ইতালি আসতে চান? তাহলে অবশ্যই পড়ুন!!! সতর্কমূলক টিউন পার্ট- ২

 যারা এর প্রথম পর্ব পড়েননি তারা  এখানে ক্লিক করে পড়ে নিন।

নরমাল স্পন্সরে আসলে  আপনি কাজ পান বা নাই পান কিন্তু আপনি এখানে এসে কম করে হলেও ১-২ বছরের ওয়ার্ক পারমিট পাবেন  এবং সেটি দিয়ে আপনি চাইলে ইউরোপের অন্যান্য যে কোন দেশ ভ্রমন করতে পাড়বেন সাথে বাংলাদেশেও ঘুরে আসতে পাড়বেন।এবং আপনি এখানের স্কুলে ভর্তি হয়ে ইতালীয়ান ভাষা শিখে কাজ খুঁজার জন্য চেষ্টা করতে পাড়বেন  (যদিও বর্তমানে  নরমাল স্পন্সরে ইতালি আসাটাও মহামারী কিছু না।) তার মধ্যে যদি কেঊ  কৃষি কাজের স্পন্সরে আসে তাহলে তো তার কান্না আর আফসোস ছাড়া কিছুই করার থাকবে না . উনি এখানে এসে কোন কাজ পাবে না এবং তার কোন লিগেল ডকুমেন্ট থাকবেনা … সে চাইলেও দেশে যেতে পারবেনা… যদি যেতে চায় তাহলে একবারের জন্য চলে যেতে হবে। এবং আরো অনেক সমস্যায় পড়বে।

এগ্রিকালচার সিজনাল বা কৃষি ভিসা দালালরা দুই থেকে তিন লক্ষ টাকা দিয়ে ক্রয় করে এবং তা পাচঁ, ছয়, সাত ও আট ,দশ লক্ষে বিক্রি করে। ইতালীতে আসার আগে দালাল রা বলে মাসে বাংলার এক লক্ষ টাকা রোজগার আছে কিন্তু এখানে সবই ভুয়া, প্রধান সমস্যা এখানে বর্তমানে দুই তিন বৎসর ধরে কোন ধরনের কাজ ই পাওয়া যায়না তাই ইতালীতে এসে নিজের মুল্যবান জীবন ও সময় নষ্ট করবেন না, তার সাথে বলতে চাই এই সব দালাল রা দেশের শত্রু, জাতির শত্রু ,মানুষের শত্রু । বরং সাবধান হয়ে নিজে বাচুঁন ও আপনার বন্দুদেরকে ও বাচাঁন।

আসলে খুব খারাপ লাগে যখন এখানকার নিরুপায় ভাইদের সাথে কথা বলি। তারা অনেক স্বপ্ন নিয়ে এখানে আসে, আসারপর বুঝতে পারে যে জীবনের সবচাইতে বড় ভুল করে ফেলেছে যার থেকে পিছে ফিরে যাওয়ার কোন পথ খুঁজে পায়না। অনেকের কাছে শুনা যায় যে ইতালীতে আসার জন্য তাদের একমাত্র মাথা গুজার শেষ সম্বল ভিটে-বাড়ি পর্যন্ত বিক্রি করে এসেছে এই ইতালিতে … আর এখানে এসে হয়ে যাচ্ছে সম্পূর্ণ নিঃস্ব । না পারছে দেশে ফিরতে না পারছে এখানে কিছু করতে? কি যে এক ভয়াবহ অবস্তায় আছে তা একমাত্র তাদের সাথে কথা বোলেই বুঝা যায়। এতে কিছু সংখ্যক দালাল হয়ে যাচ্ছে লাখপতি আর অসহায়রা হারাচ্ছে সব। কাজেই আমরা একটু সচেতন হলেই পারি এই চক্রের হাত থেকে দেশ কে রক্ষা করতে। আর এটি আমাদের সবার দায়িত্ব।

