এই টিউনটা টেকটিউনের সবার জন্য, আমরা যারা টেকটিউনে আছি, নিজেদের আইডিয়া সবার সাথে শেয়ার করি যাতে সবাই উপকৃত হয়। টেকটিউনে আমরা সবাই একটা পরিবারের মত। কিন্তু আমাদের টিউন যখন অন্য site-এ, অন্য কেউ নিজের নামে চালিয়ে দেয় তখন খুব খারাপ লাগে।
আমি টিউনটা করেছিলাম ৭ জানুয়ারি, ভোর ৬টায়,-
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/178643
১২ ঘন্টা পার হতে না হতেই দেখি আমার টিউন, কয়েকটি site-এ অন্যের নামে (এটা নাকি তাদের) post হচ্ছে।
বিশ্বাস না হলে দেখতে পারেন -
http://www.pchelplinebd.com/wap/index-wap2.php?p=45418
http://www.technomakers.com/technomakers/154
ব্যাপারটা হল, একটি বিষয়ে অনেকের ভিন্ন-ভিন্ন আইডিয়া থাকতেই পারে, সবার উচিত তা শেয়ার করা, তাই বলে অন্যের টিউন copy/paste করে নিজের নামে চালিয়ে দেয়াটা ঠিক না (সোজা কথায় চোরামি)।
আমাদের Admin-এর উচিত এসব ব্যাপারে step নেওয়া, আমি Admin-এর দৃষ্টি আর্কষণ করছি।
যেমন, টিউনগুলোর page-এ script block করা যাতে কেউ copy করতে না পারে।
কষ্ট করে আমরা সবাই টিউন করি অথচ অন্যেরা credit নেয়।
এ ব্যাপারে টেকটিউনের সবার এক হওয়া জরুরি।
আমি Technoboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমিও আপনার সাথে একমত।