ইতালি প্রবাসীদের সম্পর্কে সব কিছু জেনে নিন।

এই প্রথম ইতালি থেকে পরিচালিত সম্পূর্ণ বাংলায় ও সম্পূর্ণ ভিন্ন আকারে একটি জনসেবামূলক ব্লগ ও ওয়েবসাইট http://www.amiopari.com। যা কিনা সত্যিই পাল্টিয়ে দিবে আপনার,আমার ও আমাদের প্রবাসের জীবন ধারা।নিয়ে আসবে সম্পূর্ণ ইতালিকে আমাদের হাতের মুঠোয় ও জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন। আমিওপারি ডট কমের প্রধান কাজ আমাদের ইতালি জীবনের নিত্য প্রয়োজনীয় সব তথ্য তুলে ধরা তাও আবার সম্পূর্ণ বাংলায়। (বিস্তারিত জানতে http://www.amiopari.com সাইট এর নিচে আমাদের সম্পর্কে ক্লিক করে দেখুন, অনেক কিছু জানতে পারবেন ও পাল্টে যাবে আপনার জীবন ধারা) তাই দেরি না করে এক্ষণি ভিজিট করুণ ও তুলে ধরুন আপনার এলাকার সব খবর ।জানিয়ে দিন আপনার সকল পরিচিত জনদের বিশেষ করে যারা ইটালি থাকে বা বাংলাদেশের মধ্যে যাদের পরিবারের কেও ইতালি থাকে। এটি হবে তাদের জন্য খুব প্রয়োজনীয় একটি সাইট ধন্যবাদ। আপনার ফেসবুকে সবার সাথে SHARE করুণ। ইতালির সবধনের খবর পাবেন এই সাইটে।

Level 0

আমি hotboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.facebook.com/info.amiopari


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে জানিয়েছেন।অনেকেই উপকৃত হবে।আমরা চাই দেশের মানুষ সবকিছু জানুক।প্রবাসে আমরা কি করি,কি ভাবে দেশকে লালন করি,আমাদের হাসি,আমাদের কান্না ইত্যাদি।আপনার সাইটটি নিয়ে আমার টেকটিউনসে জানানোর কথা ছিলো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম।ক্ষমা করবেন।
মডারেটরকে অনুরোধ করছি টিউনটি ডিলেট না করার জন্যে।

Good Job. Go Ahead.

Level 0

প্রবাসী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রকল্প সম্পর্কে বুজতে পারার জন্য, আসলে আমরা সম্পূর্ণ ভিন্ন ও নতুন নতুন সব ধারণা নিয়ে এই সাইটটি তৈরী করেছি। যেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য দেশের মানুষকে জাগ্রত করা এবং যারা প্রবাসে আছি তারা যাতে সবাই সবার সাথে যোগাযোগ রক্ষা করার মাধ্যমে দেশের মানুষের জন্য আরো অনেক কিছু করতে পারে সেই চেষ্টা । কারন আমরা এখনো প্রবাসীরা একসাথে দেশের জন্য কিছু করতে পারছি না কিন্তু এই সাইটটির মাধ্যমে আমরা সকল প্রবাসী ভাই ও বোনেরা মিলে যখন একত্রীত হবো তখন আমাদের মিলিত শক্তির মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিতে পারবো আমরাও পারি। কেননা দশে মিলে করি কাজ হাড়ি জিতি নাহি লাজ। আর এই সাইটটি আমরা ইতালিকে এমন ভাবে তুলে ধরব যাতে করে আমরা যারা ইটালি থাকি তারাতো উপকার পাবোই সাথে করে বাংলাদেশের সবাই এই সাইটটি মাধ্যমে ইতালি সম্পর্কে এতো তথ্য পাবে এবং এতো ভালো ভাবে জানবে , যে মনে হবে তারা এর আগে কয়েক বার ইতালিতে ঘুরে গিয়েছে। এবং এই ধারাবিহিকতায় আমাদের টিমের অন্যান্য রা তুলে ধরবে পুরো বিশ্বকে আমরা প্রথমে ইটালি জয় করে পরে যাবো ইংল্যান্ড ,আমেরিকা সহ ছরিয়ে যাবো পুরো বিশ্বে। আমাদের দেশের অনেক মায়েরা একমাত্র সন্তান কে প্রবাসে পাঠিয়ে হয়েছে সন্তান হারা , অনেক বোনেরা ভাই থাকতেও ভাইয়ের আদর থেকে বঞ্চিত, এবং আরো অনেকেই কাছের মানুষ থাকতেও জেনো নেই………………………… এ যে কি কষ্টের টা একমাত্র যাদের কেও প্রবাসে থাকে তারাই বুজতে পারবে। আর সেই মায়ের কথা চিন্তা করেই আমাদের এই পরিশ্রম এই ত্যাগ … আমরা দুঃখী মায়ের কোলে তার সন্তান কে পুরপুরি ফিরিয়ে দিতে না পারলেও তার সন্তান কিভাবে রয়েছে, কি খাচ্ছে, কোথায় থাকছে ও কেমন আছে তার সব বিস্তারিত জানতে পারবে। আর প্রবাসী ভাই আমাদের প্রকল্প বাস্তবায়নে আপনার ভুমিকা সবার চেয়ে বেসি।ধন্যবাদ সবাই কে এবং আমাদের এই প্রকল্প বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করা যাচ্ছে।