এখানে আর একটি কথা না বললেই নই যে শুধু দালাল দের দোষ দিলে ভুল হবে কেননা এই স্পন্সরের মাধ্যমে ইতালির সরকার আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি ইউরো যা আমরা নরমাল জনগন বুজতে পারি না। যেমন ইতালিতে আগে মানুষ বাই পথে বর্ডার পারি দিয়ে জীবনের রিক্স নিয়ে আসতো , সরকার নানা ভাবে চেষ্টা করেও এটি বন্ধ করতে পারেনি। তাই তারা চুক্তি করে এই লিগেল ভাবে ইতালিতে জনগন আনার বেবস্তা করে ।এতে লুকায়িত আছে তাদের পরিকল্পিত চিন্তা যা নরমাল জনগন বুঝতে পারে না।

এতে ওদের যা যা লাভ হয়।

১- যখন কেউ লিগেল ভাবে ইতালিতে আসতে পারবে তখন কেও আর বর্ডার পারি দিয়ে আসবে না এতে করে তাদের আর এই ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না বর্ডারে আর্মিরা নাকে তেল দিয়ে ঘুমাবে।

- ইতালিতে ইতালিয়ানরা কর্মী দের দিয়ে কাজ করিয়ে নেয় ঠিকি কিন্তু সরকারকে পরিপূর্ণ ট্যাক্স দিতো না , আর তাই তারা এই লিগেল ভাবে লোক আনার কথা চিন্তা করে এবং তারা সর্ত দিয়ে দেয় যে বাংলাদেশ থেকে কাওকে আনতে হলে সম্পূর্ণ ট্যাক্স জমা দিতে হবে অন্যথায় আনতে পারবে না , কাজেই ইতালিয়ান মালিক দের দালাল সহ সবাই টাকার লোভ দিয়ে বলে তুমি আমার লোক এনে দাও যত ট্যাক্স হয় তা আমি দিব , এতে করে সরকার আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা যা আমরা বুঝেও বুঝতে পারছি না।

- ইতালিতে একসময় বাংলাদেশীদের আলাদা মূল্যায়ন ছিল কেননা লোক সংখ্যা কম তাই যথাযথ মুল্লে কাজ করে পারিশ্রমিক পাওয়া যেত, কিন্তু তারা চিন্তা করে দেখল যদি লিগেল ভাবে আরো  বিদেশী আনা যায় তাহলে আমাদের দেশের ইতালিয়ান মালিকরা তাদের ইচ্ছা মতো কম পরিশ্রমে লোক কাজে লাগাতে পারবে এতে লাভবান হচ্ছে তাদের দেশের ইতালিয়ান মালিক পক্ষ আর সমস্যায় পরছে অসহায় বাংলাদেশী নাগরিক।

- এই স্পন্সর্ জমা দেওয়া নিয়েও তারা করে যাচ্ছে লক্ষ লক্ষ ইউরোর ধান্দা যেমনঃ ওরা প্রতি স্পন্সর্ ঘোষণা দেওয়ার সময় কোঠা উল্লেখ করে দেয় যে বাংলাদেশ থেকে ২০০০ হাজার লোক কে তারা কাগজ দিবে, কিন্তু এখানে আবেদন জমা পরছে ৫ লাখের ও বেশী। উল্লেক্ষঃ এই আবেদন জমা দিতে ১,৫০০ টাকা দিয়ে জমা দিতে হয় এবং এটি ফেরত যোগ্য নয় কাজেই যারা জমা দেই তারা চিন্তা করে যাক আমার না হয় ১৫০০ টাকায় যাবে, পেলে পাবো না পেলে নাই, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে এই ১৫০০ টাকা ৫ লক্ষ দিয়ে গুন করলে কত হয়।

