ছোট খাটো চিকিৎসা যে গুলো বই থেকে নেওয়া নয় গুরুজনদের কাছ থেকে আমরা পেয়েছি আর সাথে পান একটি কাজের জিনিস

আমাদের ছোট খাটো অসুখে প্রায় পরতে হয় যার ফলে ডাক্তার খানা যেতে হয় হ্যাঁ বেশি কিছু হলে অবশ্যই যেতে হবে কিন্তু ছোট খাটো অসুখে আমরা গুরুজনদের টোটকা তে সুস্থ হতে পারি।যেমন - দাঁত ব্যথা বা যন্ত্রনা -পিটুলি বা ভেটুল পাতা ৮-১০ নিন ছোট কাপের ২ কাপ পানি তে কিছুক্ষন সেদ্ধকরে ঐ পানিটা ঠান্ডা করে ছেঁকে নিয়ে একটু একটু করে নিয়ে ১ঘন্টা অন্তর ভালো করে কুলকুচি করুন। আমশা-পাঁকা দেশী মানে ঠুটে কলা আর পুরোনো পাঁকা তেতুল ও টক দই এক সাথে ভালো করে মেশান ঐ মিশ্রন টা দিনে বেশ কয়বার খান। কাশি হলে বা শ্লেষা জমলে-বাসক পাতা ৩ -৫ নিন ছোট কাপের ২ কাপ পানি তে কিছুক্ষন সেদ্ধকরে ঐ পানিটা ঠান্ডা করে ছেঁকে নিয়ে একটু একটু করে নিয়ে পান করুন।আগুনে অল্প পুরে গেলে -ঠান্ডা কাঁচা দুধ দিন ।হালকা মাথা যন্ত্রনা-রসুনের কোয়া থেকে রস বার করে নাকে টানুন।গ্যাস অম্বল-কয়েকটা আদার কুচি সাথে অল্প একটু লবন মিশিয়ে চিবিয়ে খেয়ে ১গ্লাস পানি খান।কাঁচা জোয়ান ও এই ভাবে খেতে পারেন।প্রতিদিন সকালে খালি পেটে অল্প খানিকটা কালো জিরা ভিজানো পানি ছেঁকে খেতে পারলে উপকার পাবেন।কিন্তু বেশি কিছু হলে সময় নষ্ট না করে অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন ।

আর কাজের জিনিস টা নিন -Advanced SystemCare এর নতূন ভারসনের চাবি- CC52B-28CB1-DAF12-A96D6

 

 

Level 0

আমি ami bondhu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am student.age 30years.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

HOMMMMM NICE AND GOOD

Level 0

@faceb00k: এত টুকু যদি বুঝতে না পারেন তাহলে মাথায় দুধ নয় ঘোল ঢেলে দেখতে পারেন আশা করি কাজ হবে….

    Level 0

    @ami bondhu: একমত

    Level 0

    @faceb00k: আপনার মাথায় উম্মাদের ঘোল ডালা উচিৎ ।দাঁতের পেইন এর জন্য দিয়েছি (-পিটুলি বা ভেটুল পাতা ৮-১০ নিন ছোট কাপের ২ কাপ পানি তে কিছুক্ষন সেদ্ধকরে ঐ পানিটা ঠান্ডা করে ছেঁকে নিয়ে একটু একটু করে নিয়ে ১ঘন্টা অন্তর ভালো করে কুলকুচি করুন।) কিন্তু আপনি দেখতে পাবেন না কারন আপনার মতলব আমার লেখাকে ফালতু প্রমানিত করা ।তাই স্বীকার করতে ইগো তে লাগছে ।পরকে খোটা না দিয়ে নিজে ভালো কিছু করুন।আর এমনি এমনি ৮ টা লাইক পড়েনি।আর আপনাদের মতো কিছু আবলের কাজ অন্য কে জোর করে সম্মান হানি করা।ভালো করে দেখুন সব প্রতিকার দেওয়া আছে যেটা মোটা অক্ষরে লেখা আছে ওটা সমস্যা আর তার পর ছোট অক্ষরে লেখা গুলো সমাধান।

bitdefender total security 2013 এর সিরিয়াল আপনাদের কার কাছে আছে?????? আমার খুব দরকার ছিল।

Level 0

@faceb00k এই ব্লগের পরিবেশ নস্ট করবেন না।একটা পোস্ট করার ক্ষমতা নেই তার আবার অত কথা!!!!!

    Level 0

    @ami bondhu: হাহাহাহ , শুভকামনা রইলো নিয়মিত পোষ্ট করুন । টোবে টিউন টা আরও মান সম্মত করুন ।। এতটুকু ।।
    ধন্যবাদ ভাই ।পোড়েড় টিউন এর আশায় রইলাম।
    .B.ShAd3s B.hAt hAc3r

দারুন পোস্ট……………।।আমার খুব ভালো লাগল………।ফালতু কথায় কান দেবেন না…… ………আনেক ধন্যবাদ

খুব ভাল পোস্ট। এগুলোতে আসলেই খুব ভাল কাজ করে। আমি আদা কুচি এবং সৈন্ধব লবন একসঙ্গে মেখে রোদে শুকিয়ে কৌটাতে করে রেখে দিয়েছিলাম। খাবার হজম এবং এসিডিটি তে এটা খুব ভাল কাজ করে এবং খেতেও ভাল।
এর সাথে একটু যোগ করছি: ১. সাধারন সর্দি-কাশিতে দুধের মধ্যে হলুদ গুঁড়া ও আখের গুড় মিশিয়ে খেতে পারেন, ২. সর্দি-কাশিতে কালোজিরার হাতের তালুতে ঘষে নিয়ে তা একটা ছোট পরিস্কার কাপড়ে নিয়ে পুটলি বেঁধে কিছুক্ষন পর পর টানলে আরাম পাওয়া যায় এবং সেরে যায়, ৩. জ্বর হলে শিউলী ফুলের পাতার রস খেতে পারেন, ৪. যাদের লিভার সমস্যা আছে তারা কাঁচা পেঁপের গায়ে কাঠি/চাকু দিয়ে আঘাত করে যে রস বাহির হবে তা একটা বাতাসার সাথে প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন। ৫. সিজিনাল অসুখ মোকাবিলায় চ্যাবনপ্রাশ খুব ভাল কাজ করে।
ধন্যবাদ এত সুন্দর পোস্ট দেওয়ার জন্য।

valo laglo, apnaka onak dhonnobad…

Level 0

thanks vai kajer tunes