আমরা দেখেছি যে, আজকাল ইন্টারনেটে অনেক প্রকার কমিউনিটি এবং সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট রয়েছে। এরই মধ্যে ফেইসবুক, টুইটার এবং বাংলাদেশের সামহোয়্যারইন ব্লগই এদের মধ্যে অন্যতম উদাহরন। তবে আমরা অনেকেই জানি না বা অনেকেই হয় তো জেনেছেন যে "পৃথিবী নেটওয়ার্ক" নামে বাংলাদেশেই একটি ওয়েব সাইট আছে যা কিনা বাংলাদেশের সর্ব প্রথম ওয়েব সাইট যেখানে ফেইসবুক, টুইটার বা সামহোয়্যারইন ইত্যাদি ওয়েব সাইট এর ফিচার গুলো একত্রে পাওয়া যাবে। তবে আমরা জানি যে, বিশ্বে এখন নানা সোস্যাল নেটওয়ার্কিং সাইট গুলোর মধ্যে ফেইসবুক ও টুইটারই তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। পৃথবী নেটওয়ার্কও একটি সোস্যাল নেটওয়ার্কিং সাইট। এটি নতুন এসেছে এবং এটির বৈশিষ্ট একটু অন্যরকম।
মানুষের মধ্যে একটি প্রশ্ন সব সময় থাকে যে "আমরা পৃথবী কেন ব্যবহার করব? ফেইসবুক আর টুইটারই ভাল" । এই প্রশ্নের উত্তর দেইয়ার জন্যই এই পোস্ট টি করলাম।
ফেইসবুকের মুল বৈশিষ্ট হল যে তারা পৃথিবীটাকে আরও খোলা ও সহজ করে দিচ্ছে। মানুষ এখন খুব সহজেই নিজেদের বন্ধু-বান্ধব ও কাছের মানুষের সাথে যোগাযোগ করতে পারছে। টুইটারের মুল বৈশিষ্ট হল যে টুইটারের মাধ্যমে মানুষ এস.এম.এস. বা অন্য অনেক মাধ্যমেই ইন্টারনেটে বার্তা পাঠাতে পারছে। এখন প্রশ্ন দারাচ্ছে পৃথবীর বৈশিষ্ট কি???
অর্থাৎ, পৃথবীর বৈশিষ্ট হল যে মানুষ পৃথবীর মাধ্যমে নিজের কথা শুধু বন্ধুদের সাথেও শেয়ার করতে পারবে এবং চাইলে পুরো পৃথবী নেটওয়ার্কের সাথেও শেয়ার করতে পারবে। এটি ফেইসবুক, টুইটার বা অন্য সোস্যাল নেটওয়ার্কগুলোতে নেই। এর মাধ্যমে আপনি নিজেকে পুরো পৃথিবীর সামনেও তুলে ধরতে পারবেন এবং চাইলে শুধু বন্ধুদের সাথে আড্ডা মারতে পারবেন। এটিই হচ্ছে পৃথবীর মুল বৈশিষ্ট। এর কারনেই পৃথবী তৈরি করা হয়েছে।
ওয়েবসাইটঃ http://www.prithbi.net
পৃথিবী নেট্ওয়ার্ক এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।
আমি www.Linkinworld.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিজিট করুন লিংকইনওয়ার্ল্ড এর জগতে... www.Linkinworld.com অথবা www.Tech.Linkinworld.com www.Prithbi.net www.Supersonichost.us
পৃথবীটার গ্রাফিক্সে প্রচুর কাজ করতে হবে । তাছাড়া কোন ব্রান্ড নিউ(যা আর কোথাও নেই) কিছু জিনিষ আনলে ভিজিটর অব্শ্যই আসবে । তবে কাজ ভালই হয়েছে, মন্দ না । সবচেয়ে বড় কথা নিজেদের স্ক্রিপ্টে কাজ হচ্ছে ।
{ অফটপিক: আপনি কি তাউসের ফ্রেন্ড বা পরিচিত নাকি ? }