Level 0

nice post. amon akta site kussi onak din dhore.Italy onak sundor but akhane life onak kothin.

Level 0

apnake dhonnobad comment er jonno

১০০ % সত্যি একটি খবর
==================
http://www.amiopari.com/799/
আমাদের দেশের অনেকেরই ইচ্ছে ইউরোপ এ এসে চাকুরি করা। বিশেষ করে ইতালি আসতে অনেকেই ইচ্ছুক। তো সেই সব ইচ্ছুক ভাইদের জন্য কিছু তথ্য যা জানানো প্রয়োজন মনে করছি। প্রথমত যারাই ইতালি আসতে ইচ্ছুক তাদের একটা কথা আমি জানিয়ে রাখতে চাই যে, সাম্প্রতিক বিশ্বমন্দার প্রভাব ইতালির উপরও পড়েছে, শুধু পড়েছে বললে ভুল হবে, খুব ভালোভাবেই পড়েছে। যার কারনে এখানকার চাকুরির ক্ষেত্রটা খুব বেশি ভালো অবস্থানে নেই। এমনকি যারা এখানকার স্থায়ী নাগরিক মানে যারা ইতালিয়ান তাদেরই আজ অনেকের কাজ নেই। সেই কারনে এখানকার নাগরিকরাও পছন্দ করছেনা অন্যকোন দেশ থেকে লোকজন এসে স্থানীয়দের কাজের ক্ষেত্রটা নষ্ট করুক। কিন্তু যারা একবার মনস্থির করে ফেলেছেন ইতালিতে আসার তাদের মন হয়তো কিছুতেই মানতে চাইবে না এই অবস্থা। যাই হোক এখন বাকী প্রসঙ্গে আসি। ইতালি আসতে দালালচক্র থেকে সাবধান!!! কারন এরা লোভনীয় চাকুরির কথা বলে অনেকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এবং অনেকেই নিঃস্ব হচ্ছেন এই দালালচক্রের হাতে পড়ে।

