২০০৯ সালের সেরা দশ আবিষ্কার (পর্ব-২)

দেখতে দেখতে ২০০৯ সাল শেষ হয়ে গেল এসে গেল নতুন বছর।এখন পিছনে ফিরে হিসাব-নিকাশ করার পালা আর এই কাজে সহায়তা করেছে Time Magazine। Time Magazine এর দৃষ্টিতে ২০০৯ সালের সেরা দশ আবিষ্কার হলো:-

৬। চাঁদে পানি আবিষ্কার

6

নাসার বিঞ্জানীরা নভেম্বরে চাঁদে এক পরীক্ষা চালিয়ে এর বুকে পানির অস্তিত্বর প্রমাণ পেয়েছেন।এই পরীক্ষায় একটি রকেটকে চাঁদের বুকে জোড়ে নিক্ষেপ করা হয়। এর ফলে যে ধুলির স্তর উঠে তা পরীক্ষা করে বিঞ্জানীরা এতে জলীয় বাষ্পের উপস্থিতি নিশ্চিত করেছেন।এর ফলে চাঁদে ভবিষ্যতে মহাকাশ কলোনী স্থাপনের পথ অনেকটা সুগম হলো।

৭।মৌলিক লিমার সমাধান

7

১৯৭৯ সালে গণিতবিদ Robert Langlands একটি উচ্চাকাংখি এবং বিবর্তন মূলক তত্ত্ব দাঁড় করান যার মাধ্যমে তিনি গণিতে দুটি শাখা  Number Theory এবংGroup Theory একত্রিত করেন।যা Langlands Theory নামে পরিচিত।এতে একটি সমস্যা ছিল কিন্তু এতে Fundamental Lemma নামে একটি সমস্যা ছিল।ভিয়েতনামী গণিতবিদ Ngo Bao Chau এটি বছর সমাধান করেন।

৮। টেলিপোরটেশন

teleportation 8

বিঞ্জানীরা এ বছর কোয়ান্টাম ম্যাথড এর মাধ্যমে এক এটম থেকে অন্য এটমে টেলিপোরটেশন এর মাধ্যমে ডাটা পাঠাতে সক্ষম হয়েছেন।এর মাধ্যমে ভবিষ্যতে মানুষের শরীরকে এক স্থান হতে অন্য স্থানে পাঠানো সম্ভব হবে।

৯।বিশাল হ্যাডরোন কলিডার পরীক্ষাগার

9

এটি এখন পর্যন্ত পরিচালিত সবচেয়ে বড় পরীক্ষা। বিঞ্জানীরা জার্মান এবং সুইজ্যারল্যান্ড সীমান্তে মাটির নিচে ১৭ মাইল দীর্ঘ একটি পরীক্ষাগার তৈরী করা হয়েছে ১০ বিলিয়ন ডলার ব্যায়ে।এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টির সময়কার অবস্থা সম্পের্কে জানা যাবে।

১০। নতুন গ্রহের সন্ধান লাভ

10

আন্তর্জাতিক জ্যোতিবিঞ্জানীদের একটি দল ডিসেম্বরে গ্রহ  সাদৃশ্য একটি বস্তু আবিষ্কার করেন যা আমাদের সূর্যের মত একটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।এটি ৩০০ টিলিয়ন মাইল বা ৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত।গ্রহটি বৃহস্পতি গ্রহের প্রায় ৪০ গুণ বড়।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

Level New

আমি খালেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরেকটা ভাল টিউনস। Thanks

টেলিপোরটেশনটা মজার বেপার!!! তবে আরো অনেক অনেক সময় লাগবে…..