Dinosaurs এর মত পৃথিবীর বিলুপ্ত কিছু প্রানী

পৃথিবীতে কোন কিছুই চিরকালের জন্য নয়। তবে যা কিছু বিলুপ্ত হয়ে গেছে সেগুলোর মূল কারনে পিছনে রয়েছে মানুষের হাত। তবে পৃথিবীর কত গুলো প্রানী সম্পর্কেই বা আমরা জানি। হয়ত যতগুলো প্রজাতী রয়েছে তার থেকে ১ ভাগ। মানুষের জীবনই এখন টিকিয়ে রাখতে কঠিন হয়ে পরেছে তবে এর পিছনেও রয়েছে মানব সৃষ্ট কারন।

Tyrannosaurus Rex


Tyrannosaurus rex প্রানীটি ছিল স্থল মাংসাশী প্রানীদের মধ্যে সবচেয়ে বড় যাদের উচ্চতা এবং শারীরিক ওজন অন্যান্য প্রানীদেরকে হার মানাত। এরা সব্বোচ্চ ৪৩.৩ ফিট পর্যন্ত লম্বা এবং ১৬.৬ ফিট পর্যন্ত উচু হয়ে থাকত। এটা আনুমানিক ৭ টন পর্যন্ত ওজনের হয়ে থাকত। এই প্রানীটার জীবাশ্ম পাওয়া গেছে উত্তর আমেরিকায়। ধারনা করা হয় এটি ছিল Tertiary বিভাগের সর্বশেষ ডায়নাসর। ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞের দল গবেষনা করে Tyrannosaurus Rex সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে। জীবাশ্ম পদার্থের যথেষ্ট জীবন ইতিহাস এবং bio mechanics সহ এর জীববিদ্যা এর অনেক বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ অনুমোদন করেছে। এই প্রানীটি ধারনা করা হয় ৬৫ মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে।

Quagga: half zebra, half horse


আফ্রিকা মহাদেশের বিচিত্র বিলুপ্ত একটি প্রানী হচ্ছে Quagga। এই প্রানীটি দেখে অনেকটাই অকল্পনীয় প্রানী মনে হয়। কিন্তু এটিও কোন এক সময় সচরাচর দেখতে পাওয়া যেত। তবে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে একবার খুঁজে পাওয়া গিয়েছিল এবং অরেঞ্জ মুক্ত রাজ্যের দক্ষিণ খন্ডে যা ছিল একটি বিরল ঘটনা। এই প্রানীটার প্রথম অর্ধেক অংশ ছিল জেব্রার মত দেখতে কিন্তু পিছনের অংশ ছিল ঘোড়ার মত। ধারনা করা হয় এটি ১৮৮৩ সালের পর থেকে বিলুপ্ত হয়েছে। এটাকে ১৭৮৮ সালে প্রানীদের একটি প্রজাতী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সর্বশেষ ১৮৭০ সালের দিকে একটি Quagga পাওয়া যায় যেটিকে Artis Magistra zoo তে সংরক্ষনে রাখা হয়। কিন্তু সর্বশেষ পাওয়া এই প্রানীটি ১৮৮৩ সালের ১২ ই আগষ্ট মারা যায়। তবে সম্প্রতি Smithsonian সংস্থা ঘোষনা দিয়েছে যে এই প্রানীটি আলাদা একটি প্রজাতী ছিল না বরং সাধারন জেব্রাদের মতই একটি।

Thylacine: the Tasmanian Tiger


আধুনিক সময়ে Thylacine ছিল একটি পরিচিত মাংসাশী প্রানীর নাম। বিংশ শতাব্দিতে অষ্ট্রেলিয়া এবং নতুন গিনিতে ওগুলো কিছুটা দেখতে পাওয়া যেত। তবে এটাকে Tasmanian Wolf নামেও ডাকা হত। Thylacine মহাদেশের ইউরোপীয় উপনিবেশার পূর্বে অস্ট্রেলিয়া এবং পরে বিভিন্ন দ্বীপপুঞ্জে এগুলো দেখতে পাওয়া যেত। ধারনা করা হয় এটি ১৯৩৬ সাল থেকে বিলুপ্ত হয়েছে।

