ভরি গ্রাম কেজি এ সমস্ত যেমন মাপের একক-ঠিক তেম ভরি সোনা ২৪ক্যারেট ধরে হিসাব করা হয়। ৯৬রতিতে হয় ১ভরি।সে হিসাবে ৯৬ কে ২৪ দিয়ে ভাগ করলে হয় ৪রতি,আর এই ৪রতি সমান ১ ক্যারেট। ৩। ২৪ক্যারেট সোনা হচ্ছে খাঁটি সোনা ।যা কেবল বার হিসাবে পাওয়া যায়।তৈরি গহনার মধ্যে ২২ক্যারেট সবচেয়ে ভালো।ক্যারেট হিসাবে তাতে ২ ক্যারেট বাদ গেলে ১ আনা ২ রতি খাঁদ বা ভেজাল থাকবে।আপনি যদি ২১ ক্যারেট গহনা কিনতে চান তাহলে তাতে খাঁদ থাকবে ২ আনা আর ১৮ক্যারেট কিনলে খাঁদ থাকবে প্রতি ভরিতে ৪ আনা। ৪। ১ ভরিতে কত গ্রাম?উত্তর=১ভরি সমান ১১,৬৬৪ গ্রাম। ৫। ১০০ গ্রামে কত ভরি?উত্তর=১১,৬৬৪ দিয়ে ভাগ করলেই আপনি পেয়ে যাবেন ১০০গ্রামে কত ভরি হয়।ভালো থাকুন আর কেমন লাগলো বলবেন।
আমি ami bondhu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am student.age 30years.
অনেক অনেক ধন্যবাদ।