- তারা খুব ভালো করে চিন্তা করেই এই কাজ গুলো করছে যেমন তারা মজা পেয়ে গেছে আর তাই তারা এখন প্রতি বছর এই স্পন্সর্ ও ইতালিতে থাকা অবৈধ লোকদের বৈধ করার জন্য আইন পাস করে যাচ্ছে কেননা ওরা জানে এতে করে এক সময় প্রচুর বিদেশী এসে জমা হবে এবং যখন তারা কাজ পাবেনা , খেতে পারবেনা এবং নানান সমস্যায় ভুগে নিজে থেকেই হয় তাদের দেশে ফিরে যাবে বা ইটালি ত্যাগ করবে আর এর জন্য তারা তাদের পুলিস প্রশাসনকে তৎপর করে দিয়েছে যাতে কেউ চাইলেও কোন অন্যায় কাজ করতে না পারে। এক কথায় ওরা খ্রিস্টানরা খুব সন্দন ভাবে বুদ্ধি খাটিয়ে এই কাজ গুলো করে যাচ্ছে কেননা এক সময় তারা জাতিসঙ্ঘের কাছেও ভালো থাকছে এ বলে যে দেখো আমরা কত মহৎ হৃদয়ের যে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় একমাত্র আমরাই বিদেশীদের নিয়ে ভাবছি …… ও এখানে আর একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি … এই যে প্রতি বছর স্পন্সর্ ও লিগেল করার নাম নিয়ে ওরা যে টাকা হাতিয়ে নিচ্ছে তা কোথা থেকে আসছে … এই টাকা আমাদের সম্পদ যা আমাদের প্রবাসী ভায়েরা নানন দেশ থেকে নিজের পায়ের ঘাম মাথায় ফেলে অর্জন করছে যা আমাদের দেশে ইন করার কথা কিন্তু দুঃখের বিষয় এই টাকা হাতিয়ে নিচ্ছে ওরা। কেননা যখনি কোন স্পন্সর্ বা লিগেল করার কোথা শুনা যায় তখনি আমরা আমাদের ভাই-বোন দের কাছে আপদার করে বসি ভাই যে ভাবেই হোক আমাকে ৫ লক্ষ টাকা দিতে হবে না হলে আমি কাজগ পাবনা … আর আমাদের ভাই- বোনেরাও তাদের ভাইয়ের কথা ফেলতে না পেরে তারা ইংল্যান্ড,আমেরিকা সহ বিশ্বে যে  যেখানে আছে সে খান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছে… তাহলে কি দাঁড়ালো এভাবে ইতালীতে পুরো বিশ্ব থেকে টাকা তাদের ফান্ডে জমা হচ্ছে। তারা আরো অনেক ভাবে অত্যাচার করছে প্রবাসীদের প্রতি তাই আমার একটাই কথা জেগে উঠো বাংলাদেশ। নিজের বুদ্ধি কাজে লাগাও আর সবাই কে জানিয়ে দাউ আমিওপারি।এক কথায় জেগে উঠো বাংলাদেশ।

ভালো লাগলে সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন কেননা এটি আপনার,আমার ও আমাদের সবার দায়িত্ব।আপনার এই কাজটির জন্য হয়তো বেঁচে যাবে অনেকের জীবন। ধন্যবাদ

এখানে ক্লিক করে  নিচের ভিডিওটি দেখে নিন

Level 0

আমি hotboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.facebook.com/info.amiopari


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার হয়েছে বস্, পরবর্তী প্রতিবেদনের অপেক্ষায় রইলাম,ধন্যবাদ

tahole ki italy te asbo na????

vai ami to italy jabo bole thik korchila…….akhn ki korboooo bolen tooooo?????? erup er onno desah erv ki obstha>??????

