না হতেই দেখি আমার টিউন, কয়েকটি site-এ অন্যের নামে (এটা নাকি তাদের) post হচ্ছে।

বিশ্বাস না হলে দেখতে পারেন -

http://www.pchelplinebd.com/wap/index-wap2.php?p=45418

http://www.technomakers.com/technomakers/154

ব্যাপারটা হল, একটি বিষয়ে অনেকের ভিন্ন-ভিন্ন আইডিয়া থাকতেই পারে, সবার উচিত তা শেয়ার করা, তাই বলে অন্যের টিউন copy/paste করে নিজের নামে চালিয়ে দেয়াটা ঠিক না (সোজা কথায় চোরামি)।

আমাদের Admin-এর উচিত এসব ব্যাপারে step নেওয়া, আমি Admin-এর দৃষ্টি আর্কষণ করছি।

যেমন, টিউনগুলোর page-এ script block করা যাতে কেউ copy করতে না পারে।

কষ্ট করে আমরা সবাই টিউন করি অথচ অন্যেরা credit নেয়।

এ ব্যাপারে টেকটিউনের সবার এক হওয়া জরুরি।

Level 0

আমি Technoboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমিও আপনার সাথে একমত।

Level 2

আসলে TT সহ অন্য দুইটা ব্লগের টিউন দেখলাম। এতে যা পাথ্যক বুঝলাম তা হল Technomakers এ যে টিউনটা হয়েছে সেখানে স্কিন শট সহ টিউন হয়েছে আর @Technoboy আপনি আপনার টিউনে স্কিন শট দেননি। এবং http://www.pchelplinebd.com/archives/45418 এখানে টিউনের সাথে আপনার টিউন হুবহু মিলেগেছে তবে আপনি
pchelplinebdতে একটা নতুন একাউন্ট করে কমেন্ট এর মাধ্যমে বা সেখানে টিউন করে এর প্রতিবাদ করতে পারেন যে আপনার টিউন অমুক লোক বিনা অনুমতিতে কপি পোস্ট করেছে।

Level 0

মাহমুদ ভাই, Technomakers খালি stealthy-এর স্কিন শট যোগ করেছে, কিন্তু বাকিটা manage/copy করেছে (সেটার মধ্যেও ভুল !!!)।
তবে আপনার পরামর্শ ও কমেন্টের জন্য ধন্যবাদ 🙂

Level 0

script bondhoo kore lav hobe na , karon mouse diye select kore keybord diye copy past kora jabe …

Hello Technoboy and Techtunes family, আপনার পোস্ট টা পড়লাম। ভালও লাগল। কিন্তু একটা প্রশ্ন? বাংলাদেশ এর প্রেক্ষাপটে আপনার এই পোস্ট টা কতখানি সঠিক ও যুক্তিসঙ্গত? যদি সঠিক ও যুক্তিসঙ্গত হয় তবে, Techtunes এ Software সম্বন্ধে যে পোস্ট গুলো করা হয় সেগুলো কি? আমার প্রশ্ন হল, যারা Software সম্বন্ধে পোস্ট করেন এবং সেগুলো ফ্রী ডাউনলোড করে ব্যাবহার করার জন্য সরবরাহ করেন, সেই Software গুলো কি তাদের তৈরি নাকি পৈতৃক সম্পত্তি? যদি তাদের তৈরি বা পৈতৃক সম্পত্তি না হয়ে থাকে, তাহলে তো উনারাও চোর “আপনার ভাষ্য মতে”। চুরি তো চুরিই, তাই নয় কি? ধন্যবাদ।

    Level 0

    “বাংলাদেশ এর প্রেক্ষাপটে আপনার এই পোস্ট টা কতখানি সঠিক ও যুক্তিসঙ্গত? যদি সঠিক ও যুক্তিসঙ্গত হয় তবে, Techtunes এ Software সম্বন্ধে যে পোস্ট গুলো করা হয় সেগুলো কি?”
    আপনার প্রশ্নের জবাবে আমি একটা টিউন করেছি https://www.techtunes.io/reports/tune-id/179209
    একটু কষ্ট করে পড়ে নিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।

    ‘Mamunpaike‘ ভাই, চুরি-করা আর শেয়ার-করা এক জিনিস না।

    01. আমার টিউনে আমি কোন Software সরবরাহ করি নি,
    02. Software গুলো আমার তৈরি নয় এবং আমার পৈতৃক সম্পত্তিও নয়,
    কিন্তু কি কারণে আমার টিউনে আমি “চুরি” কথাটা Use করেছিলাম তা একটু পড়লেই বুঝতে পারবেন…………….

    ধরুন, আপনি তামিম ইকবালকে নিয়ে “প্রথম আলো” পত্রিকায় একটা কলাম লিখলেন, তার ব্যাটিং কেমন, কেমন রান করে, কেমন খেলে………ইত্যাদি,ইত্যাদি, এখন পরদিন যদি অন্য কেউ তামিম ইকবালকে নিয়ে “ইত্তেফাক” পত্রিকায় আর একটা কলাম লেখে যেখানে প্রথম থেকে শেষ পযর্ন্ত আপনার লেখা অথচ ছাপা হয়েছে তার নামে,
    আল্লাহ তা’য়ালা মানুষকে জ্ঞান দান করেছেন ভাল কাজে লাগানোর জন্য, আর এইসব মানুষেরা যখন উপরের মতন কাজ করে, তখন সেটাকে কি বলা যায় ???????????????????
    আশা করি বুঝতে পেরেছেন।

Technoboy ভাই, যে কোন script block করে আপনি কখনোই ১০০% কপি প্রটেক্ট করতে পারবেন না ! আর চোর আছে থাকবেই নিজে থেকে কেউ সচেতন না হলে এধরনের সমস্যা এড়ানো কঠিন !! দেখা যাবে টিটি’র মডারেটর টিউনটা ডিলিট করলো কিন্তু সেটা যদি সে নিজের ব্লগে প্রকাশ করে সেটা বন্ধ করবে কে ??

অতএব আমি মনে করে সচেতেন ব্যক্তিটি নিজে সচেতন না হলে এরুপ সমস্যা এড়ানো কঠিন আমাদের সবারই উচিৎ হীন-মনুষিকতা এড়িয়ে চলা ।

Level 0

pchelplinebd.com এর টিউনার ফয়সাল এর pic টা দেখেন …বেটাকে কেমন চোর চোর লাগতেসে

    Level 2

    @new moon: pchelplinebd তে বেশি টিউন বা মন্তব্য করে পুরুস্কার পাওয়া যায় তাই ফয়সাল পুরুস্কার এর লোভে হয়ত এমন কাজ করতেছে। ফয়সালতো একটা চোর।

Level 0

ভাই অমিও মনে করি এই বিষযে এডমিনের ব্যবস্থা নেওয়া উচিত।