সবাইকে সালাম জানিয়ে দীর্ঘদিন পর আবার পোস্ট করছি টিটিতে। ব্যস্ততার কারণে অনেক দিন ধরেই টিউন করা হয়নি। আজ আপনাদের সামনে নিয়ে এলাম গুগলের নতুন ফিচার সম্পর্কে। যারা গুগল এ্যাডসেন্স ইউজ করেন, তারা কি খেয়াল করেছেন ২/১ দিন ধরেই গুগলের বিজ্ঞাপনের পরিবর্তনটা?? না দেখলে নিচের ছবিটা দেখুনঃ
এই নতুন ফিচারের কল্যাণে আমাদের মত এ্যাডসেন্স পাবলিশাররা এখন অনেক উপকৃত হবে। যেমন, আগে আমরা চাইতাম এ্যাডসেন্স এর এ্যাডের পাশে যদি এই রকম কিছু চিহ্ন ব্যবহার করা জায়, তাহলে হয়তো এ্যাডসেন্স এ ক্লিকের পরিমাণ বেড়ে যাবে। কিত্নু, গুগল তার কোড এডিট করার অনুমতি দেয় না বিধায়, এতদিন আমরা তা করতে পারিনি। তবে, এইবার গুগল নিজে থেকেই আমাদের এই সমস্যার সমাধান বের করে দিল। এখন গুগলের প্রতিটি ট্যাক্সট এ্যাডের পাশে এই রকম সিম্বল দিয়ে ভিজিটরকে অনুপ্রাণিত করবে বিজ্ঞাপনে ক্লিক করার জন্যে। আর ফলশ্রুতিতে আমাদের মোট ক্লিকের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ২/৩ গুণ বেশি। আর ক্লিকের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই আমাদের ইনকামও বেড়ে যাবে। এছাড়াও গুগল এ্যাডসেন্স এর এই নতুন ফিচার বিজ্ঞাপনে একটা নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি আমাদের বিজ্ঞাপন গুলো আরও বেশি ফুটে উঠবে আমাদের ওয়েবসাইট গুলোতে। সুতরাং, একথা বলা যায় আমরা যারা অনেক কস্টে এ্যাডসেন্স নিয়ে কাজ করছি গুগল আমাদের অনেক বড় উপকারই করে দিল। তাই, আমাদের মত পাবলিশারদের পক্ষ থেকে গুগল কে ধন্যবাদ জানাই।
আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple Man.
দারুন!!!