আপনার সতর্কতা মূলক টিউনটির জন্য ধন্যবাদ।এটা সঠিক যে বর্তমানে ইতালিতে কাজের বাজার অনেক মন্দা।শুধু বিদেশীদের জন্যই নয়,ইতালিয়ানদেরও একই অবস্থা।ইতালিতে কিছু বাংলাদেশী তথা বিদেশীদের আজকের এই মন্দায় দূরঅবস্থার প্রধান কারন হলো যখন মন্দা ছিলো না তখন অনেক মানুষ অবৈধ কাজ করতো।এতে করে সরকার বিশাল পরিমান ট্যাক্স থেকে বঞ্চিত হতো। আজকের এই মন্দা্য যখন সেই সব মানুষ কর্মহীন হয়ে পরেছে তখন সরকার তাদের দায় এড়িয়ে গেছে কারন তারা কোন ট্যাক্স সরকারকে দেয়নি।এটা ঠিক যে রোম,নাপলস,মিলান এসব শহরে বিদেশীদের দ্বারা অবৈধ কাজ করিয়ে নিতো এবং বিশাল পরিমান ট্যাক্স ফাঁকি দিতো।আসুন ইতালির উত্তরাঞ্চলের দিকে একটু নজর দেই।অবৈধ কাজ দূরের কথা এখানে একটা অবৈধ মানুষ আপনি পাবেন না।মানুষ বছরের পর বছর এখানে বৈধ ভাবে কাজ করেছে। ব্যাংক লোনে বাড়ি,কিনেছে,গাড়ি কিনেছে।আজ এই মন্দায় যখন সেই সব মানুষ কর্মহীন হয়ে পড়েছে তখন সরকার বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত।প্রতি মাসে তারা প্রায় ৯০ হাজার টাকার মত বেকার ভাতা পাচ্ছে।ব্যাংকগুলো বছরের পর বছর স্থগিত রেখেছে তাদের ঋন।যারা এতদিন বৈধভাবে কাজ করেছে এটাকে কি সরকারের সাহায্য বলবেন না তাদের প্রতি?
ইতালিতে স্পন্সর দিচ্ছে কারন এদের ভবিষ্যতে আছে একটা মহা পরিকল্পনা।সমীক্ষায় দেখা যায় ইতালির মূল জনসংখ্যা ২০৩০ সালের মধ্যে ৪ ভাগের ১ ভাগ কমে যাবে কারন এখানে জন্মের চেয়ে মৃত্যুর হার বেশী অর্থাৎ যে হারে মানুষ মৃত্যু বরন করছে জন্ম সে হারে হচ্ছে না।২০৩০ সাল নাগাদ দেশে যেন অরাজকতার সৃষ্টি না হয় কল কারখানা যেন শ্রমিক সংকটে না পড়ে সে কারনে তাদের এত মহা পরিকল্পনা।তারা চায় তাদের অর্থনীতির চাকা সচল রাখতে।
স্পন্সরের কথা বলেছেন।স্পন্সর দেয়ার মূল লক্ষ্য যদিও ট্যাক্সের মাধ্যমে কিছু আয় করা তারপরেও আসুন দেখি অন্যান্য প্রসঙ্গ।প্রতি বছর ইতালিতে প্রবেশ করতে গিয়ে প্রচুর বিদেশী মারা পড়ে।এটিকে রোধ করতে সরকারের এই স্পন্সরের পরিকল্পনা।স্পন্সরের মূল কথা হলো আপনি কাজ দিয়ে লোকটিকে দেশ থেকে নিয়ে আসছেন।