সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
- সবাই হয়তো টেকটিউনস কে ভালোবাসেন।তাই তাকে ভালোবেসে সব সার্থ উদ্ধার করে সবাই টেকটিউনস ছ্যাকা দিতে পারেন।আমারা যখন টেকটিউনস এর মত ভালো একট প্লাটফরর্ম এর মাধ্যমে ফ্রী অনেক ইনফরমেশন পেয়ে থাকি।
- এখন আমার প্রশ্ন- টেকটিউনস প্লাটফরর্ম এর পিছনে যারা ফ্রী পরিশ্রম দেয় তারা কি শত্রু নাকি বন্ধু ?এই প্রশ্নের উওর সবার কাছে জানতে চাই।ফ্রীল্যান্সার এবং ব্লগার এর মাজে কোন ভুল চিন্তা ও মনমালিন্যতা যেন আর না হয়।সে কামনাই করি।সবাই টেকটিউনস এর পাশে থাকুন।
- সবাইকে কে বলছি।দেখুন এই হাদিস টি-----
এই টিউনটা দেখে নিজেরই অবাক লাগলো।-----প্রবাসী ভাই কে নিয়ে
https://www.techtunes.io/reports/tune-id/170139
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
- *আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....
ami probasir kac theke onek kicu sikhci…onek onek…grateful to him