ফ্রীল্যান্সার (ফলো-মী)এবং ব্লগার (প্রবাসী ) তারা কি শত্রু নাকি বন্ধু?(টপটিউনারদের দুষ্টি-আকর্ষন)।

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।

  • সবাই হয়তো টেকটিউনস কে  ভালোবাসেন।তাই তাকে ভালোবেসে সব সার্থ উদ্ধার করে সবাই টেকটিউনস ছ্যাকা দিতে পারেন।আমারা যখন টেকটিউনস এর মত ভালো একট প্লাটফরর্ম এর মাধ্যমে ফ্রী অনেক ইনফরমেশন পেয়ে থাকি।
  • এখন আমার প্রশ্ন- টেকটিউনস প্লাটফরর্ম এর পিছনে যারা ফ্রী পরিশ্রম দেয় তারা কি শত্রু নাকি বন্ধু ?এই প্রশ্নের উওর সবার কাছে জানতে চাই।ফ্রীল্যান্সার এবং ব্লগার এর মাজে কোন ভুল চিন্তা ও মনমালিন্যতা যেন আর না হয়।সে কামনাই করি।সবাই টেকটিউনস এর পাশে থাকুন।
  • সবাইকে কে বলছি।দেখুন এই হাদিস টি-----

এই টিউনটা দেখে নিজেরই অবাক লাগলো।-----প্রবাসী ভাই কে নিয়ে

https://www.techtunes.io/reports/tune-id/170139

এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

  • *আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

*একজন সাহসী মানুষ-যার জীবনযাপন ও চলাফেরার মধ্যে আমরা খুঁজে পাই আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথের স্পষ্ট ছাপ।?

Level 2

আমি নির্জন আলো BD(Eshcun)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 176 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami probasir kac theke onek kicu sikhci…onek onek…grateful to him

প্রবাসী ভাই চলে যাওয়ার প্রধান কারন টেকটিউনস এর মোডারেটর দের জন্য। সবাইরে যা ভাব। একেক জন নিজেদের…………থাক কিছু বলার নাই।

প্রবাসীর প্রতি অনুরোধ,হয় নতুন টেক ব্লগ খুলুন অথবা ফিরে আসুন।আমরা আছি এবং থাকবো দেশের জন্য।ধন্যবাদ।

Dear Prabashi Vai,
Er por theke ekhane asar agroho tao mone hoy kome jabe.(Aneker i)
Valo thakben.

ধন্যবাদ নির্জন আলো ভাইকে টিউনটি করার জন্য।

Level 0

*****খান রওনক আলী প্রবাসী আস্থা ও বিশ্বাসের অপর নাম*****

আজ সকালেই দেখলাম দুঃসংবাদটি, ওনার টিউনে দেখলাম কেউ একজন বিদেশী কামলা বলে গালি দিয়েছেন।।
প্রবাসী ভাই প্রবাসে থাকেন এ রকম প্রায় ৮০ লক্ষ প্রবাসী আছেন। প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে দেশের কি অবস্থা হবে সেটা বুঝার জ্ঞান টুকু আমাদের মত ফ্রী ল্যান্সারদের থাকা উচিত। :p

টেকটিউনস এডমিন/মডারেটরদের কে বলতে চাই, এভাবেই কি টেকটিউনস থেকে হারিয়ে যাবে প্রিয় মুখগুলো ? টিটিকে আমরা অনেক ভালোবাসি, সে ভালোবাসা ধরে রাখা মডারেটরদের কর্তব্য- এটা ভুলে গেলে চলবে না।

পরিশেষে বলব, প্রবাসী ভাই, কমিউনিটি ব্লগে লিখবেন কি লিখবেন না, তা সম্পূর্ণই আপনার ইচ্ছা। কিন্তু, আমাদের জন্য হলেও অন্তত আপনার ব্যক্তিগত ব্লগে লেখা চালিয়ে যান।