অর্থাত সরকার ঘোষনা দিলো আপনি যদি মালিক ঠিক করতে পারেন মানে কাজ ঠিক করতে পারেন (মালিক আপনি নিজেও হতে পারেন) তাহলে আপনি দেশ থেকে লোক আনতে পারবেন সর্বোচ্চ ৪০/৫০ হাজার টাকা খরচের মাধ্যমে(বিমান ভাড়া বাদে)।সরকারের সুন্দর পরিকল্পনা।এখন আমি যদি ভুয়া মালিক ঠিক করে ১৪/১৫ লাখ টাকা নিয়ে একজন মানুষ নিয়ে এসে তাকে পরের দিনই কর্মহীন করে রাস্তায় নামিয়ে দেই তাহলে তার দায় কেন সরকারের উপর বর্তাবে ভাই?সরকার তো বলেই দিয়েছে কাজ দিয়ে মানুষ আনতে হবে।এখন আমি যদি ভুয়া কাজ দেখিয়ে মানুষ এনে রাস্তায় ছেড়ে দেই তাহলে দোষ আমার তথা আমাদের,সরকারের নয়।
এক সময় বাংলাদেশীরা ইতালিতে অনেক সন্মান পেতো রখন পায় না কারন এক নাম্বারে হলো অনেক প্রবাসী ভাষার ভ বোঝে না।আমরা এসেই পরের দিনই নেমে যাই ধান্দায়।অন্যান্য বিদেশীদের দেখুন তারা এসেই কিভাবে দ্রুত আগে ভাষাটা রপ্ত করে নেয়।আমরা কি পারি?এরপর রয়েছে গিবত।ধরুন ৫ বাঙ্গালী এক সঙ্গে কাজ করে।সবাই চেষ্টায় থাকে একে অন্যের নামে গীবত কয়ে মালিক পক্ষের সাথে বন্ধুত্ব করার।ফলে কিছুদিনের মধ্যের মালিক পক্ষ বুঝতে পারে আমরা বাংলাদেশীরা হিংসুটে,মূর্খ এবং কাজের চেয়ে কথা বেশী বলি।আমাদের এই অবস্থানের জন্য আমরা নিজেরাই দায়ী।ধরুন একজন বাংলাদেশী একটা কাজ ঠিক করলো ৮ ইউরো ঘন্টায়।অন্য বাংলাদেশী এসে বলে আরে দূর ওকে বাদ দিয়ে দাও আমি তোমাকে ৬ ইউরোতে লোক আনিয়ে দিচ্ছি।এভাবেই বানরের পিঠা ভাগ করতে করতে শেষ পর্যায়ে এসে গেছে।এর জন্য দায়ী আমাদের মূর্খতা এবং হিংসুটে মনোভাব।ইতালিয়ানরা কোনভাবেই দায়ী নয়।
আর একটা প্রধান কারন হলো ইতালি বর্তমানে তাদের পাশের দেশগুলো থেকে অনেক লোক নিচ্ছে।যেমন ক্রোয়েশিয়া,স্লোভেনিয়া,বসনীয়া,সার্বিয়া,রোমানীয়া ইত্যাদি।ফলে সংগত কারনে বাংলাদেশীদের কাজের বাজার ছোট হয়ে আসছে।এরা ভাষা এবং কাজে দক্ষ।আমাদের একটা কথা জেনে রাখতে হবে ভাষা হলো প্রধান অস্ত্র যা দিয়ে অনেক কিছুই করা যায়।
ইতালির এই অর্থনৈতিক মন্দা সাময়ীক।আজ বা কাল তা কাটিয়ে উঠবে।আসুন তখন আমরা সবাই বৈধভাবে কাজ করবো এই শপথ নেই।