Steller's Sea Cow: the defenseless beast


Asiatic সমুদ্রের উপকূলের কাছে ormerly প্রজাতীর প্রানীটি খুঁজে পাওয়া গিয়েছিল, এইটি naturalist Georg Steller এর দ্বারা ১৭৪১সালে তে খুঁজে বার করা হয়েছিল। এই প্রানীটি প্রায় ৭.৯ মিটার বা (25 9 ফুট) হয়েছিল। যা manatee অথবা du gong এর চেয়ে তিন টন বেশি ওজনের ছিল। Steller অনুসারে, " এই প্রানীটি তীরে কখনও আসে না , জলের মধ্যেই চিরন্তন বসবাস করে। এর ত্বক কালো এবং পুরু, একটি পুরনো oak গাছের বাকলের মত। তবে আশ্চর্যের কথা হল এটির কোন দাঁত নেই। গ্রিনল্যাণ্ড থেকে Steller's Sea Cow মত প্রাণীর এখনও কিছুটা প্রজাতী আছে, সুতরাং এইটি ইঙ্গিত করা হয়েছে যে এই প্রানীটির ক্ষুদ্র অংশ হলেও বর্তমান সময়ে বেচে থাকতে পারে। এইটি এখনও পর্যন্ত অপ্রমাণিত। তবে এটাকে ১৭৬৮ সালের পর থেকেই বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

Irish Deer: the largest deer


আয়ারল্যান্ডীয় এই বৃহৎ আকৃতির হরিণটির ছিল সর্বদা বিচরন। তবে এটি ৫, ৭০০ খ্রীষ্টপূর্বাব্দ অথবা ৭৭০০ বছর আগে বিলুপ্ত হয়েছে। এটি প্রায় ৯০ পাউন্ড এবং ১২ ফিটের মত লম্বা হয়ে থাকত।

Caspian Tiger: the third largest


Caspian Tiger ইরান, ইরাক, আফগানিস্তান, তুরস্ক, মঙ্গোলিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তানে, উজবেকিস্তান এটি পাওয়া গিয়েছিল। যা ১৯৭০ সালের দিকে বিলুপ্ত ঘোষনা করা হয়। এই প্রজাতির বাঘটি ছিল বিশ্বে তৃতীয় বৃহত্তম বাঘ। এই প্রজাতীর পুরুষ বাঘের ওজন ১৬৯-২৪০ কেজি হয়ে থাকত এবং মহিলা বাঘের ওজন ৮৫-১৩৫ কেজি হয়ে থাকত। তবে কিছু কিছু বিশেষজ্ঞ মনে করেন এখনও এই প্রানীটির অস্তিত্ব রয়েছে।

Aurochs


এই প্রানীটি কোন এক সময়ে ইউরোপের বিখ্যাত একটি প্রানী ছিল। যা ভারত এবং এশিয়ার আরও কিছু দেশে পাওয়া যেত। ১৫৬৪ সালে gamekeepers রাজকীয় পরিসংখ্যান অনুসারে কেবল ৩৮ প্রাণীর সংখ্যা বের করতে পেরেছিল। তবে ১৬২৭ সালে এই প্রানীকে পূর্নাঙ্গভাবে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

Great Auk


Great Auk প্রানীটি ছিল পেঙ্গুইনদেরই একটি প্রজাতী, যা Atlantic সমুদ্রের পাড়ের দ্বীপ এবং দেশগুলোতে পাওয়া যেত। কিন্তু এগুলো আজকে বিলুপ্ত। এগুলো দাড়ানো অবস্থায় ৭৫ সেন্টিমিটার অথবা ৩০-৪০ ইঞ্চি হয়ে থাকত। এগুলোর ওজন ৫ কেজির মত হয়ে থাকত। এগুলো আগে কানাডা, গ্রিনল্যাণ্ড, আইসল্যান্ড, নরওয়ে, আয়ারল্যাণ্ড এবং মহান ব্রিটেনে বহু সংখ্যক খুঁজে পাওয়া গিয়েছিল এবং শিকারও করা হয়েছিল। তবে ১৮৪৪ সালের পর থেকে এগুলো বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

Cave Lion


পৃথিবীর খুব কম প্রানী সম্পরকে আমরা জানি যারা গুহায় বাস করে। তবে কিছু কিছু প্রানী আছে যেগুলো গুহাতেই বেশি নিরাপদ থাকে। Cave Lion ও গুহায় বসবাস করত। এদের কে European or Eurasian cave lion ও বলা হয়। তবে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ সিংহ যেটি জার্মানির Siegsdorf এর কাছে ১৯৮৫ তে খুঁজে পাওয়া গিয়েছিল। এই প্রানীটিকে প্রায় প্রায় ১০, ০০০ বছর পূর্বে বিলুপ্ত ধারনা করা হয়েছিল যা ২০০০ বছর আঘে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। তবে এর কিছু প্রজাতী এখনও টিকে থাকতে পারে বলে মনে করা হয়।

হয়ত মানুষও কোন এক সময় এই প্রানীগুলোর মত হারিয়ে যাবে। সকলকে ধন্যবাদ...............

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কিছু জানলাম। ভালওই হইসে………… 😛

    মিয়া তোমারে যে কাজটি করতে বললাম তুমি ওইটাতে ফেল করছ।

    তোমার মুখে ফুল চন্দন পরুক। মিয়া একটু আকটু কথা বললে কোন দোষ নাই।

good knowledge, thanks a lot.

