ফেসবুক আর ট্যুইটারে চাকরীর বিজ্ঞপ্তি দেখা যাবে

ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা ৩৫০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ফেসবুক ইতিমধ্যেই ট্যুইটারকেও কিনে নেওয়ার জন্য অক্লান্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফাইনাল ডিল করা হয়নি কারন ট্যুইটার কর্তৃপক্ষ ফেসবুকের শেয়ারের দর নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। ফেসবুক কর্তৃপক্ষ তাদের শেয়ারের যে দর জানিয়েছে, ট্যুইটার বলেছে সেই দর সঠিক নয় কারন global recession'এর ফলে শেয়ার বাজারে ফেসবুকের শেয়ারের মূল্য কমেছে। কিন্তু ডিল যেকোনো দিন ফাইনাল হয়ে যেতে পারে। অত্যন্ত জনপ্রিয় এই দুই সোসিয়াল নেটওয়ার্কিং সাইটের মালিকানা একই কর্তৃপক্ষের হাতে চলে এলে সেটা হবে দুই নেটওয়ার্কিং সাইটের মিলন এবং এই দুই ওয়েবসাইটের unique এবং common users মিলিয়ে মিশিয়ে যে পরিমানে গিয়ে দাঁড়াবে তা বেশ ভাববার মতোই হবে।

বানিজ্যিক সংস্থাগুলি ইতিমধ্যেই এই দুই ওয়েবসাইটকে যথেচ্ছভাবে ব্যবহার করতে শুরু করেছে। Pizza Hut তাদের ব্যবসার অনেকটাই চালিয়ে যাচ্ছে ট্যুইটারে, নামীদামী অনেক সেলিব্রিটিরা এইসব নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন প্রচুর ডলার কামাচ্ছেন। এইসব নিয়ে টেকটিউনসে লেখা হয়েছে অনেক। বাচ্চা থেকে বুড়ো বাকি নেই কেউই, আজকাল সব বয়েসের ব্যবহারকারীরাই আছেন এই দুই ওয়েবসাইটে। এছাড়াও আছেন নামীদামী লেখক, শিল্পী, চিত্রতারকা, খেলোয়াড় এবং রাজনীতিবিদরাও। সাংবাদিকরাও বাদ নেই। সোসিয়াল নেটওয়ার্কিং ফিভারে আক্রান্ত সবাই।

এই ব্যাপক ইউজার ডেটাবেস মাথায় রেখেই এখন বিভিন্ন কোম্পানীগুলিও চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ট্যুইটারের মাধ্যমে চাকরীর বিজ্ঞপ্তি দেওয়া হবে, এবং ফেসবুকের প্রোফাইলকেই বায়ো-ডেটা হিসেবে পড়ে নেওয়া হবে। তাই, ট্যুইটারে ফলো করতে শুরু করে দিন বিশ্বের সেরা কোম্পানীগুলিকে, নজরে রাখুন বিভিন্ন বিজ্ঞাপনগুলি - পাইলেও পাইতে পারেন অমূল্য একটি চাকুরী! জানা গিয়েছে যে বিভিন্ন ম্যানপাওয়ার এজেন্সিরাও একই পদ্ধতিতে তাদের বিজ্ঞাপন দিতে পারেন। চিন্তাভাবনা যথেষ্ট দ্রুততার সাথেই এগোচ্ছে।

ধীরে ধীরে ইন্টারনেট আমাদের জীবনের অনেকটা অংশকে নিজের দখলে নিয়ে নিচ্ছে। ভবিষ্যতে কি মানুষ স্কুল কিম্বা অফিসেও আর যাবেনা? বাড়িতেই বসে স্কুলের পড়াশুনা এবং চাকরী করবে মানুষ? আশ্চর্য কি? স্কুল কর্তৃপক্ষ এবং কোম্পানীরা তাও চাইতে পারে, অফিস স্পেসের দাম বেঁচে যাবে, বিদ্যুতের বিল বেঁচে যাবে, প্রচুর টাকার আসবাবপত্র এবং কমপিউটারের দাম বেঁচে যাবে তাতে! একটা সময় হয়তো এমন আসবে যখন ভোটাররা তাদের নিজ নিজে রাষ্ট্রের সরকার নির্বাচন করবেন নিজেদের বাড়িতে বসেই!

এইভাবে ইন্টারনেটের জয়জয়কার আরোও বেড়ে চলবে কি? আপনাদের আরো একটি তথ্য জানিয়ে রাখি, হটমেইলের প্রতিষ্ঠাতা সাব্বির ভাটিয়া খুলেছেন একটি সোসিয়াল নেটওয়ার্কিং সাইট, ApnaCircle.com! যদিও সাব্বির একাই মালিক নন সেখানে, তিনি একজন ডিরেক্টার।

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জয় বাবা! ইন্টারনেটের জয়৷

Level 0

দারুন লিখেছেন আপনি।
দিন আপনার লেখার ভক্ত হয়ে পড়ছি।
ধন্যবাদ আপনাকে।

Level New

এতো খুঁজ যে আপনি কিভাবে রাখেন।