কেউ যদি বলে আপনাকে যে, আপনি ইতালি আসলে আপনার চাকুরি নিশ্চিত.. এটা একটা ডাহা মিথ্যা ছাড়া কিছুই না। কারন এখানে একমাত্র হাই স্কিল্ড প্রফেশনালদেরই চাকুরি নিশ্চিত করে এখানে আনা হয় এবং তা করে সরাসরি কোম্পানী। কোন ব্যাক্তি বা দালালদের মাধ্যমে তা করে না কোন কোম্পানী। যদি কেই স্পন্সর ভিসাতে আসতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম পদ্ধতি কারন স্পন্সর ভিসাতে আসলে আপনি সেই ভিসা নবায়ন করে এখানে অবস্থান করতে এবং কাজ করতে পারবেন যদিও নিশ্চিত করে বলা যায় না যে আদৌ আপনি কাজ পাবেন কিনা বা পেলে কবে পেতে পারেন। কিন্তু স্পন্সর ভিসা পাওয়া এখন খুবই দুস্কর। কারন এখানকার সরকার স্পন্সর ভিসাতে লোক আনার সুযোগটা খুবই কম দেয়। এখন বেশিরভাগ লোকজনই ইতালিতে আসতেছেন কৃষি কাজের ভিসাতে অথবা ভিজিট ভিসাতে। যার মেয়াদ বেশি হলে ছয় মাস এবং আপনি যদি এই ভিসাতে ইতালিতে আসেন তা হলে এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আইনত আপনাকে দেশে ফিরে আসতে হবে। কারন এই ভিসা নবায়নযোগ্য নয়। যদি আপনি চান যে আপনি অবৈধভাবে এখানে অবস্থান করবেন সেটাও সম্ভব। কারন এই দেশের সরকার কখনোই আপনার ইচ্ছের বিরুদ্ধে আপনাকে দেশে ফেরত পাঠাবে না। একমাত্র কোন প্রকার অপরাধমূলক কাজে জড়িত হলে এবং তা যদি এখানকার আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টিগোচর হয় তা হলে তারা আপনাকে নিশ্চিত দেশে ফেরত পাঠাবে। আর একবার যদি তারা আপনাকে দেশে ফেরত পাঠায় …. আপনি আর কখনোই বৈধভাবে ইউরোপ এ ঢুকতে পারবেন না। তার কারন যখন তারা আপনাকে ফেরত পাঠাবে তখন তারা আপনার হাতের ছাপ, আপনার যাবতীয় সব তথ্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের কাছে পাঠিয়ে দেয় যাতে ভবিষ্যতে আপনি কোন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ভিসার আবেদন করলে তা বাতিল হয়ে যায়। এখানে একবার অবৈধ হয়ে গেলে অনেক সমস্যা যেমন অবৈধ লোকদের কাজ পাওয়া খুবই মুসকিল এবং অবৈধ লোকদের কেউ কাজও দিতে ভয় পায় কারন কেউ যদি জেনেশুনে অবৈধ কাউকে কাজ দেয এবং তা আইন প্রয়োগকারী সংস্থার হাতে পড়ে তাহলে সেই মালিককে বিশাল একটা জরিমানা গুনতে হয। মাঝে মধ্যেই হয়তো আপনাকে এখানকার আইন প্রয়োগকারী সংস্থার হাতে পড়ে থানায় যেতে হতে পারে যদি আপনি অবৈধ হন। থানায় আপনার হাতের ছাপ রেখে তারপর হয়তো ছেড়ে দিবে আবার ক্ষেত্র বিশেষে এক থেকে দুই দিন অবস্থান করতে হতে পারে। আবার এখানে বৈধ হওয়ার সুযোগ দেয়া কিন্তু সেটা ৪ থেকে ৫ বছর পরপর কিন্তু নিশ্চিত নয় এটা নির্ভর করে এদেশে সরকারের উপর। আর অবৈধ হলে আপনি দেশেও যেতে পারবেন না ইচ্ছেমত যতদিন না আপনি বৈধ হতে পারেন যার কোন নিশ্চয়তা নেই।

অনেকেই হয়তো স্বপ্ন দেখছেন যে ইতালি আসতে পারলেই লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন..কিন্তু এখনকার বাস্তব চিত্র ভিন্ন….মানে গুড়ে বালি। অনেকেই ১২ থেকে ১৩ লক্ষ টাকা খরচ করে ইতালি আসতেছেন এবং এসে শুধুই চোখের পানি ফেলছেন যা ঘটছে অহরহ। তাই সবাইকে আমার একটাই অনুরোধ যে টাকাগুলো দিয়ে আপনি ইতালি আসবেন বলে মনস্থির করেছেন সেই টাকাগুলো ইতালি এসে নষ্ট না করে দেশেই কিছু করুন। এতে দেশেরও উন্নতি হবে সাথে সাথে আপনারও। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।