যারা পুর্বের টিউনটি পড়েননি তারা এখনি পড়ে নিনঃhttps://www.techtunes.io/reports/tune-id/17254/
৭।এরাটস্থেনিস’র পৃথিবীর পরিধি নির্ণয়ঃ
খ্রিষ্টের জন্মের ২৭৬বছর পূর্বে এরাটস্থেনিস’র জন্ম।একই সাথে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার বিশেষ অবদান রয়েছে।তার আবিষ্কৃত অ্যালগরিদম কম্পিউটার বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার।তাঁর অবদান গুলোর মধ্যে সেরা বলে মনে করা হয় পৃথিবীর পরিধি নিণ্য়ের পরীক্ষাটি।মিশরের আলেকজান্দ্রিয়াতে সূর্যের আলো সরাসরি লম্ব ভাবে পড়ে তখন আসওয়ানে সুর্যের আলো পড়ে উলম্বের সাথে ৭ ডিগ্রি কোণ করে।এইসব তথ্য থেকে তিনি হিসাব করে পৃথিবী্র পরিধি নির্ণয় করেন।সেই যুগে গণনাযন্ত্র ছাড়া সামান্য কয়েকটি ত্রিকোণমিতিক ফাংশানের সাহায্যে এরাস্থনিস পৃথিবীর পরিধির যে মাণ নির্ণয় করেনতা প্রকৃত মাণ হতে মাত্র ২০০মাইলের ব্যবধান ছিল!
৬।সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক নীর্ণয়ে ক্যাভেন্ডিস’র পরীক্ষাঃ
১৭৯৭-৯৮ সালে ক্যাভেন্ডিস সর্বকালীন মহাকর্ষীয় ধ্রুবক নির্ণয়ের এই পরীক্ষাটি করেন।এই পরীক্ষাটির মূলনীতি এবং সরঞ্জামাদি তৈরীর বু্দ্ধি আসে জন মিচেল এর মাথায়।জন মি্চেল এর মাথায়।১৭৯৩ সালে মিচেলের মৃত্যুর পর ১৭৯৭ এর দিকে ক্যভেন্ডিস মিচেলের আবিষ্কৃত সরঞ্জামাদি দিয়ে পরীক্ষাটি করেন।দুটি ভারী গোলক ও একটি ব্যালেন্স দিয়ে এই পরীক্ষা টি করা হয়।নিউটনের মহাকর্ষ সূত্রের উপর।এই পরীক্ষা দিয়ে মহাকর্ষীয় ধ্রুবক এর মান নির্ণয় করা সম্ভব হয়ে ছিল,যা দ্বারা খুব সহজেই বিশেষ সমীকরণের সাহায্যে পৃথিবীর ভর বের করা যায়।
৫।ইয়ং এর দ্বিচির পরীক্ষাঃ
নিউসনীয় পদার্থ বিদ্যায় আলোকে মনে করা হতো অত্যন্ত ক্ষুদ্রাকৃ্তির কণা সমুহের সৃষ্টি।নিউটনের এই ধারনাকে ভুল প্রমানিত করে আলোর তরঙ্গ তত্ত্ব প্রতিষ্ঠা করেন টমাস ইয়ং।আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ হিসেবে ইয়ং এই পরীক্ষাটি করেন।পিন দিয়ে ছিদ্র করা একটি মোটা কাগজ জানালার সামনে ধরা হলো ।ছিদ্র দিয়ে আসা আলোক রশ্মিকে আয়নায় প্রতিফলিত করে নিয়ে আসা হলো কাঙ্খিত স্থানে।এবার আলোর গতি পথে খুব সরু একটি কাগজের টুকরা ধরা হলো।কাগজের টুকরায় বাধা পেয়ে যেই আলোকরশ্মি দেয়ালের উপর পড়ল তাতে দেখা গেল পর্যায়ক্রমে আলোকিত এবং অন্ধকারাছন্ন পট্টি।অনেকটা ঝালরের মতো।আলোর কণা তত্ব অনুসারে এমনটি হওয়ার কথা না।এমন হওয়া সম্ভব যদি আলো তরঙ্গ হয়ে থাকে।এভাবেই প্রমানিত হয় আলোর তরঙ্গ তত্ব।
(চলবে)
আমি EVA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ইভা !!
খুব সুন্দর টিউন হলেও পদার্থ পড়ার ছাত্র ছাত্রি টেকে একটু কম মনে হচ্ছে….. 🙂 🙂
চালিয় যাও নতুন টিউনার হিসেবে ভালই হচ্ছে ।