Level 0

প্রবাসী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সময় নিয়ে এই মন্তব্বটি করার জন্ন।আপনার কথা শূনে আমার একটা কথাই বলার আছে আর সেটা হোল আপনি এখনো আবেগের ঘোড়ে বসবাস করছেন, আর আবেগ ও বাস্তব সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। আমি সবার কাছে বাস্তব ও বর্তমান নিয়ে তুলে ধরেছি। আপনি যে কথা গুলো বলেছেন তা আজ থেকে ৬-৭ বছর আগের কথা কিন্তু বর্তমান অবস্তার কথা কিছুই বলেন নি। আপনি ইতালির উত্তরাঞ্চলের কথা বলেছেন সেখানে এখন কাজের কোন সন্ধান পাওয়া যায় না । আর ইতালির এই অর্থনৈতিক মন্দা ২০০৬ থেকে শুরু হয়ে আজ ২০১৩ তে এসে এর অবস্তা অ্যারো ভয়াবহ রুপ ধারন করেছে। সবাই প্রতি বছরের শুরুতে মনে প্রানে আশা করে যে এবছর তাদের অর্থনৈতিক মন্দা ভালোর দিকে রুপ নিবে কিন্তু হচ্ছে তার উল্টো … ভালো হওয়া তো দুরের কথা এটি এখন অনেক ভয়াবহ রুপ ধারন করছে। আর ইতালিয়ান রা যদি ভালো কোন উদ্যোগ নিতো তাহলে বলতাম যে না ওরা আমাদের সাথে আছে , এর একটি বাস্তব প্রমান , যেমন ২০০৬ এর দিকে তারা ইতালিতে অবৈধদের বৈধ করার জন্য ৫০০ ইউরো দাবি করে যা তাদের দিতে হবে ইতালিতে আপনি অবৈধদের ভাবে ছিলেন বলে এটি মোতেও উচিত নয়… ওকে এটা না হয় মেনে নেওয়া যায় কিন্তু বর্তমানে তারা কি করেছে এবারের ২০১২ তে তারা এই ইতালিতে অবৈধদের বৈধ করার জন্য ১০০০ ইউরো দাবি করেছে এবং বলা হয়েছে আপনি এই টাকা জমা দিয়েও যদি আপনার কাগজ কোন ক্রমে না পান তাহলে আপনাকে এই টাকা কখনই ফেরত দিবে না। এই তাকে আপনি কি বলবেন। এরকম আরো অনেক কিছু রয়েছে যা আপনাকে বুঝাতে সারা দিন লেগে যাবে। আর স্পন্সর দিচ্ছে এখানে একটা কথা না বোললেই নই তারা এই স্পন্সর দিয়ে কোটিকোটি ইউরো হাতিয়ে নিচ্ছে বিদেশীদের কাছ থেকে কেননা যখন তারা এই স্পন্সর এর ঘোষণা দেয় টাতে শুধু আমারা বাংলাদেশীরা না সকল দেশের কোটিকোটি মানুষ ১৫ ইউরো খরচ করে জমা দিচ্ছে আর তারা এটি খুব ভালো ভাবেই লুতে নিচ্ছে। যা একটু ভালো করে চিন্তা করলেই বুজতে পাড়বেন। যাই হোক সব কথার এক কথা আবেগে না থেকে বাস্তবে আসুন । আপনি হইত অনেক দিন ধরে ইতালিতে আছেন এবং ভালো একটি প্রতিষ্ঠানে অনেকদিন ধরে লেগে আছেন তাই আপনার অবস্তা এখন ভালো তাই বলে আপনার ও আপনার এলাকার কিছু লোকের কথা না চিন্তা করে মন্তব্ব করলে হবে না। পুরো ইতালির সব গুলো নগরীর মানুষের কথা চিন্তা করে তারপর কোন কিছু বলুন। আগে অন্নান্দের কথা ভালো ভাবে যেনে তারপর কিছু বলুন। আর আমরা বাঙ্গালিরা যে খারাপ তা আমরা সবাই জানি । কিন্তু সবাই খারাপ না। কিছু সংখ্যক লোকের জন্য আজকে আমাদের সবাই খারাপ বলে। কিন্তু আমরা চাইলে এর বিরুদ্ধে রুখে দারাতে পারবো ইনশাল্লাহ ।

