প্রিয় টেকটিউনস পরিবার,
আপনাদের দারুন দারুন সব টিউন এবং প্রচেষ্টায় টেকটিউনস আজ পরিণত হয়েছে বিশ্বের তথা দেশের ১ নম্বর জনপ্রিয় ও সুবিশাল সৌশল নেটওয়ার্ক ও প্রযুক্তি সাইটে ! টেকটিউনস বাংলাদেশের ৪র্থ জনপ্রিয় হাই-ট্রেফিক সাইট ও বাংলাদেশে বর্তমান এলেক্সা র্যাংক ১১ এবং বিশ্বব্যাপী র্যাংক ৩,৮৬৮ তে ! টেকটিউনস এর সকল টিউনার, টিউমেন্টার, টিউজিটর এবং সকল শুভাকাঙ্খীদের কাছে তাই টেকটিউনস কৃতজ্ঞ।
আপনারা জেনে থাকবেন যে টেকটিউনস এর জনপ্রিয় টপটিউনার খান রওনক আলী যাকে আমরা প্রবাসী নামেই চিনি ও ডাকতে ভালবাসি, তিনি ফেইসবুকের একটি বিছিন্ন ঘটনার কারণে কিছুটা রাগ ও অভিমানে টেকটিউনসে আর টিউন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ঘটনাটি টেকটিউনসের সাথে সংযুক্ত নয় সম্পূর্ণ ফেসবুকে ঘটা একটি বিছিন্ন ঘটনা। বিস্তারিত কারণ জানতে পারেন তার এই টিউন থেকে।
তারপরেই টেকটিউনস এবং টেকটিউনস ফেসবুক গ্রুপ এ প্রবাসী ভাইয়ের অগিত ভক্তগণ টিউন করে এবং গ্রুপে পোস্ট করতে থাকে তাঁকে ফিরে আসার আনুরোধ ও আহবান জানাতে। তাঁর অনেক ভক্ত তাকে ফেইসবুক ম্যাসেজের মাধ্যমে এবং মেইলের মাধ্যমে ফিরে আসার জন্য অনুরোধ করেন। প্রবাসী ভাইয়ের অনুপস্থিতি তাঁর ভক্তরা কোনভাবেই মেনে নিতে পারেন না।
প্রবাসী ভাইয়ের শেষ টিউনটি করার পর টেকটিউনস এর পক্ষ থেকে অফিসিয়াল ভাবে যোগাযোগ করা হয় এবং তাঁর সাথে কথা হয়।
টেকটিউনসের সাথে কথা বলে আমাদের সবার প্রিয় ও টপটিউনারদের মধ্যে সবচেয়ে নিয়মিত এবং নিবেদিত টিউনার 'রওনক আলী' প্রবাসী ভাই টেকটিউনসকে নতুন রূপে আর নতুন আঙ্গিকে ফিরে আসার কথা জানান।
টেকটিউনস পরিবারের অসংখ্য সদস্যের ভালোবাসাকে উপেক্ষা করা সম্ভব হয়নি। তিনি ফিরে আসছেন আবার টেকটিউনস পরিবারের মাঝে। তিনি টেকটিউনসে নতুন রূপে ফিরে আসবেন এবং আরও ভিন্ন মাত্রার টিউন নিয়ে আসবেন বলে টেকটিউনসকে জানান এবং খুব শীঘ্রই তাঁর পরবর্তী টিউন প্রকাশ করবেন বলে জানান।
সম্পূর্ণ পরিকল্পিত ভাবে বিভিন্ন চক্র টেকটিউনসের ও টেকটিউনসের জনপ্রিয় টিউনার ও টপটিউনারদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে টিউনার ও টপটিউনারদের উদ্দেশ্যমূলক ভাবে বিভ্রান্ত করা, উত্যক্ত করা, প্রভাবিত করে নানান অফার দেওয়া, প্রলোভন দেখানো ইত্যাদি কাজ সংঘটিত করছে। যা সত্যই ঘৃণিত ও ধিক্কার যোগ্য। তাই টেকটিউনসের সকল টিউনার ও টপটিউনারদের এধরনের কুচক্র ও তাদের জাল থেকে সর্বদা সতর্ক থেকে, কোন অবস্থাতেই কারও দ্বারা প্রভাবিত না হয়ে, নিজেস্বতা বজায় রেখে ৬০ লক্ষের অধিক ও সুবিশাল প্রযুক্তির এই কমিউনিটিতে নিয়মিত টিউন করে টেকটিউনস জ্ঞানশালার সুন্দর, সুষ্ঠু, শৃঙ্খল আর টেকটিউনসের অনন্য ধারা বজায় রাখার জন্য আহবান করা হচ্ছে।
একজন প্রকৃত টপটিউনার যে কতটা নিবেদিত, ন্যায় পরায়ন, ধর্যশীল ও উদার হয় তাঁর প্রকৃত উদাহরণ রওনক আলী' প্রবাসী ভাই। উল্লেখ্য যে রওনক আলী প্রবাসী ভাই টেকটিউনসের টপটিউনারদের মধ্যে নম্বর ১ পজিশনে আছেন, তিনি এ পর্যন্ত মোট ২২৮ টি টিউন করেছেন এবং প্রায় ৩ বছর ২ মাস ধরে টেকটিউনস কমিউনিটিতে টিউন করছেন।
প্রবাসী ভাইয়ের এই ফিরে আসায় টেকটিউনস পরিবারের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
ওয়েলকাম ব্যাক টু প্রবাসী সাহেব । ফেসবুক আর টেকটিউনস দুইটা আলাদা প্লাটফর্ম । এই দুটোকে কখোনই এক করা উচিত না ।
অফটপিক – টিউনের ফীচার ইমেজ টা জোশ 😀
খুবি খুশির খবর।ফেসবুকে ওনাকে মেসেজ দিয়েছিলাম কিন্তু উনি কোন সাড়া দেননি।আমরা আপনাকে অনেক ভালবাসি তাই আপনার ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।