আসসালামুয়ালাইকুম!!! আমি এর সবার মত একজন টেকি। আমি আজকে আমার প্রথম Tune করছি। আসলে এটা একটি সমালোচনা মূলক Tune। আশা করি ধৈর্য নিয়ে পড়বেন। প্রথম Tune তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন মূল আলোচনায় আসি।আমাদের দেশে বর্তমানে প্রযুক্তি বিপ্লব ঘটেছে যা আমাদের দেশের জন্য অত্যন্ত আনন্দের। বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ এখন প্রযুক্তির বিভিন্ন পণ্য নিয়মিত ব্যবহার করে। আমাদের মুসলিমদের অবমাননা করে যে ভিডিও বানানো হয়েছে তার ফলস্বরূপ দেশে Youtube বন্ধ করা হয়েছে। কিন্তু কোন লাভ কি হয়েছে, হয় নি। আমরা Proxi, IP Change, DNS Server Use করে Youtube ব্যবহার করছি। সরকার কিন্তু কোন সুফল এ থেকে পাচ্ছে না বরং মানুষ এই সব জিনিস ব্যবহার করে Youtube Browse করছে। আমি বলতে চাই এটা প্রতিবাদের ভাষা নয়। বাংলাদেশ যদি সত্যি মনে করত এটা মুসলিমদের জন্য চরম অবমাননাকর তাহলে তারা সরাসরি Googleকে নালিশ করতে পারত। একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের সে অধিকার আছে। যাই হোক আমার এই বিষয়ে বেশি কথা বলা ঠিক হবে না। বর্তমানে Computer Science এর বিভিন্ন বিষয় যেমনঃ Programming, Web Design & Devolopement, Graphics Design, Forex ইত্যাদি বিষয়ে Expert হওয়ার জন্য বিভিন্ন প্রঠিস্তান Course এর ব্যাবস্তা করছে। আমাদের টিটিতে এমন অনেক Tutorial আছে তাছারাও নেট এর সাহায্যে অনেকে অনেক বিষয়ে এক্সপার্ট হচ্ছে। যেহেতু ইউটিউব বন্ধ তাই এরকম একটি Website তৈরি করে দেশের মানুষকে উপকৃত করতে আমাদের একজন ভাই সেরকম একটি ওয়েবসাইট তৈরির প্রচেষ্টা চালিয়েছেন এবং তিনি সেরকম একটি সাইট তৈরি করেছেন। সাইটটির লিঙ্ক হলঃ http://www.myvclips.com/ এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিসিট করুনঃ https://www.techtunes.io/review/tune-id/176686। আমি ওই পোস্ট পরে দেখলাম অনেকে অনেক মন্তব্য করেছে। প্রায় অনেকে তাকে বলেছে ওয়েবসাইটটি তাদের ভালো লাগে নি। এছাড়াও অনেকে তাদের তৈরি করা ওয়েবসাইট টিটিতে শেয়ার করেন কিন্তু বেশির ভাগ লোক তাকে নেতিবাচক মন্তব্য করে থাকেন যেমন একজন দেশি Social Website তৈরি করল তাকে সবাই বলল এটা চলবে না। আমার প্রশ্ন হল আপনারা এমন একটি সাইট তৈরি করুন না, যা সবার পছন্দ হবে। মুখে বলা যত সহজ কাজ করা তত কঠিন। একটি সাইট তৈরিতে যে কি কষ্ট হয় তা একজন Adminই জানেন।পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যারা এমন Youtube, Facebook তৈরি করেছে তারাও কিন্তু প্রথমে বাধার মুখোমুখি হয়েছিল তাদেরও সবাই অবজ্ঞা করেছিল কিন্তু তাদের পাশে ছিল কিছু ভালো বন্ধু যার ফলে তারা আজ এতদূর আসতে পেরেছেন যা আমার থেকে আপনারা বেশি জানেন।আমাদের উচিত তাদের উৎসাহিত করা বরং আমরা তাদের প্রথমেই থামিয়ে দিচ্ছি তাহলে দেশ থেকে কীভাবে ভালো উদ্যোক্তা বেরিয়ে আসবে আপনারাই বলুন? এই ধরনের ব্লগ গুলোই তো তাদের মত প্রকাশের স্বাধীনতা দেয় শেয়ার করার সুযোগ দেয় তাই না? আমাদের এই প্রিয় টিটি কিন্তু একদিনে তৈরি হয়নি বা একবারেই এত জনপ্রিয়তা পায় নি এর জন্য প্রয়োজন পরেছে প্রচুর শ্রমের। আমাদের দেশের এই কিছু নেতিবাচক মনোভাবের লোকদের জন্য আমরা বিজ্ঞান সহ অন্যান্য শাখায় পিছিয়ে আছি। আপনারা নিশ্চয়ই গত কালকের প্রথম আলো পরেছেন তাতে নিশ্চয় দেখেছেন কোন দেশ গুলো বিজ্ঞানের বিভিন্ন পেটেন্ট & আবিস্কারে শীর্ষে, সবার প্রথমে কিন্তু সেই আমেরিকা কিন্তু আমাদের সোনার বাংলা এখানে নেই... এর জন্য আমাদের শিক্ষা ব্যাবস্তা অবশ্যই দায়ী সেই সাথে দায়ী আমাদের শিক্ষকরা যারাও এমন নেতিবাচক মনোভাবের অধিকারী। আমি জানি ছাত্ররা কোন অন্য বিষয়ে নতুন কিছু বের করলেই স্যারদের দেখাতে চায় তাদের সহযোগিতা পাবার আশায় কিন্তু সেই ছাত্রটিকে হতাশ করে দিয়ে সেই স্যার তাকে বলেন নিজের পড়ায় মন দিতে তবে অনেকে ব্যাতিক্রম আছে এটা আমি স্বীকার করি কারন তারা না থাকলে বাংলাদেশ এই পর্যায়ে আসতে পারত না।যাই হোক আমি এই নতুনদের বলতে চাই সকল প্রকার বাধা বিপত্তিকে সরিয়ে দিয়ে আপনারা আপনাদের স্বীয় মহিমায় উজ্জ্বল থাকবেন ইনশাল্লাহ...
কারণ কবি বলেছেন " ওই নতুনের কেতান উড়ে "
আমার এই পোস্টটি প্রকাশ হলে মহান আল্লাহতালার কাছে অশেষ শুকরিয়া আদায় করব। সেই সাথে Moderator ও Adminদের আগে থেকেই ধন্যবাদ জানিয়ে রাখলাম আমাকে সুযোগ দেয়ার জন্য...
আসসালামুয়ালাইকুম।
আমি মুক্ত বিহঙ্গ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I LOVE TO PLAY PC GAME
আপনার সাথে এক মত হলাম ভাই। কয়ক দিন আগের ঘটনা TT আর TP নিয়ে যা হয়ছিল তা সত্যি লজ্জার বাপার। Competition না থাকলে কোন জিনিষ এই ভাল হয় না । আর তার সাথে সাথে চাই contributor । সাইট খারাপ হতেই পারে, কিন্তু সেটা কি করে ভাল করা যায় তার সদুপদেশ না দিয়ে নিন্দা করতে সবাই এক পায়ে খারা।
আমার এই কমেন্ট পরে আনেকি আমায় তীরের বান নিক্ষেপ করবেন ১০০% জানি , কিন্তু যারা করবে তারা একমাত্র মন্দ বুদ্ধি ছারা কিছুই না ।