প্রথম কথা হলো বিশ্ব মন্দা ২০০৬ থেকে নয়,শুরু হয়েছে ২০০৮ অক্টোবর থেকে।ার আমার এলাকার কথা বললাম কি ভাবে ভাইয়া?আপ্নি তো ইতালির আইন জানেনই।আপনি যদি বৈধ ভাবে কাজ করেই থাকেন তাহলে সরকার আপনাকে অন্ততঃ২/৩ বছর বেকার ভাতা দিতে বাধ্য।আমি আমার পরিচিত কিংবা পরিচিতদের পরিচিত যাদের কাজ নেই তারা তো রাজার হালেই আছে দেখলাম।ব্যাংকের কিস্তি বন্ধ রেখেছে,সরকারী ভাতা পাচ্ছে ইত্যাদি।অনেকেই তো দেশে চলে গেছে।প্রতি ৬ মাস পরে এসে বেকার ভাতা তুলে নিয়ে আবার দেশে চলে যায়।আমি বলছি না যে কাজের অবস্থা ভালো।নতুনদের জন্য তো নয়ই এবং পুরানদের জন্যও নয়।আমি শুধু এটুকু বোঝাতে চেয়েছি যে যারা অতীতে সরকারকে ট্যাক্স দিয়ে বৈধভাবে কাজ করেছে তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে।কিন্তু যারা সরকারকে ট্যাক্স না দিয়ে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করেছে তাদের অবস্থা বর্তমানে খারাপই বলা চলে।
আসুন সবাই মিলে দোয়া করি যেন আমাদের প্রিয় ইতালি খুব দ্রুত এই বিপদ থেকে উদ্ধার পেতে পারে।

Level 0

প্রথমেই hotboy ভাই কে ধন্যবাদ …আপনার অতি মূল্যবান সময় ও অনেক কষ্ট করে প্রতিবেদনটা লিখার জন্য।
আপনার এই প্রতিবেদনটা পড়ে হয়তো অনেক অনাগত ইতালিতে আসতে ইচ্ছুকরা হয়ত সতর্ক হবে।
যাই হোক প্রবাসী ভাই যে কথা বলেছেন তাও অনেক যুক্তিবহুল। আমাদের অনেক বাঙ্গালী ভাই আছেন যারা হিংসুটে ও মূর্খ মনোভাবের,যার ফলে শুধু ইটালিতেই নয় অধিকাংশ দেশেই আমাদের বাংলাদেশের ভাবমূত্তি নষ্ট হচ্ছে।
আর একটা কথা না বলেই নয়,আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ইউরোপকে যে কি মনে করে তা বলা বাহুল্ল।অনেকেই আছেন নিজের ভিটামাটি বিক্রি করে ইউরোপে পাড়ি দেয় ।তারা মনে করে ইউরোপের যে কোনো একটা দেশে গেলেই হল।তার আরেকটা কারণ হলো দালালরা।এরা সব মিছামিছি কথা বলে বিদেশে লোক পাটায়।তবে আমি মনে করি এই দালালদের দিন শেষ হয়ে আসচ্ছে,কারণ এখন দিন যত যাচ্ছে মানুষ তত সচেতন হচ্ছে।
আর এই দালালদের কাছ থেকে বাছতে হলে দরকার তথ্য।আর এই তথ্য দিয়ে সাহয্য করার জন্য অনেক ধন্যবাদ প্রবাসি ভাইদের।আরো অনেক দেশ থেকে অনেক তথ্য দিয়ে আমাদের দেশ টাকে দালাল মুক্ত করতে সহযোগিতা করবেন এই আশা করি।

    @MR.Fuad: bojlam Naa, tune kor loo ekjon r dhonnobad d len r ekjon k; probashi Vhai er pasapasi hotboy k o Apnar thanks bolar ochit c loo; coz onar theke o apne onek tothho pai cen bole ami mone kori; tai Naa?

    Thank u very much hotboy and probashi Vhai;

sorry brother ami Apnar comment er opurer part taa kheyal kori nai; sorry and sorry

sob kisur por o bolbo jader italy te keu nei tara Italy te sponsor visa pawar sohoj upay ki? r agriculter visa te asle 1000 euro khoroch korley ki legal hoya jabe? nutuba legal hoyar sohoj ki kono path ase? o khane ki contract marriage ki bebostha ase? contract marriage korle ki legal hoya jabe? jodi jay tobe contract marriage ar jonno valo kono party ar address diyen pls

দারুন পোস্ট৤ আরো এরকম পোস্ট চাই৤ যারা প্রবাসী৤ তাদের কাছ থেকে৤ যদিও টেকি পোস্ট নয় তবুও কারণ এটা যথেষ্ঠ সামাজিক সচেতনতামূলক পোস্ট৤