আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে সবাইকে জানাই স্বাগতম। জানিনা আমার এই লেখাটি কতটুকু সফল হবে। তবে না লিখে থাকতে পারলাম না। ভুল হলে ক্ষমা করবেন।
বাংলা ভাষাবাষীদের জন্য সবথেকে বড় ও জনপ্রিয় সাইট হল টেকটিউন। আমি দিনের শুরুতে প্রথম এই সাইট খুলে দেখি। যেখান থেকে আমরা দল মত নির্বিশেষে শুধু নিয়েই যাচ্ছি। আমরা কি পেরেছি এখান থেকে যা নিয়েছি তার অল্প কিছু পরিশোধ করতে?আমরা পেরেছি যে গাছের ছায়ায় বসে বিশ্রাম করেছি তার ডাল ভাংতে। জাতি যখন কাল রাজনীতির কবলে পড়ে যুব সমাজ ধংশ হচ্ছে ঠিক তখনি নিরবে কিছু মানুষ চেয়েছে দেশের উপকার। সেরকমই একজন মানুষ হলেন খান রওনক আলী (প্রবাসী)। তিনি অনেকের কাছে আদর্শ। যে মানুষ দেশের বাইরে থেকে দেশের টানে করেছেন অনেক টিউন।আমরা কি পেরেছি দেশে থেকে তার মত দেশের কাজ করতে?
যে মহৎ ব্যাক্তিদের চেষ্টায় তিনি চলে গেলেন তাদের কাছে আমার প্রশ্ন।
১। আপনি দেশের জন্য কি দিয়েছেন?
২। বিদেশী কামলারা (প্রবাসী সকল ভাই) কি আপনার চেয়ে কম করছে?
৩। আপনি কি তাদের কোন কিছুই গ্রহন করেন না?
ভাই ভুল তো মানুষের জন্যই। তবে মানুষ ভুল করে একবার কিন্তু শয়তান ভুল করে বারবার।
আমি মানলাম প্রবাসী ভাই একটা ভুল করেছে, কিন্তু ভাই তার জন্য কিন্তু সে ক্ষমা চেয়েছে। ভাই আমরাও ফ্রীল্যান্সার। হতে পারি ক্ষুদ্র। ক্ষমা মহৎ গুণ।
প্রবাসী ভাই এর কাছে অনুরোধ।
ভাই আপনি কি চান কতিপয় মানুষের ভুলের কারণে সকল মানুষ তার শাস্তি ভোগ করুক?
লাখ মানুষের কামনা আপনি অভিমান ভুলে ফিরে আসবেন।
প্রবাসী ভক্তদের জন্য তার সাইট একানে ক্লিক করুন। নিয়মিত ভিজিট করে বুঝিয়ে দেয় প্রবাসীকে চায় তার ভক্তরা।
আমি নিশাচর মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই আপনাকে টিউনটি করার জন্য। আমার জানামতে আজ পর্যন্ত কোন একজন টিউনারকে কেন্দ্র করে একাধিক টিউন টিটিতে করা হয়নি। এসবই খান রওনক আলী প্রবাসীর প্রতি আমাদের অকৃ্ত্তিম ভালোবাসারই বহিঃপ্রকাশ। প্রবাসী ভাই অভিমানে নিজের ব্লগেও কলম ধরবেনা বলেছে, সে না ধরুক তবে আমরা চাই টেকটিউনস্ এ তা কলম চলুক স্বমহিমায়……… ফিরে এসো প্রবাসী…..