প্রিয় প্রবাসী ভাই!!!
পত্রে আমার সালাম নিবেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেকদিন পর আজ কলম ধরতে বাধ্য হলাম শুধু মাত্র আমার অন্যতম শ্রদ্ধার মানুষটির ভালোবাসার জন্য। আপনি ইতালী থাকেন। তার পাশে ফ্রান্স। ফ্রান্সের এক প্রখ্যত কবি “আর্তুর রেবো।” তিনি মাত্র ১৮ বছর বয়সে একটি মহাকাব্য লিখে ফেলেন। অনেক আশা নিয়ে। কিন্তু সমকালীন প্রভাবশালী কবিগণ তাকে সহ্য করতে পারেন নি। তার কিছুদিন পরে এই কালজয়ী কবি রাগের বসে তার অবিক্রিত বই সমূহ আগুনে পুরে ফেলেন এবং চলে যান আয়ারল্যান্ডে। সেখানে গিয়ে কাজ বাকী জীবন তিনি কাঠমিস্ত্রির কাজ করেন। ফরাসী জাতি আর্তুর রেবোর মৃত্যুর প্রায় ১০০বছর পর তার অসাধারণ প্রতিভার মুল্যায়ন করতে শেখে। তারপর বিশ্বসাহিত্য তাকে নিয়ে হৈ চৈ শুরু করে দেন। আজও তিনি ফরাসী ভাষায় শার্ল বোদলেয়ারের পাশে তার স্থান। (তথ্যসূত্র: প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের “ছবির দেশে কবিতার দেশে” ভ্রমন গ্রন্হ থেকে। দ্রুত লেখার কারণে আমার লেখায় কিছুটা বিকৃত থাকতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।) ।
ফরাসী জাতি যদি এতবড় ভুল করতে পারে তাহলে এই অবলা বাঙালীর ভুল কি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না? ভ্যানগগ, রাফায়েল, পল সেজান, কামিল পিসারোকে কি আজও মানুষ মনে রাখে নি?
আপনি যে টিউনগুলো করেছেন তাতে সমকালে আপনার সম্মান যথাযথ কতখানী হয়েছে তা আমার থেকে আপনি অনেক ভালো জানেন। আপনি আমার আদর্শিক গুরু। আমার ভেঙ্গে পরার মুহূর্ত সমূহে আপনি আমাকে সবসময় সান্তনা দিয়েছেন। কোনো একটি টিউমেন্টে আমাকে আপনি “অন-লাইন” পলিটিক্সের কথা বলেছেন। আপনাকে অনুরোধ করার ভাষা আমার চোখের জল।
আপনার টিউনের যদি ১কোটি ভক্ত থাকে তাহলে আমার ১জন হলেও আছে। আমি সেই ভক্তের দিব্যি দিয়ে বলছি আপনার কলম স্থব্ধ হলে এই “মোঃ আসিফ-উদ-দৌলাহ্” ও আর কোনোদিন টেকটিউনসে ফিরে আসবে না।
মানুষ আপনাকে আমাকে জড়িয়ে অনেক কথা বলেছেন। কিন্তু তারা জানেন না, একমাত্র টেকটিউনস ছাড়া অন্য কোনো মাধ্যমে আপনার এবং আমার মধ্যে কোনোদিন কোনো যোগাযোগ হয়নি। আপনার ফেবুর ফ্রেন্ড লিস্টেও আমি নেই। তারপরও আমাদের নিয়ে কথা উঠেছিলো।
আজ “খালিদ হোসেন ভাই” আপনার জন্য টিউন লিখেছেন। আমি চোখের জল ফেলছি। গুটি কয়েক খারাপ মানুষের জন্য আপনি ক’জন ভক্তকে কাঁদাবেন?
প্রসংগে আসি পিটিসির যখন রমরমা অবস্থা অখন আমি পিটিসি নিয়ে টিউন করেছি। এম,এল,এম (ডায়রেক্ট সেলিং সিস্টেম) নিয়ে কলম ধরেছি। অনেক প্রস্তাব এসেছে মেইলে তারপরও পোস্ট সরিয়ে নেই নি। সব সহ্য করেছি আপনার মতো মহান মানুষের চেহারা ও ধর্য্য দেখে।
ভালো থাকবেন। দোয়া করবেন।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
আমার প্রিয় “ছোট নবাব” সবাই যদি এমন অভিমান করে টেকটিউনস্ ছেড়ে চলে যায় তাহলে চলবে কি করে। আমার যতোখানি মনে পড়ে আপনার https://www.techtunes.io/tech-fiction/tune-id/149277 টিউনটি নিয়েও কম সমালোচনা হয়নি তাই বলে কি বন্ধন ছিন্ন করে চলে গেছেন? আপনাকে প্রবাসী ভাই অনেক ভালোবাসে তাইতো আপনার অনুমতি ছাড়াই আপনার ছবি টিউনে ব্যবহার করেছিলো। আপনি বললে হয়তো প্রবাসী ভাই ফিরে আসবে। ফিরে আসুন খান রওনক আলী প্রবাসী…… 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