বিল গেটস এর টাকার ৫ অবস্থা !!

বিশ্বের বর্তমান সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস।৪০ বিলিয়নের বেশি ডলার তার আছে।এই অঢেল সম্পদের কি অবস্থা তা জানার খুব শখ ছিল।ছোট বেলায় ইচ্ছা ছিল বিল গেটস হবার।যাহোক আসেন দেখি বিল্ গেটস এর টাকা দিয়ে কি করা যেতে পারে।

১.বিল গেটস এর ডলার গুলোকে যদি ১ডলারে ভাঙ্গানো যায় তবে সেই ডলার দিয়ে চাদে যাবার ২০টি রাস্তা তৈরি করা যাবে।

২.বিল গেটস এর বর্তমান বয়স ৪৪ বছর।তিনি যদি আরো ৪৪ বছর বাচেন এবং কোন কাজ কাম না করেন তাহলেও তার সম্পদ মৃত্যুর দিন শেষ করতে হলে তাকে প্রতিদিন ৬.৫৪ মিলিওন ডলার প্রতিদিন খরচ করতে হবে!!

৩.মাইকেল জর্ডান এমেরিকার সবচেয়ে বেশি বার্ষিক বেতন ভুক্ত খেলয়ার(৩০মিলিওন ডলার)।তিনি যদি বিল গেটস এর মত অর্থের মালিক হতে চান তবে তাকে সম্পুর্ন বেতন ২৭৭ বছর জমা করতে হবে!!

৪.বিল গেটস যদি পৃথিবীর সকল মানুষকে ১০০ ডলার করে দান করেন তার পরও তার কাছে ২ মিলিওন ডলার থেকে যাবে!!

৫.”শেষ হয়েও শেষ হল না” একটি প্রবাদ আছে।বিল গেটস এর অর্থের ৫ অবস্থার শেষ অবস্থা এটি।এই অবস্থার সাথে উপরের গুলোর সাথে খাপ খাবে না।কারণ এটি আমরা!! অর্থাৎ আমরা যারা মাইক্রসফটের তৈরি উইন্ডোস গুলো ব্যাবহার করি ,তারা ইচ্ছা করলে ৩ বছরে বিল গেটসরে ভিক্ষুক গেটস বানিয়ে দিতে পারি!! যদি আমরা বিল গেটস কে প্রতিবার উইন্ডোজ়ের কারণে সৃস্ট হ্যাং এর কারণে তাকে ৫ ডলার জরিমানা করি তাহলেই আমাদের বিল গেটস আঙ্কেল পথে বইসা যাবে!!

(বি.দ্র.- ৫ নাম্বার অবস্থা থেকেই বুঝা যায় বর্তমান বিশ্বে কত মানুষ কম্পিউটারের সাথে যুক্ত!!)

Level 0

আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো লাগলো.

ভাই ওর ব্যাংক একাউন্ট হ্যাক করা যায় না?????????

    Level 0

    চুরি বিদ্যা মহাবিদ্যা………………… 😉

Level 0

৫ নং অবস্থাটি করা যায় না??????????

১ নম্বরটা বুঝি নাই।

৫ নং এর সাপেক্ষে যেই মন্তব্য (৫ নাম্বার অবস্থা থেকেই বুঝা যায় বর্তমান বিশ্বে কত মানুষ কম্পিউটারের সাথে যুক্ত!!) এটা একটু টার্গেট মিস করেছে মনে হল। কারণ আপনার কথা অনুযায়ী, সব মানুষকে ১০০ ডলার করে দিলেও ২মিলিয়ন ডলার থাকবে, সেক্ষত্রে যদি সব মানুষই কম্পিউটার তথা উইন্ডোজ ব্যবহারকারী হয়, তবে জমা আরো বেশি থাকার কথা … ফতুর হওয়ার প্রশ্নই আসে না।

বরং সব মানুষতো আর কম্পিউটার/উইন্ডোজ ব্যবহার করে না। হয়তো মোট জনসংখ্যার শতকরা একটা ছোট অংশ ব্যবহার করে।… ৫ নং অনুসিদ্ধান্ত থেকে বোঝা যায় …. উইন্ডোজ এ্যাত বার হ্যাং করে যে ঐ কয়জনকেই জরিমানা দিলে ফতুর হয়ে যাবে।

