গতবার স্টার কুইজ নিয়ে টিউনস করার পর আমার কয়েক জন বন্ধু হ্যান্ডসেট জিতে ছিল , শোনার পর অনেক ভাল লেগেছে কিন্তু কেউ মিষ্টি খাবার দাওয়াত করেনি !! আজকেউ সেরকম একটি খবর আপনাদের জানাচ্ছি ।
গ্রামীণফোন আয়োজন করতে যাচ্ছে গ্রামীণফোন স্টার ট্রাই নেশন মেগা ফেসটিভ্যাল। এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রামীণফোন এর স্টার গ্রাহকরা বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এর অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈশিষ্ট্য, কৃষ্টি-কালচার, খাবার, নৃত্য ও সংগীত উপভোগ করতে পারবেন। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ তিন দেশের কালজয়ী তিন শিল্পী - বাংলাদেশের নগর বাউল জেমস, পাকিস্তানের শাফকাত আমানত আলী এবং ভারতের সনু নিগম এর একই মঞ্চে উপস্থিতি।
অনুষ্ঠানটি আয়োজিত হবে আগামী শুক্রবার, ২৮ শে ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। এই অনুষ্ঠানটি বিশেষভাবে শুধুমাত্র গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য আয়োজন করা হয়েছে।
নির্দিষ্ট এস.এম.এস 9000 পোর্টে পাঠিয়ে গ্রামীণফোন স্টার গ্রাহকগণ এই অনুষ্ঠানের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রণপত্র নির্বাচিত গ্রামীণফোন সেন্টার থেকে সংগ্রহ করে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। রেজিষ্ট্রেশন এর সময় পছন্দের গ্রামীণফোন সেন্টার নির্বাচন করে দিতে হবে। উদাহরণ: আপনি যদি আপনার আমন্ত্রণপত্রটি সিলেট গ্রামীণফোন সেন্টার থেকে সংগ্রহ করতে চান তবে SYL লিখে 9000 নম্বরে এসএমএস করুন (২ টাকা + ভ্যাট প্রযোজ্য)।
নিম্নে রেজিষ্ট্রেশন এর কোড সমূহ দেয়া হল:
ক্রমিক # | নাম | রেজিষ্ট্রেশন কোড |
---|---|---|
1 | GPC Mirpur | MIR |
2 | GPC Motijheel | MOT |
3 | GPC Gulshan | GUL |
4 | GPC Farmgate | FAR |
5 | GPC Dhanmondi | DHA |
6 | GPC GEC, Nasirabad | GEC |
7 | GPC Agrabad | AGR |
8 | GPC Comilla | COM |
9 | GPC Rajshahi | RAJ |
10 | GPC Rangpur | RAN |
11 | GPC Bogra | BOG |
12 | GPC Dinajpur | DIN |
13 | GPC Khulna | KHU |
14 | GPC Jessore | JES |
15 | GPC Sylhet | SYL |
16 | GPC Barisal | BAR |
17 | GPC Mymensingh | MYM |
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
ঢাকায় থাকলে চান্স লইতাম, কিন্তু আছি বাগেরহাট থেকেও ৫০ কিঃমিঃ দূরে শরণখোলা থানায়। এই শীতে কনসাট এর জন্য ঢাকা যাওয়ার ইচ্ছে নেই যদি লাইগা যায় তাইলেও না।