Level New

Irish Deer টা আমার লাগবে

    ЯOBAYETH ভাল লাগলেও কিছু করার নাই এগুলো এখন মাটির নিচে ঘুমাচ্ছে

টিউন দিয়েই এভাবে সব সমালোচনার জবাব দিতে হবে। দারুন টিউন থ্যাংকস হাসিব।

    শাকিল ভাই একটা কথাই শুধু বলতে চাই সেটা হল মানুষ পারে না এমন কোন কাজ আছে। শুধু চেষ্টা আর আগ্রহের প্রয়োজন। এই টিউনটি ইচ্ছা করলে আমি আরও ১০০০ ওয়ার্ড বাড়িয়ে লিখতে পারতাম কিন্তু তখন আর টিউনের মজা থাকত না হয়ে যেত একটি বইয়ের মত। যা অনেকেই ক্লন্তিবোধ করত। আপনাকেও ধন্যবাদ…

মধুর প্রতিশোধ হাসিব মিয়া রকস চালাই যাও মিয়া

    মামুন ভাই আপনেরে কালকে সারাদিন এবং রাতে যতক্ষন নেটে ছিলাম ততক্ষ খুজছিলাম, কিন্তু মিয়া কই যে থাকেন বুঝি না।

    Mamun ta nisachor prani…raat 1 tar por ase.

    😀 @সাম্য

IE 8 OFFLINE ER LINK TA DEN

খুব ভালো হয়েছে টিউন টি

ভাল লাগল

খুবই ভালো টিউন!

    ভাল লাগলেই টিউন করা সার্থক

খুবই ভালো একটা টিউন সংগ্রহে রাখার মত… ধন্যবাদ হাসিব ভাই আপনাকে। 🙂 আমার খুব প্রিয় একটা সফর্টওয়ার Cute Mp3 Cutter 1.7 এটা দিয়ে খুব সুন্দর করে রিংটোন বানানো যায় । কিন্তু এর ট্রায়াল ১০ দিন শেষ এখন ইউজার আর রেজিষ্ট্রেশন কোড চায় হাসিব ভাই বলবেন কি কিভাবে এটা সক্রিয় করা যায় 🙁

    দেখি সন্ধ্যায় আমি যেভাবে রিংটোন বানিয়ে থাকি সেটা নিয়ে বোনাস টিউন করতে চেষ্টা করব।

Level 2

ফাটাফাটি তথ্য জানলাম । ধন্যবাদ BoSs……….

    তোমাকেও ফাটাফাটি ধন্যবাদ………..

হাসিব ভাই দারুন টিউন ভাই অনেক কিছু জানলাম।আমি তো Dinosaurs ছাড়া অন্য কোনটাকেই চিনতাম না।

    আমিও চিনতাম না, গতকালকেই চিনলাম তাইতো এগুলো নিয়ে টিউন করে ফেললাম।

Level 0

জেনে ভাল লাগলো হাসিব। তোমার সুন্দর তথ্য গুলোর জন্য ধন্যবাদ।

    Cats eYe ভাই আপনাকেও ধন্যবাদ…………….

Level 0

হাসিব ভাই অনেক ধন্যবাদ। নতুন কিছু দেখলাম এই টিউনের মাধমে।
ভাই ফ্রী এসএমএস kuripotxt.net থেকে আর এসএমএস ্যায় না।আর কোন সাইট আছে?

    ভাই টেকটিউনসের সবাই এবং এই লিংকগুলো কপি পেষ্ট করে অন্যসব ব্লগে দিয়ে দেয়া হয়েছিল যার ফলে বিপুল চাপ পরেছিল ওই সার্ভারে। হয়ত এজন্যই এখন বন্ধ আছে।

জানার কোন শেষ নাই ।

    তাই বেশি করে জানতে চাই

Level 0

জানার কোন শেষ নাই ।

    হায়রে নাদের মিয়া তুমিও কমেন্ট কপি-পেষ্ট করলা:)

    Level 0

    ভাই লেকতে কাইল লাগতাছিল তাই আর কি!!!!

ভাই হরিণটিও সবচেয়ে ভাল। এটা গুত মারতে পারে।

Level 0

hasib vai apnar aro ekti jotil tune 😀

আপনার টিউনগুলির এই এক সমস্যা ইমেজগুলি দেখা যায় না :(। প্রায় বেশিরভাগ টিউনেরই একই অবস্থা।

"টেকটিউনসে সক্রিয় মডারেশন ব্যবস্থা চাই……………………."
২৫ তারিখের মধ্যেই ইনশাআল্লাহ মডারেশন প্যানেলের সবাইকে ক্ষমতা হস্তান্তর করা হবে 😉

    এটি কি শুধু্‌ই আগের মত আশা দিলেন নাকি বাস্তবায়ন হবে?

    সাইফুল টিউনটি আপডেট করা হয়েছে এখন দেখতে পার