দয়া করে এই টিউনটি পড়ুন : https://www.techtunes.io/reports/tune-id/5795/
আমার লেখা এভাবে কপি করা হলো আমার কোনো অনুমতি ছাড়াই। তাও আবার এই একই ওয়েবসাইটে। সবার দৃষ্টি আর্কষণ করছি।

    Level New

    আপনার সাথে ১,২,৩,৪ নং মিল নাই। আপনার দৃষ্টি আর্কষণ বৃথা গেল।

    ভাই ЯOBAYETH, একটু ভালো করে লক্ষ্য করুন
    ১ = আমার ৬
    ২ = আমার ৮
    ৩ = আমার ৫
    ৪ = আমার ৪
    ৫ = আমার ১০

    সামান্য তথ্য পরিবর্তন করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু নয়। আর শেষ দুটির পার্থক্য দেখুন-

    ৫.”শেষ হয়েও শেষ হল না” একটি প্রবাদ আছে। বিল গেটস এর অর্থের ৫ অবস্থার শেষ অবস্থা এটি। এই অবস্থার সাথে উপরের গুলোর সাথে খাপ খাবে না।কারণ এটি আমরা!! অর্থাৎ আমরা যারা মাইক্রসফটের তৈরি উইন্ডোস গুলো ব্যাবহার করি ,তারা ইচ্ছা করলে ৩ বছরে বিল গেটসরে ভিক্ষুক গেটস বানিয়ে দিতে পারি!! যদি আমরা বিল গেটস কে প্রতিবার উইন্ডোজ়ের কারণে সৃস্ট হ্যাং এর কারণে তাকে ৫ ডলার জরিমানা করি তাহলেই আমাদের বিল গেটস আঙ্কেল পথে বইসা যাবে!!

    ১০. ‘শেষ হয়েও যা হলো না শেষ’-প্রবাদটি বেশ প্রচলিত৷ বিল গেটস-এর সম্পদের দশ অবস্থার শেষ অবস্থা এটি৷ এই অবস্থাটি ওপরের কোনোটির সাথে খাপ খাবে না৷ এটি আমরা অর্থাত্‍ যারা বিল গেটস-এর মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করে থাকি৷ আসুন পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি বিল গেটসকে রাস্তায় নামিয়ে আনি৷ আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করি, তারা যদি প্রতিবার উইন্ডোজের কারণে সৃষ্ট কম্পিউটার হ্যাং করার জন্য বিল গেটসকে ১ ইউএস ডলার করে জরিমানা করি, তাহলে আগামী ৩ বছরের মাঝে ধনী বিল গেটস দেউলিয়া বিল গেটস-এ পরিনত হবে৷ আর এ কথাই প্রমাণ করে সারা বিশ্বে উইন্ডোজ ব্যবহারকারীর সম্ভাব্য মোট সংখ্যা৷

Level 0

amin mehedi vai apni apnar tune ta computer jagat 2005 saler january masher sonkha theke copy marsen..
but ami zeTa disi seita updated.
oikhane ek number e ace 14ti rasta.kintu bortomane seita 20 ti hoe gese.

Level 0

”বিল গেটস যদি পৃথিবীর সকল মানুষকে ১০০ ডলার করে দান করেন তার পরও তার কাছে ২ মিলিওন ডলার থেকে যাবে” —-এই হিসাব কোথায় পেলেন?
আপনার কথা মতো, ”বিশ্বের বর্তমান সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস।৪০ বিলিয়নের বেশি ডলার তার আছে।”

এবারে আমার হিসেব শুনেন…

পৃথিবীতে ৭ বিলিওন মানুষ আছে। সাত বিলিওন মানুষকে ১০০ ডলার করে দান করতে হলে কতটাকা দরকার বুঝেন কি? একটু বলেন তো, ৪০ বিলিওন ডলার বেশি নাকি ৭x১০০=৭০০ বিলিওন ডলার বেশি?