বিশ্বের বর্তমান সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস।৪০ বিলিয়নের বেশি ডলার তার আছে।এই অঢেল সম্পদের কি অবস্থা তা জানার খুব শখ ছিল।ছোট বেলায় ইচ্ছা ছিল বিল গেটস হবার।যাহোক আসেন দেখি বিল্ গেটস এর টাকা দিয়ে কি করা যেতে পারে।
১.বিল গেটস এর ডলার গুলোকে যদি ১ডলারে ভাঙ্গানো যায় তবে সেই ডলার দিয়ে চাদে যাবার ২০টি রাস্তা তৈরি করা যাবে।
২.বিল গেটস এর বর্তমান বয়স ৪৪ বছর।তিনি যদি আরো ৪৪ বছর বাচেন এবং কোন কাজ কাম না করেন তাহলেও তার সম্পদ মৃত্যুর দিন শেষ করতে হলে তাকে প্রতিদিন ৬.৫৪ মিলিওন ডলার প্রতিদিন খরচ করতে হবে!!
৩.মাইকেল জর্ডান এমেরিকার সবচেয়ে বেশি বার্ষিক বেতন ভুক্ত খেলয়ার(৩০মিলিওন ডলার)।তিনি যদি বিল গেটস এর মত অর্থের মালিক হতে চান তবে তাকে সম্পুর্ন বেতন ২৭৭ বছর জমা করতে হবে!!
৪.বিল গেটস যদি পৃথিবীর সকল মানুষকে ১০০ ডলার করে দান করেন তার পরও তার কাছে ২ মিলিওন ডলার থেকে যাবে!!
৫.”শেষ হয়েও শেষ হল না” একটি প্রবাদ আছে।বিল গেটস এর অর্থের ৫ অবস্থার শেষ অবস্থা এটি।এই অবস্থার সাথে উপরের গুলোর সাথে খাপ খাবে না।কারণ এটি আমরা!! অর্থাৎ আমরা যারা মাইক্রসফটের তৈরি উইন্ডোস গুলো ব্যাবহার করি ,তারা ইচ্ছা করলে ৩ বছরে বিল গেটসরে ভিক্ষুক গেটস বানিয়ে দিতে পারি!! যদি আমরা বিল গেটস কে প্রতিবার উইন্ডোজ়ের কারণে সৃস্ট হ্যাং এর কারণে তাকে ৫ ডলার জরিমানা করি তাহলেই আমাদের বিল গেটস আঙ্কেল পথে বইসা যাবে!!
(বি.দ্র.- ৫ নাম্বার অবস্থা থেকেই বুঝা যায় বর্তমান বিশ্বে কত মানুষ কম্পিউটারের সাথে যুক্ত!!)
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো.